Jio Bharat V2 : Jio লঞ্চ করল নতুন 4G ফোন দাম মাত্র 999 টাকা জানুন বিস্তারি

রিলায়েন্স জিও দেশে একটি নতুন 4G ফোন লঞ্চ করে দিয়েছে। ফোনটির নাম Jio Bharat V2। এই ফোনটির দাম হবে 999 টাকা। জিওর নজর রয়েছে ভারতের সেই সমস্ত ২৫ কোটি 2G গ্রাহকদের উপর যারা এয়ারটেল এবং ভোডাফোনের সঙ্গে যুক্ত রয়েছে। কোম্পানি  দাবি করছে এই নতুন ফোন Jio Bharat V2 এর দমে 10 কোটিরও বেশি গ্রাহকদের সঙ্গে যুক্ত হবে।

Jio Bharat V2 এর বিশেষত্ব 

জিও বলেছে তাদের এই 4G ফোনটি খুবই হালকা মাত্র 71 গ্রাম। ফোনটিতে 4.5 সেন্টিমিটারের TFT ডিসপ্লে দেয়া হয়েছে। 0.3 মেগাপিক্সেলের একটি ক্যামেরাও দেয়া হয়েছে ।1000mAh একটি ব্যাটারি দেয়া হয়েছে এবং 3.5mm হেডফোন জ্যাক দেয়া হয়েছে । এছাড়াও FM রেডিও, লাউড স্পিকার মত অপশন গুলিয়ে দেয়া হয়েছে। 128GB পর্যন্ত মেমোরি কার্ডের সাপোর্টও দেয়া হয়েছে।

সবথেকে সস্তা ইন্টারনেট ফোন

যে এটা দাবি করছে যে মার্কেটে যে সমস্ত ইন্টারনেট ব্যবহারকারী ফোন রয়েছে সেগুলোর মধ্যে Jio Bharat V2 সবথেকে সস্তা। কোম্পানি 2018 সালে জিও ফোন লঞ্চ করেছিল যেখান থেকে খুব ভালো সফলতা পেয়েছিল। কোম্পানি আশা করছে তাদের নতুন Jio Bharat V2 থেকেও ভাল রকম রেসপন্স পাবে।

এই ফোনের সঙ্গে জিও গ্রাহকরা জিও সিনেমা এবং জিও সাবান application এর অ্যাক্সিসও পাবেন। এই মোবাইল ২২ টি ভারতীয় ভাষা সাপোর্ট করে।

14GB ডেটা পাবেন 123 টাকা রিচার্জে

999 টাকার এই Jio Bharat V2 ফোনের জন্য কোম্পানি সস্তায় রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। 28 দিনের ভালিডিটির জন্য 123 টাকার প্ল্যান এনেছে যেখানে আপনি 14GB 4G ডেটা পাবেন। সঙ্গে পাবেন আনলিমিটেড কল এবং লিমিটেড SMS।Jio Bharat V2 জন্য কোম্পানি বার্ষিক রিচার্জ প্ল্যানও এনেছে যার দাম 1234 টাকা।

7 জুলাই থেকে Jio Bharat V2 এর বিটা ট্রায়াল শুরু হবে। কোম্পানির উদ্দেশ্য এই ফোনটিকে 6500 তাহসিলে নিয়ে যাওয়া।

আপনার জন্য আরো

1.লঞ্চের আগে Samsung Galaxy M34 5G এর সাপোর্ট পেজ হলো লাইভ! জানুন বিস্তারিত

2.WhatsApp এ পাঠানো যাবে হাই কোয়ালিটি Video খুব শীঘ্রই আসতে চলেছে নতুন ফিচার

3.Noise লঞ্চ করল তাদের নতুন Earbuds Noise Buds Aero  দাম মাত্র 799

4.24GB  RAM যুক্ত পৃথিবীর প্রথম স্মার্টফোন Red Magic 8S Pro জানুন স্পেশাল কি থাকছে

Leave a Comment