আধুনিক বিশ্বে প্রযুক্তি অনেক উন্নত মানের। তাই এই উন্নতির যুগে কম্পিউটার, ল্যাপটপ বা স্মার্টফোন ছাড়া কাজকর্ম করা বেশ সমস্যাজনক হয়ে পড়ছে। কিন্তু আগেকার দিনে এমন পরিস্থিতি ছিল না। আগেকার দিনে সব কাজ কাগজ, কলমেই করতে হত। তারপর এল QWERTY Key Board। কেন এমন ক্রমবিন্যাস, কি করেই বা তৈরি হল এই বিশেষ পদ্ধতি ? চলুন জেনে নেওয়া যাক এই বিষয়ে-
কম্পিউটার, ল্যাপটপ বা স্মার্টফোনে এখন যে Key Board ব্যবহার করা হয় তাতে ABCD পরপর থাকে না। কিন্তু কেন থাকে না !
আসলে, এই Key Board-এর ফরম্যাটটিকে বলা হয় QWERTY, যা বহুবছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। এবার প্রশ্ন কেন এই QWERTY Key Board তৈরি করা হয়েছিল এবং কেন ABCD পরপর একসঙ্গে বসানো থাকে না ? তার উত্তর জেনে নেওয়া যাক।
১৮৭৩ সালে এই QWERTY Key Board তৈরি করা হয়েছিল। এর জনক ছিলেন ক্রিস্টোফার ল্যাথাম শোলসকে। এই লে-আউটটি বিশেষ করে যান্ত্রিক টাইপরাইটারদের জন্য ডিজাইন করা হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল টাইপিং গতি কমিয়ে জ্যামিং প্রতিরোধ করা।
জানা গিয়েছে, এই QWERTY Key Board-এর চেয়েও বেশি অভিজ্ঞ লে-আউট আছে। যাদের এই Key Board ডিজাইনে নিবেশ করা হয়েছে। যেমন ডভোরাক এবং কোলেমাক। কিন্তু এখনও সর্বোচ্চ পরিমানে ব্যবহৃত হয় এই QWERTY Key Board।
যাঁরা নতুন নতুন টাইপিং শেখেন তাঁদের যদি ABCD-র মতো পরপর অক্ষর দেখিয়ে দেওয়া যায়, তাহলে খুবই সুবিধা হয়। কিন্তু এই জায়গাতেই QWERTY বিশেষ বৈশিষ্ট্য। এই ডিজাইন তৈরির সময় উদ্দেশ্যেই ছিল টাইপিং- এর গতি কমিয়ে দেওয়া। কারণ, যাতে কেউ চেনা অক্ষর দ্রুত গতিতে টাইপ করতে না পারেন। কিন্তু হল উল্টো। এই QWERTY-তেও মানুষ যথেষ্ট দ্রুত গতিতে টাইপ করতে পারে।
এর একটা কারণ কিন্তু এর বিশেষ ডিজাইন। এই লে-আউটে সব থেকে বেশি ব্যবহৃত বর্ণগুলিকে সাধারণত পাওয়া যায় একেবারে মাঝখান ঘেঁষে। যাতে টাইপ করার সময় আঙুল সঞ্চালন করতে খুব বেশি বেগ পেতে না হয়।
তবে, QWERTY Key Board প্রতিস্থাপন করা হলে, লক্ষ লক্ষ কম্পিউটার ব্যবহারকারীকে নতুন Key Board সেটিং এর জন্য প্রশিক্ষণ নিতে হবে, যার ফলে লোকসান হবে। এছাড়া কম্পিউটার সফটওয়্যার ও হার্ডওয়্যারের সঙ্গে নতুন লেআউট সামঞ্জস্য করতে কোম্পানিগুলোকে নতুন করে কাজ করতে হবে।
আপনাদের জন্য আরো
1.KYE-BOARD-এ কেন ABCD পরপর থাকে না বলুন তো ? ৯৯% মানুষ ভুল উত্তর দিয়েছেন ! কারণটা ‘অদ্ভুত’
2.কম্পিউটার সুরক্ষিত রাখতে কীভাবে কাজ করে অ্যান্টি-ভাইরাস প্রোগ্রাম? জেনে নিন
3.WhatsApp-এ ই-চালান পাচ্ছেন ? সাবধান ! ফাঁদ পাতছে হ্যাকাররা
4.Microsoft Windows-এ বিশ্বজুড়ে গোলযোগ ! বন্ধ বিমানবন্দর থেকে ব্যাঙ্কিং পরিষেবা