2020 সালে হুয়াওয়ে কোম্পানি Mate 40 সিরিজটি লঞ্চ করার প্রায় ২ বছর পর গত মাসে এর চেয়ে আরোও বেশি উন্নত মানের Mate 50 লাইনআপের ফ্ল্যাগশিপ ডিভাইস গুলি সবার সামনে এনেছে। আর এই লাইনআপের ফ্ল্যাগশিপ ডিভাইস গুলি লঞ্চ হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই আবার সোনা যাই যে, এই কোম্পানিটি আরেকটি নতুন ফ্ল্যাগশিপ বিশিষ্ট স্মার্টফোন মার্কেটে লঞ্চ করতে চলেছে। এই নতুন ডিভাইসটি Huawei P60 সিরিজের অধীনে মার্কেটে আসতে চলেছে। আর আগের বছর জুলাই মাসে মার্কেটে লঞ্চ হওয়া P50 সিরিজের উন্নত মানের মডেলটির লঞ্চের টাইমলাইন অনলাইনে জানা গিয়েছে।
2023 – এর প্রথম ৩ মাসের মধ্যেই Huawei P60 সিরিজের নতুন স্মার্টফোনটি মার্কেটে লঞ্চ হতে চলেছে।
একটি ইউনিক লিক অনুসারে, চাইনিজ টেক জায়ান্ট হুয়াওয়ে তাদের P60 সিরিজের নতুন ফ্ল্যাগশিপ বিশিষ্ট স্মার্টফোনটি আগামী বছর মার্চ মাসে, ‘Next Generation’ স্পেসিফিকেশন এবং উন্নত ফিচার সহ মার্কেটে লঞ্চ করতে চলেছে। এছাড়াও এই নতুন আপডেটেড লেটেস্ট ভার্সনের ফ্ল্যাগশিপ বিশিষ্ট ডিভাইসটি P50 সিরিজের স্মার্টফোনের তুলনায় আরোও বেশি আপগ্রেডের সাথে আসতে চলেছে।
এছাড়াও লিক অনুসারে, আগের ডিভাইস গুলির তুলনায় Huawei P60 সিরিজের স্মার্টফোনটির রিয়ার ক্যামেরার মডেলটি সম্পূর্ণভাবে আলাদা হবে। আর এতে থাকবে একটি পরিবর্তনশীল অ্যাপারচার লেন্স, যেটা কিনা আগের মাসে Huawei Mate50 মডেলের সাথেই প্রথম মার্কেটে লঞ্চ হয়েছিল। এছাড়াও এর আপগ্রেড দেখা যাবে টেলিফটো লেন্সের ক্ষেত্রে, যেটা কিনা একটি 64 মেগাপিক্সেলের সেন্সর থাকবে বলে জানা গেছে। যেহেতু কোম্পানি এখনো বিভিন্ন ধরণের নিষেধাজ্ঞার সম্মুখীন হচ্ছে, সেক্ষেত্রে হুয়াওয়ে কোম্পানির স্মার্টফোন গুলিতে নিষেধাজ্ঞা রয়েছে 5G নেটওয়ার্কিংয়ের মতো নির্দিষ্ট প্রযুক্তি ইউজ করার। তাই হুয়াওয়ে কোনোও 5G মডেম ছাড়াই, P60 স্মার্টফোনটি চালু করবে বলে জানা গেছে। তবে হুয়াওয়ে কোম্পানি তাদের এই নতুন স্মার্টফোনটি একটি অত্যাধুনিক চিপসেটের সাথে চালু করবে।
অনুমান করা হচ্ছে যে, Huawei P60 স্মার্টফোনটি যথা সম্ভব 4G-Only কোয়ালকম স্ন্যাপড্রাগন 8Gen 2 ফ্ল্যাগশিপ চিপসেট দ্বারা চালিত হবে। যদিও আগের একটি রিপোর্টে শোনা গিয়েছিল যে, এই ব্র্যান্ডটি তাদের নতুন স্মার্টফোনটিতে 14 ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত হাইসিলিকন কিরিন 9100 চিপসেটটি ইউজ করবে। অবশেষে Huawei P60-এর সম্ভাব্য ডিজাইন সম্পর্কে আভাসও দিয়েছে লেটেস্ট লিকটি। এমনটাও শোনা যাচ্ছে যে, স্মার্টফোনটির সামনে রয়েছে একটি ডুয়েল সেলফি ক্যামেরা সেটআপ, যেটা কিনা থাকতে পারে একটি পিল সেপের কাটআউটের মধ্যে। আর স্মার্টফোনটির পিছনের দিকে থাকবে ২ টি রাউন্ড সেপের ক্যামেরা মডিউল। এছাড়াও ওপরের দিকের মডিউলটিতে দেখা যেতে পারে ২ টি বড় সেন্সরের এবং নীচের দিকে থাকবে একটি LED Flash ও আরেকটি ক্যামেরাও থাকতে পারে।
আপনার জন্য আরো
1.ভারতে আসতে চলেছে Motorola Edge 30 Fusion
2.ভারতে লঞ্চ হল Motorola Edge 30 Ultra