ভারতে জিও র ক্লাউড গেমিং পরিষেবা চালু হয়ে গেল। এই পরিষেবা এখনো বিটা ভার্সনে রয়েছে।
অর্থাৎ এটি এখনো পাকাপাকিভাবে সকল গ্রাহকদের জন্য লঞ্চ করা হয়নি। গুটিকয়েক বিটা ইউজার ছাড়া
জিওর এই ক্লাউড গেমিং পরিষেবা ব্যবহার করতে পারবে না। জিওর লক্ষ্য হলো ভারতের ক্লাউড গেমিং
মার্কেটে যে সমস্ত AAA টাইটেল Game রয়েছে সেগুলি গ্রাহকদের উপহার দেওয়া। যার জন্য প্রয়োজন
উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট পরিষেবা। ক্লাউড পরিষেবায় আপনার যেকোনো ডিভাইস থেকেই এই সমস্ত
গেমগুলি আপনারা খেলতে পারবেন যদি আপনার কাছে একটি উচ্চগতি সম্পন্ন ইন্টারনেট পরিষেবা থাকে।
JioGames প্ল্যাটফর্মের যে সমস্ত গেমগুলি রয়েছে সেগুলি হল সেন্টস রো, রেডআউট, ভিক্টর ভরান,
শ্যাডো ট্যাকটিক্স, কিংডম কাম ডেলিভারেন্স ইত্যাদি।
JioGame Cloud কী?
এটা একটি ক্লাউড গেমিং পরিষেবা এখানে যে গেমগুলি থাকবে সেগুলি আপনি আপনার ডিভাইসে
ডাউনলোড না করেই খেলতে পারবেন। প্রাউড গেমিং এ গেমগুলি মূলত আপনার ডিভাইসে স্ট্রিম করা
হয়। এর জন্য আপনার কোন উচ্চ ক্ষমতা সম্পন্ন ডিভাইস অথবা শক্তিশালী ল্যাপটপ বা স্মার্টফোনের
প্রয়োজন নেই আপনার একটি উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট সংযোগ থাকলেই আপনি যেকোনো ডিভাইসে
এই গেমগুলির আনন্দ উপভোগ করতে পারবেন। এমনকি গেমগুলি খেলার জন্য কোনরকম এক্সট্রা ফাইল
অথবা ফোল্ডার আপনাকে আপনার ডিভাইসে ইন্সটল পর্যন্ত করতে হবে না।
ডেক্সটপ বা ল্যাপটপে কিভাবে খেলবেন
আপনি ল্যাপটপ বা ডেস্কটপে একটি কন্ট্রোলার যুক্ত করে অথবা আপনার মানুষ এবং কিবোর্ড ব্যবহার করে খুব সহজেই গেমগুলি খেলতে পারবেন।
টিভিতে কিভাবে জিও ক্লাউড ব্যবহার করবেন
আপনার স্মার্ট টিভিতে যদি আপনি জিও গেম খেলতে চান সেক্ষেত্রে আপনাকে একটি কন্ট্রোলার যুক্ত করতে হবে এবং সেট টপ বক্স এর সঙ্গে যুক্ত করতে হবে।
অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কিভাবে খেলবেন
প্রথমে আপনাকে google play store থেকে জিও গেম নামে ক্লাউড অ্যাপটি কে ইন্সটল করতে হবে।
তারপর আপনার মোবাইল নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে এরপর আপনি ক্লাউডে যে
গেমগুলো রয়েছে সেগুলো খেলতে পারবেন। এক্ষেত্রে আপনি কোন ব্লুটুথ কন্ট্রোলার যুক্ত করেও গেমগুলি
খেলতে পারেন।
আপনার জন্য আরো
1.Zomato থেকে এখন বাংলা ভাষাতেও আপনার পছন্দের খাবার অর্ডার করতে পারবেন
2.তিনটি নতুন ভ্যারিয়েন্টে হাজির হতে চলেছে iVOOMi S1 ই-স্কুটার
3.মার্কেটে আসতে চলেছে Vivo -র Sub-Brand iQoo-এর একটি নতুন স্মার্টফোন
4.নতুন বছরের শুরুতে আরও অত্যাধুনিক চমকের সাথে আসতে চলেছে নতুন iPhone 15 Pro