এই টিপস গুলো তাঁদের জন্য যারা তাদের নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে গিয়ে পাসওয়ার্ড ভুলে যায়। ইনস্টাগ্রাম অনেকেই ব্যবহার করে, এর মধ্যে এমনও অনেক ব্যক্তি আছে যারা পাসওয়ার্ড ভুলে যায়। এতে ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি পাসওয়ার্ডটি পুরোপুরি ভুলে গিয়ে থাকেন বা অ্যাকাউন্টটি অনেক দিন ধরে লগ ইন করেননি সেই পাসওয়ার্ড ফিরে পাওয়া যায় অতি সহজে। কত গুলি সহজ ধাপ অনুসরণ করলেই আপনি আপনার ইনস্টাগ্রাম পাসওয়ার্ড সহজেই ফিরে পাবেন। জেনে নিন কিভাবে কি করতে হবে।
প্রথমে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাপটি খুলবেন বা ওয়েব ব্রাউজারে https://www.instagram.com/ এই লিঙ্কে যাবেন, গিয়ে লগ ইন বাটানের নিচে Get help logging in পাবেন মোবাইলে আর Forgot password পাবেন ওয়েবসাইটে, এই দুটি অপশন আপনারা পাবেন।
এরপর ওই অপশনে ক্লিক করার পর আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খুলবে সেখানে নিজের নাম, ই-মেল, ঠিকানা ও ফোন নম্বর দিতে হবে। তারপর Next বাটনে ক্লিক করতে হবে। অন-স্ক্রিন ডিরেকশন অনুযায়ী চলতে হবে।
আপনার দেওয়া তথ্যের ওপর নির্ভর করে ই-মেল থেকে আপনার ইনস্টাগ্রাম ই-মেলে একটি লিঙ্ক পাঠানো হবে। ওই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটির পাসওয়ার্ড সেট করতে পারবেন। যে ফোন নম্বর দেবে সেই ফোন একটি পাসওয়ার্ড আসবে সেটির সাহায্যে আপনি পাসওয়ার্ডটি সেট করতে পারবে।
আবার আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি যদি ফেসবুক-এর সাথে লিঙ্ক করানো থাকে তাহলে, সহজেই ফেসবুক থেকে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সহজেই পেয়ে যাবেন।
কতগুলি সহজ টিপস মনে রাখলে আপনার সুবিধা হবে। প্রথমেই জানতে হবে অ্যাকাউন্টটিতে আপনার নাম সঠিক আছে কি, ই-মেল, ঠিকানা ও ফোন নাম্বার সব কিছু ঠিকঠাক আছে কি। ই-মেলের পাসওয়ার্ড রিসেট করার জন্য স্প্যাম ফোল্ডার চেক করে দেখে নিতে পারবেন।
আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সাথে যদি ই-মেল বা ফোন নাম্বার লিঙ্ক না থেকে তাহলে আপনার অ্যাকাউন্টটি পেতে অনেকটা কঠিন হয়ে যাবে। তখন আপনাকে ইনস্টাগ্রাম যারা কন্ট্রোল করে তাঁদের সাথে কথা বলতে হবে। আপনার পরিস্থির কথা তাদেরকে বলে আপনি সাহায্য চাইতে পারেন।
আপনাদের জন্য আরো
2.WiFi router বাড়ির এই জায়গায় রাখা উচিত না! রাখলে কমতে পারে স্পিড
3.Mobile charger -এ লেগে যাচ্ছে আগুন, চার্জে বসানোর আগে দেখে নিন 3 টি জিনিস