বিশ্বব্যাপী নেভিগেশন অনেক সহজ করে দিয়েছে গুগল ম্যাপ। এখন যে কোনো অচেনা জায়গাতে গিয়ে হারিয়ে যাওয়ার কোনো ভয় থাকে না এই গুগল সার্ভিস ব্যবহার করলে। গুগলের এই অনলাইন ম্যাপ সার্ভিস সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। আইওএস ও অ্যানড্রয়েড অ্যাপ এরই সাথে রয়েছে। একটি অ্যাকটিভ ইন্টারনেট কানেকশন প্রয়োজন গুগল ম্যাপস ব্যবহার করার জন্য। ইন্টারনেট কানেক্শন ছাড়াও গুগল ম্যাপস ব্যবহার করা সম্ভব যদি আপনি অফলাইনে ম্যাপটি সেভ করে রাখেন। অফলাইনে ম্যাপটি একবার ডাউনলোড হয়ে গেলে কোনো রকম ইন্টারনেট কানেকশন ছাড়াই যে কোনো ডিরেকশন সার্চ করা সম্ভব।
গুগল ম্যাপস কী মোবাইল ডেটা ছাড়াও ব্যবহার করা যাবে ?
হ্যাঁ, মোবাইল ডেটা ছাড়াই তা ব্যবহার করা সম্ভব যদি ম্যাপটি ডাউনলোড করা থাকে। এসডি কার্ড ও ফোন স্টোরেজেও ম্যাপ সেভ করে রাখা যাবে।
ম্যাপ ডাউনলোড অফলাইন ব্যবহারের জন্য কীভাবে করবেন ?
গুগল ম্যাপটি অ্যানড্রয়েড ডিভাইসে ওপেন করতে হবে। এইবার আপনি যেই জায়গায় যাবেন তার ডিরেকশন সিলেক্ট করুন। তারপর আপনাকে ট্রানসিটের মোড সিলেক্ট করতে হবে। এইবার আপনাকে নীচের সাদা বারটিতে ক্লিক করতে হবে। তারপর সেভ অফলাইন সিলেক্ট করে ট্যাপ করুন।
গুগল আর্থ কীভাবে কম্পিউটারে ব্যবহার করবেন ?
স্টেপ ১। প্রথমে কম্পিউটারে উইন্ডোজ বাটনটিতে ক্লিক করবেন।
স্টেপ ২। এরপর গুগল আর্থ অপশনটি সার্চ করুন।
স্টেপ ৩। তারপর রাইট ক্লিক করে ফাইন্ড প্রপার্টিজ এ ট্যাপ করুন।
স্টেপ ৪। এইবার শর্টকাট সিলেক্ট করতে হবে।
স্টেপ ৫। এবার আপনি ওপেন ফাইল লোকেশনটি সিলেক্ট করুন।
স্টেপ ৬। তারপর একটি ইএক্সই ফাইল দেখানো হবে আপনাকে।
স্টেপ ৭। এইবার আপনি এই ফাইলের ওপরে রাইট ক্লিক করবেন।
স্টেপ ৮। তারপর ক্রিয়েট শর্টকার্ট অপশনটিতে ক্লিক করুন।
FAQ.
প্রশ্ন : ইন্টারনেট ছাড়া কি গুগল ম্যাপ ব্যবহার করা যায় ?
উত্তর : হ্যাঁ ব্যবহার করা যায়।
প্রশ্ন : গুগল ম্যাপ অ্যাপে কী টাকা লাগে ?
উত্তর : না Google ম্যাপ অ্যাপ ব্যবহার করার জন্য কোনো রকম টাকা লাগে না।
প্রশ্ন : গুগল আর্থ প্রোজেক্ট কী ?
উত্তর : গুগল আর্থ প্রোজেক্টের সাহায্যে আপনারা টেক্সট, ফটো এবং ভিডিও সহ বিশ্বের বিভিন্ন স্থান সম্পর্কে কাস্টমাইজড ম্যাপ এবং স্টোরি ক্রিয়েট করতে পারেন।
প্রশ্ন : গুগল ম্যাপ ব্যবহার করার জন্য কী লাইসেন্স এর প্রয়োজন ?
উত্তর : হ্যাঁ প্রয়োজন।
প্রশ্ন : আমি কী গুগল ম্যাপে ড্রয়িং করতে পারি ?
উত্তর : হ্যাঁ পারেন, এর জন্য আপনাকে একটি লেয়ার সিলেক্ট করতে হবে এবং আপনি যেখানে ড্রয়িং শুরু করবেন সেখানে ক্লিক করতে হবে।
আপনার জন্য আরো
1.মোবাইল হ্যাং করলে তা কিভাবে ঠিক করবেন
2.ফোনের ব্যাটারিতে বিস্ফোরণ কেন হয় ? এই দুর্ঘটনা থেকে কীভাবে নিজেকে বাঁচাবেন ?
3.নিজের ইমেল আইডি ভুলে গেলে তা কীভাবে উদ্ধার করবেন ?
4.জিমেল অ্যাপে আর একটি অন্য ইমেল অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন ?