Huawei -এ সাউথ আফ্রিকাতে Huawei Nova 11i স্মার্টফোনটি লঞ্চ করে দিয়েছে। Huawei -এ গত মাসে চীনে Nova 11, Nova 11 Pro এবং Nova 11 Ultra পেশ করেছে। নতুন Huawei স্মার্টফোনটি 4G LTE সাপোর্ট করে। Huawei Nova 11i -তে 6.8 ইঞ্চির LCD FHD+ ডিসপ্লে, Snapdragon 680 প্রসেসর এবং 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এই পোস্টটিতে আমরা আপনাদের Huawei Nova 11i স্মার্টফোনটির ফিচার্স , স্পেসিফিকেশন্স এবং দামের বিষয় সম্পর্কে বিস্তারে জানাবো। আসুন তাহলে ফোনটির বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক।
Huawei Nova 11i এর স্পেসিফিকেশন্স ও ফিচার্স :-
স্পেসিফিকেশন্স ও ফিচার্সের কথা বলতে গেলে Huawei সাউথ আফ্রিকার অফিসিয়াল সাইট এর অনুসারে, Nova 11i -ফোনটিতে 6.8 ইঞ্চির LCD FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজোলিউশন হলো 2388 x 1080 পিক্সেল, রিফ্রেশ রেট হলো 90Hz আর টাচ স্যাম্পেলিং রেট হলো 270Hz। এই স্মার্টফোনটিতে Snapdragon 680 প্রসেসর দেওয়া হয়েছে। স্টোরেজের জন্য ফোনটি 8GB RAM এবং 128GB ইনবিল্ট স্টোরেজ দিয়ে সজ্জিত, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যেতে পারে। এই
ফোনটিতে 5,000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে যা 40W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Huawei Nova 11i ফোনটির ফ্রন্টে 16 মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
ক্যামেরা সেটআপ সম্পর্কে বলতে গেলে এই স্মার্টফোনের রিয়ারে 48 মেগাপিক্সেলের প্রথম ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা দেওয়া হয়েছে। Huawei Nova 11i Android ভিত্তিক EMUI 13-এ কাজ করে। এই ফোনটিতে সিঙ্গেল সিম, 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5.0, GPS, NFC এবং USB Type C পোর্ট দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য ফোনটিতে ফেস আনলক এবং সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এর সাপোর্ট রয়েছে। ডাইমেনশন এর কথা বলতে গেলে Nova 11i -এর দৈর্ঘ্য
164.6mm, প্রস্থ 75.55mm, পুরুত্ব 8.55mm এবং ওজন 193 গ্রাম।
Huawei Nova 11i এর দাম এবং উপলব্ধতা :-
দাম সম্পর্কে কথা বলতে গেলে, Huawei Nova 11i এর দাম হবে $320 (প্রায় 26,160 টাকা)। তবে এই মুহূর্তে সঠিক দাম জানা যায়নি। এই স্মার্টফোনটি স্টারি ব্ল্যাক এবং মিন্ট গ্রিন রঙে আসবে।
আপনার জন্য আরো
1.64MP ট্রিপল ক্যামেরা, 5000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হতে চলেছে Oppo F23 Pro 5G
2.Redmi Note 12R Pro লঞ্চ হয়ে গেল চীনে জানুন স্পেসিফিকেশন ও দাম