আজকালকার এই ডিজিটাল যুগে আমাদের কাজ করার পদ্ধতি খুবই সহজ হয়ে গেছে। টেকনিক এর এই বিকাশ আমাদের জীবনকে ব্যাপক ভাবে প্রভাবিত করেছে। স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়া আসার পর আমাদের জীবনযাত্ৰাই অনেকটাই পরিবর্তন দেখা গেছে। ইন্টারনেট আসার পরে আমাদের সামনে এমন এক ডিজিটাল সংসার এসে দাঁড়িয়েছে, যেখানে আমরা বিভিন্ন ধরণের কাজ অতি সহজেই করতে পারছি। এখন আমরা পড়াশোনা, গেমিং, বিজনেস আরো অনেক কিছু জরুরি কাজ ডিজিটালি রূপে অনেক সহজেই করতে পারি। অনেক সময় স্মার্টফোনে গেম খেলার সময় অথবা ভিডিও দেখার সময় বিভিন্ন বিজ্ঞাপন আসতে থাকে। এর ফলে মানুষ বিরক্ত হয়ে ওঠে। যদি আপনিও এই ধরণের সমস্যার জন্য বিরক্ত হয়ে ওঠেন, তাহলে এই পোস্টটিতে আমি আপনাকে জানাবো যে কিভাবে এই বিজ্ঞাপন গুলি বন্ধ করবেন, যাতে আপনারা শান্তি করে ভিডিও দেখতে এবং গেম খেলতে পারেন। চলুন তাহলে এই বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক।
যদি গেম খেলার সময় আপনার মোবাইল স্ক্রিনে বারবার বিজ্ঞাপন আসে তাহলে আপনি আপনার মোবাইলে ফ্লাইট মোড অপশনটি অন করে নিতে পারেন। আপনি যদি স্মার্টফোনে গেম খেলার সময় ফ্লাইট মোড অপশনটি অন করে রাখেন তাহলে আর কোনো রকম বিজ্ঞাপন আসবে না।
এছাড়াও কোনো ভিডিও প্লেয়ারে ভিডিও দেখার সময় যদি বিজ্ঞাপন দেখায় এবং তার ফলে আপনি বিরক্তি অনুভব করেন। তাহলে এই পরিস্থিতিতে আপনি আপনার ফোনে ফ্লাইট মোড অপশনটি অন করে নিতে পারেন। এই অপশনটি অন করার পর বিজ্ঞাপন আসা বন্ধ হয়ে যাবে। এর ফলে আপনি আপনার ভিডিওটি নিশ্চিন্তে দেখতে পারবেন।
এছাড়াও যদি ইউটুবে ভিডিও দেখার সময় বারবার বিজ্ঞাপন আসার কারণে আপনি বিরক্ত হয়ে থাকেন। তাহলে আপনারা ইউটুব থেকে ভিডিওটি সরাসরি ডাউনলোড করে দেখতে পারেন। আপনারা যদি ভিডিওটি ডাউনলোড করে দেখেন তাহলে আর কোনো রকম বিজ্ঞাপন দেখাবে না।
এছাড়াও ইউটুবে কোনো রকম বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখার জন্য আপনারা ইউটুব প্রিমিয়ামের সাবস্ক্রিপ্সন নিয়ে নিতে পারেন। আপনারা যদি ইউটুব প্রিমিয়ামের সাবস্ক্রিপ্সন নিয়ে নেন তাহলে কোনো বিজ্ঞাপন ছাড়াই আপনারা নিশ্চিন্তে শান্তি করে ভিডিও দেখতে পারবেন।
প্রশ্ন : গেম খেলার সময় আমি কীভাবে আমার ফোনে বিজ্ঞাপন বন্ধ করব ?
উত্তর : গেম খেলার সময় আপনি আপনার ফোনের ফ্লাইট মোড অপশনটি অন করে নেবেন তাহলে আর কোনো রকম বিজ্ঞাপন দেখাবে না।
প্রশ্ন : আমি কিভাবে কোনো বিজ্ঞাপন ছাড়া ইউটুবে ভিডিও দেখতে পারি ?
উত্তর : ইউটুবে বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখার জন্য আপনারা Ad Block Software টি ব্যবহার করতে পারেন।
প্রশ্ন : কেনো ফোনে এই ধরণের বিজ্ঞাপন আসে ?
উত্তর : এগুলো আপনার ফোনে ইনস্টল করা থার্ড-পার্টি অ্যাপের কারণে হয়।বিজ্ঞাপনগুলি অ্যাপ বিকাশকারীদের অর্থ উপার্জনের একটি উপায় এবং যত বেশি বিজ্ঞাপন প্রদর্শিত হয়, বিকাশকারী তত বেশি অর্থ উপার্জন করে।
প্রশ্ন : আপনি কিভাবে আপনার Android ফোনে বিজ্ঞাপন বন্ধ করবেন ?
উত্তর : এরজন্য আপনাকে Chrome ব্রাউজারটি ওপেন করতে হবে তারপর ডান দিকের কর্নারে থাকা থ্রী-ডট মেন্যুতে ট্যাপ করে আপনার অ্যান্ড্রয়েড ফোনে আসা বিজ্ঞাপন গুলি ব্লক করতে পারেন। প্রথমে সেটিংস এ যাবেন তারপর সাইট সেটিংস এ ক্লিক করবেন এরপর বিজ্ঞাপন অপশনটিতে গিয়ে টগল অন করবেন।
প্রশ্ন : সব থেকে সেরা স্মার্টফোন কোনটি ?
উত্তর : সব থেকে সেরা স্মার্টফোন হলো iPhone 13 Pro Max।
আপনার জন্য আরো
1.আপনার স্মার্টফোনের জন্য একটি সঠিক চার্জার কিভাবে কিনবেন
2.কোনো কিছু ডিলিট না করেই আপনাদের ফোনের স্টোরেজ খালি করে ফেলুন