পুজোর মরশুম চলছে। আর সামনেই আসছে দীপাবলি। এই দীপাবলি উপলক্ষ্যে দেশের ২জি ইউজারদের জন্য দারুন ধামাকা নিয়ে এল JioBharat। খুব অল্প সময়ের জন্য পাওয়া যাবে এই অফার। বর্তমান সময়ে JioBhatat ফোনের দাম ৯৯৯ টাকা। দীপাবলি ধামাকা অফারে এই ফোন পাওয়া যাবে মাত্র ৬৯৯ টাকায়।
দীপাবলিতে একসঙ্গে প্রিয়জনের সাথে সময় কাটাতে না পারলেও, ফোনে কথা বলে সময় কাটাতে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্যই JioBharat এনেছে এই ধামাকা অফার।
এই JioBharat ফোনে গ্রাহকরা পাবেন আনলিমিটেড ভয়েস কলের সুবিধা। অর্থাৎ, যত খুশি বা যতক্ষণ খুশি ফোনে কথা বলা যাবে। প্রিয়জনের সঙ্গে কথা বলায় কোনও বাঁধা থাকবে না। এখনকার সময়, ইন্টারনেটের সময়। ডেটা ছাড়া ফোন একদম অচল। ১২৩ টাকার প্ল্যানে প্রতি মাসে ১৪ জিবি ডেটা পেয়ে যাবেন গ্রাহকরা। সাথে বিনোদনে ভরপুর সুবিধাও আছে। ইউজাররা ৪৫৫টির বেশি টিভি চ্যানেল লাইভ দেখার সুবিধা পাবেন। সিনেমা প্রেমীদের জন্যও দারুন দারুন জিনিস। মুভি প্রিমিয়ার এবং লেটেস্ট সিনেমা দেখার সুযোগও পাওয়া যাবে এই ১২৩ টাকার প্ল্যানে।
এটা ভিডিও-এর যুগ। যাঁরা ভিডিও দেখতে পছন্দ করেন তাঁরা ভিডিও শো দেখতে পারবেন খুব সহজেই। যাঁরা খেলা দেখতে পছন্দ করেন তাঁদের জন্য তো সোনায় সোহাগা। লাইভ স্পোর্টস দেখার সুযোগও থাকছে।ইউজাররা JioCinema-এর হাইলাইটস দেখতে পারবেন। ডিজিটাল লেনদেনেও কোনও অসুবিধা হবে না। টাকা নিতে বা পাঠাতে পারবেন অতি সহজে। এমনকী কিআর কোড স্ক্যান করেও লেনদেন করতে পারবেন গ্রাহকরা। পেমেন্টে Jiopay-এর মাধ্যমে সাউন্ড অ্যালার্টও পাবেন ইউজাররা। গ্রুপ চ্যাট করার সুবিধাও থাকছে। jioChat-এ ফটো, ভিডিও এবং মেসেজ শেয়ার করা যাবে। এর সঙ্গে আরও অনেক কিছুই থাকছে।
অন্যান্য অপারেটরদের ফিচার ফোনের সঙ্গে তুলনা করলে (প্রতি মাসে ১৯৯ টাকা) দেখা যাবে JioBharat প্ল্যান ৪০ শতাংশ সস্তা। শুধু তাই নয়, প্রতি মাসে ৭৬ টাকা সঞ্চয়ও হবে। সোজা কথায় এর মানে হল, মাত্র ৯ মাসের মধ্যে ফোনের পুরো টাকা উঠে আসবে, তারপর বিনামূল্যে ব্যবহারের মতো দাঁড়াবে বিষয়টা। ইউজার যত বেশি ব্যবহার করবেন, তত সঞ্চয় হবে।
এটা শুধু ফোন নয়, ফোনের চেয়েও বেশি কিছু। ভবিষ্যতের জন্য পুজোর মরশুমে এক অসাধারণ উপহার। এই ফোনটি আপনি জিও মার্ট, অ্যামাজন বা যে কোনও স্টোর থেকে কিনতে পারবেন। যা জিও-এর ‘সবচেয়ে সস্তা, সবচেয়ে ভাল’ অফারের সঙ্গে সংযুক্ত।
আপনাদের জন্য আরো
1.Smartphone-এ মাঝে-মধ্যেই নেটওয়ার্ক চলে যাচ্ছে ? ইন্টারনেট স্পিড বাড়াবেন কীভাবে ? জেনে নিন
2.BSNL-এর এই সব প্ল্যানে লাভ অনেক ! খরচ ৩০০ টাকার কম
3.UPI ফ্রডে এইসব টেকনিক ব্যবহার করে প্রতারকরা ! জানুন সাবধানতার উপায়
4.Smartphone হাতে সবসময়ের জন্য আছে ? কি মারাত্মক ক্ষতি হচ্ছে জানেন ?