14th জুন ভারতে Infinix Note 30 5G স্মার্টফোনটি লঞ্চ হবে বলে নিশ্চিত করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে যে এই স্মার্টফোনটি 15 হাজার টাকার কম দামে লঞ্চ করা হবে। যার অধীনে আকর্ষণীয় স্পেসিফিকেশন এবং ফিচার্সও থাকবে। ফোনটিতে 45W ফাস্ট চার্জিংও রয়েছে বলে জানা গেছে। এছাড়াও, এটি বাইপাস চার্জিং ফিচার্স সহ আসতে চলেছে। আসুন তাহলে লঞ্চ হওয়ার আগে এই ডিভাইসটির বিষয়ে বিস্তারে জেনে নেওয়া যাক।
Infinix Note 30 5G হল কোম্পানির পরবর্তী 5G স্মার্টফোন। 14th জুন লঞ্চের আগে কোম্পানি এর দাম এবং কিছু স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়েছে। ফোনটিতে একটি 5000mAh এর ব্যাটারি দেখা যেতে পারে, যার সাথে একটি 45W ফাস্ট চার্জার নিশ্চিত করা হয়েছে। এছাড়াও ফোনটিতে বাইপাস চার্জিং নামে একটি ফিচারও থাকবে। কোম্পানি ফোনটিতে বিশেষ ধরনের চার্জিং প্রযুক্তি দেবে বলে জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, Infinix Note 30 5G-স্মার্টফোনটিতে ডুয়াল চ্যানেল ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে চার্জ করার জন্য দুটি 2.1 সমান্তরাল পাম্প থাকবে। ফোনটি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। বলা হচ্ছে ব্যাটারি 1% থেকে 75% চার্জ হতে মাত্র 30 মিনিট সময় লাগবে।
ফোনটিতে যেই বাইপাস চার্জিং এর কথা উল্লেখ করা হয়েছে, সেটির সাহায্যে এটি চার্জ করার সময় ফোনটিকে গরম হওয়া থেকে রক্ষা করবে। অর্থাৎ ইউজাররা যদি গেম খেলার সময় ফোনটি চার্জ করে তাহলেও ফোনটি গরম হবে না। যার ফলে গেমারদের জন্য এটি একটি উপযুক্ত ফোন হয়ে উঠবে।
Infinix Note 30 5G-এর স্পেসিফিকেশনের কথা বললে, ফোনটিতে একটি 6.78-ইঞ্চির IPS LTPS প্যানেল দেখা যাবে। এতে 120Hz রিফ্রেশ রেট দেওয়া যেতে পারে। ফোনটির রিয়ারে একটি 108-মেগাপিক্সেল এর ক্যামেরা দেওয়া যেতে পারে। যা ট্রিপল ক্যামেরা মডিউলে উপস্থিত থাকবে। ফোনটিতে Android 13 OS-এ XOS 13 UI স্কিন দেখা যাবে। এটি JBL এর ডুয়াল স্পিকার সহ আসতে পারে। এছাড়াও, এটিতে একটি সাইড মাউন্টেড করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও দেওয়া থাকতে পারে। ফোনটি Blue, Orange এবং Black কালারে পেস করা যেতে পারে।
আপনার জন্য আরো
1.4GB RAM এবং 5000mAh ব্যাটারির সাথে লঞ্চ হল Moto G53j স্মার্টফোন, জেনে নিন প্রাইস
2.আসতে চলেছে Vivo V29 5G স্মার্টফোন 8GB RAM এবং Snapdragon প্রসেসরের সাথে
3.iQoo এই মাসে ভারতে লঞ্চ করতে পারে Neo 7 Pro 5G, লিক হলো স্পেসিফিকেশন্স এবং প্রাইস
4.লঞ্চ হলো Realme C53 স্মার্টফোনটি 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারির সাথে