শ্রী হরিকোটের সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে SSLV-D3 রকেট অন করা হলো আজ 16 আগস্ট সকাল 9 টা 17 মিনিটে। আর্থ অবজারভেশন স্যাটেলাইট EOS-8 এই রকেট দিয়ে উৎক্ষেপণ করা হচ্ছে। এছাড়া একটি ছোট্ট স্যাটেলাইট SR-O ডেমোস্ট্যাটও যাত্রী উপগ্রহ হিসাবে উৎক্ষেপণ করা হয়েছে। পৃথিবী থেকে প্রায় 475 কিলোমিটার উচ্চতায় এই দুটি উপগ্রহ বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করবে। আসুন জেনে নেয়া যাক এই উপগ্রহ সম্পর্কে বিস্তারে
SSLV এর অর্থ হল স্মল স্যাটেলাইট লঞ্চ ভেইকেল এবং D3 কথার অর্থ তৃতীয় ডেমোনস্টেশন ফ্লাইট। এই রকেটটি ন্ ন্যানো , মাইক্রো এবং মিনি স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যবহার করা হবে। এই রকেটটিকে দেশের তৃতীয় সবচেয়ে ব্রাইট রকেট বলে ঘোষণা করেছে ISRO।
এই SSLV-D3 রকেটের সাহায্যে সর্বোচ্চ 500 কেজি পর্যন্ত ওজনের স্যাটেলাইট গুলিকে 500 কিলোমিটারের নিচে লো-আর্থ কক্ষপথে পাঠানো যাবে। এছাড়াও ৩০০ কেজি ওজনের স্যাটেলাইট গুলিকে সূর্যের সিঙ্ক্রনাস কক্ষপথে পাঠানো সম্ভব হবে। আজকের লঞ্চে এটি 475 কিলোমিটার উচ্চতায় পৌঁছাবে এবং সেখান থেকে এটি স্যাটেলাইট ছেড়ে দেবে।
SSLV-D3 রকেট টির দৈর্ঘ্য 34 মিটার এবং ব্যাস 2 মিটার। রকেটটির ওজন 120 টন। এই রকেটটি 500 কিলোমিটার দূরত্বে 10থেকে 500 কেজির পেলোড সরবরাহ করতে সক্ষম। আজ সকালে শ্রী হরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের 1নম্বর লঞ্চ প্যাড থেকে এই রকেটটি উৎক্ষেপণ করা হয়েছে।
EOS-8 এই স্যাটেলাইট টি দুর্যোগ ব্যবস্থাপনা প্রযুক্তিগত প্রদর্শন এবং পরিবেশ পর্যবেক্ষনের জন্য কাজে লাগবে। ইলেকট্রিক অপটিক্যাল ইনফারেড পেলোড(EOIR), Sic UV ডসিমিটার এবং গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম রিফলেক্টমেট্রি পেলোড(GNSS-R) নামে তিনটি অত্যাধুনিক প্রযুক্তি পেলোড রয়েছে এই স্যাটেলাইটে। এই স্যাটেলাইটের ওজন 175.5 কেজি। এই স্যাটেলাইটটি ইনফ্রারেড ছবি তুলতে ব্যবহার করা হবে।
আপনার জন্য আরো
1.মোবাইল ফোন নম্বরের নয়া নিয়ম চালু হচ্ছে ১ সেপ্টেম্বর থেকে
2.Instagram এবার ‘ম্যাপ ফিচার’ নিয়ে হাজির ! ব্যপারটা কী ?
3.Google Photos AI এডিটিং টুল, এখন সবার জন্য বিনামূল্যে
4.মেসেঞ্জার-এর অ্যাক্টিভ স্টেটাস লুকিয়ে রাখতে চান ? জেনে নিন এই সহজ টিপস গুলি