CCTV বাড়িতে লাগাতে চাইছেন, তাহলে জেনে রাখুন ৪ টি জিনিস ! না হলে ঘটতে পারে বিপদ

বাড়িতে CCTV লাগানো অবশ্যই দরকার, কারণ চোর-ছ্যাঁচড়ের উৎপাত কম-বেশি হয়েই থাকে। বাড়িতে বয়স্ক মানুষ থাকলে তাঁদের নিরাপত্তার কথা ভেবে CCTV লাগানো উচিত। বাড়িতে CCTV ক্যামেরা লাগালে কত সুবিধা হয় জানেন ? আপনি যদি বাড়িতে CCTV লাগান তাহলে অফিসের কাজে বা অন্য কোনো কাজের জন্য বাড়ির বাইরে গেলেও বাড়ির উপর নজর রাখতে পারবেন। আবার আপনি যদি বাড়িতে একা থাকেন তাহলেও নিজেকে সেভ রাখতে পারবেন।

CCTV ক্যামেরা আমরা আগে শুধুমাত্র দোকান বা শপিং মলের মতো জায়গায় দেখতে পেতাম। কিন্তু এখনকার সময়ে চোরেদের যা উৎপাত তার জন্য নিজেদের ও বাড়ির সেফটির কথা ভেবে অনেকেই বাড়িতে CCTV ক্যামেরা লাগাচ্ছে। CCTV ক্যামেরা লাগালেই হয় না, বাড়ির জন্য কি ধরণের CCTV ক্যামেরা লাগানো উচিত আগে সেটা জানা অত্যন্ত জরুরি। ধরুন আপনি একটি CCTV ক্যামেরা কিনেছেন বাড়িতে লাগাবেন বলে, আর সেই ক্যামেরাটি আপনার বাড়ির জন্য উপযুক্ত নয় সেক্ষেত্রে ক্যামেরা কেনার টাকাটাই আপনার নষ্ট হবে। তাই CCTV কেনার আগে জেনে নিন বাড়ির জন্য কোন ক্যামেরা কিনতে হবে ও CCTV ক্যামেরা লাগানোর আগে কি কি করতে হবে।

CCTV ক্যামেরার রেঞ্জ কত

যদি আপনি বাড়িতে CCTV ক্যামেরা বসাতে চান তাহলে সবসময় এটা দেখে নেবেন যে ক্যামেরার রেঞ্জ যেন ২০ থেকে ২৫ মিটার হয়। সবসময় এটা মাথায় রাখবেন ক্যামেরার রেঞ্জ যত বেশি হবে ক্যামেরা তত ভালো হবে। ক্যামেরার রেঞ্জ বেশি হলে দূরের জিনিস খুব সহজে ও স্পষ্টভাবে দেখা যায়। ক্যামেরার রেঞ্জ ইমেজ সেন্সরের আকারের পাশাপাশি লেন্সের ফোকাল দৈর্ঘ্যের উপরেও নির্ভর করে অনেক কিছু ।

CCTV ক্যামেরার Video -এর গুণমান

সবচেয়ে ভালো CCTV ক্যামেরায় 720p এবং 1080p রেজোলিউশনে ভালো ভিডিও রেকর্ড করা যায়। রেজোলিউশন যত বেশি হয় ভিডিওর কোয়ালিটি ততটাই ভালো হয়। ভিডিওর কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে CCTV -তে কি ভিডিও হয়েছে তা কিছুই বোঝা যাবে না এবার আপনি যদি একটি CCTV ক্যামেরা বাড়িতে লাগিয়ে থাকেন আর সেটায় যদি ভিডিও ভালো বোঝা না যায় তাহলে আপনার ক্যামেরা কেনার টাকাটাই নষ্ট হবে। তাই ক্যামেরা কেনার আগে ক্যামেরা যাচাই করে নেওয়াটাই উচতি। ক্যামেরা কিনে যেন টাকা নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

CCTV ক্যামেরার এসডি কার্ড স্লট

CCTV ক্যামেরায় সাধারণত ইন্টারনাল এসডি কার্ডের স্লট লাগানো থাকে। CCTV ক্যামেরায় ভিডিও রেকডিং করার জন্য ব্যবহারকারীরা ৩২ জিবি, ৬৪ জিবি বা ১২৮ জিবি এসডি কার্ড লাগিয়ে থাকে। যেসব CCTV ক্যামেরা গুলো সস্তার ও কম দামের হয়ে থাকে সেগুলোতে ইন্টারনাল স্টোরেজ বলে কিছু হয় না। আপনি যদি বাড়িতে CCTV ক্যামেরা লাগাতে চান তাহলে এসডি কার্ডের স্লট রয়েছে এমন ক্যামেরায় লাগান।

CCTV ক্যামেরার মোশন সেন্সর

মোশন সেন্সর দেওয়া CCTV ক্যামেরা দামে কিছুটা বেশি হলেও, টাকা একটু বেশি খরচ করে এই ক্যামেরায় কিনে লাগাতে পারলে সব থেকে ভালো হয়। এই ক্যামেরা দামে একটু বেশি হলেও এর সুবিধা অনেক। এই ক্যামেরার সেন্সর যেকোনো ধরণের বাড়তি শব্দ বা কোনো কিছু নড়াচড়া করা খুব সহজেই তুলে ধরে। আবার এই ক্যামেরা ব্যবহারকারীকে অ্যাপের মাধ্যমে সব কিছু জানাতে সাহায্য করে।

আপনাদের জন্য আরো

1.Instagram Password ভুলে গেলেও সহজেই ফিরে পাবেন ! জেনে নিন কিছু টিপস

2.Air Cooler-ও এসির মতো ঠান্ডা রাখবে আপনার ঘরকে ! এবার মধ্যবিত্তরাও ব্যবহার করতে পারবে Air Cooler, কম দামে সেরা ৫ টি ছোট Cooler

3.বাজ থেকে বাঁচাতে এসি ফ্রিজ নিয়ে কিছু সাবধানতা 

4.WiFi router বাড়ির এই জায়গায় রাখা উচিত না! রাখলে কমতে পারে স্পিড

Leave a Comment