এবার থেকে ইনস্টাতে নতুন নিয়ম শুরু হল। নতুন ইনস্টা অ্যাকাউন্ট খুললেই একাধিক নিয়ম পালন করতে হবে টিন-এজাররা। আগের নিয়মের মতোই ন্যুড বা আঠারোর কম বয়সের জন্য অনুপযুক্ত কন্টেন্ট টিন অ্যাকাউন্টের ফিডে আসবে না। এ ছাড়াও সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত নোটিফিকেশন বন্ধ থাকবে। টিন অ্যাকাউন্টটি হবে একদম প্রাইভেট।
ইনস্টা অ্যাকাউন্টটি যে ব্যক্তির, সে ছাড়া আর অন্য কেউ ফলোও করতে পারবে না। তাহলে এবার প্রশ্ন টিন ইনফ্লুয়েন্সারদের পাবলিক অ্যাকাউন্টের কী হবে ? ১৬ বছরের বেশি বয়েস ইউজাররা প্রোফাইল পাবলিক করার অপশন পাবে। তার কম বয়সীদের জন্য থাকছে পেরেন্টাল সুপারভিশন। কিন্তু যদি অবিভাবক চাই তাহলে এই নিয়মগুলি থেকে মুক্তি দিতে পারেন।
আরও বেশি নিয়ন্ত্রণও করা যায় পেরেন্টাল সুপারভিশন দিয়েই। ভুল বয়স লিখেও ছাড় পাওয়া যাবে না। ইনস্টা চাইবে সেলফি ভিডিয়ো, যা দিয়ে বয়স বোঝা যাবে। ভারতে এই নিয়ম চালু হতে হতে জানুয়ারি মাস হয়ে যাবে।
শুধুমাত্র ইনস্টাগ্রাম নয়। সোশ্যাল মিডিয়ায় কমবয়সি বিশেষত পড়ুয়াদের যাতে অস্বস্তি না হয় তার জন্য বিভিন্ন পদক্ষেপ করা হচ্ছে গোটা বিশ্বেই। আমেরিকার বিভিন্ন প্রদেশে এ নিয়ে ইতিমধ্যেই আইন পাশ হয়েছে।
সেই আইনে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, শিশুদের সোশ্যাল মিডিয়া ফিডে যেন এমন কোনও কনটেন্ট না আসে, যা অস্বস্তিকরজনক। অ্যাডাল্ট ধরনের কনটেন্টে উপরেও কড়া নিষেধাজ্ঞার বিষয়টি রয়েছে। এর জন্য সংস্থাগুলিরকে অ্যালগরিদমেও প্রয়োজনীয় পরিবর্তন আনার পরামর্শ দেওয়া হয়েছে মার্কিন মুলুকে।
আপনাদের জন্য আরো
1.Instagram এবার ‘ম্যাপ ফিচার’ নিয়ে হাজির ! ব্যপারটা কী ?
2.ইনস্টাগ্রাম-এ ব্লক করেছে প্রিয়জন ? বুঝবেন কিভাবে ? সহজ ৫ টি টিপসেই সবটা বুঝে যাবেন
3.Instagram Password ভুলে গেলেও সহজেই ফিরে পাবেন ! জেনে নিন কিছু টিপস
4.Instagram এ একাধিক ফটো কিভাবে একসঙ্গে একটি লেআউটের মধ্যে পোস্ট করবেন ?