আধার কার্ড হলো একটি খুবই গুরুত্বপূর্ন ডকুমেন্ট যাতে আমাদের বায়োমেট্রিক ডেটা থাকে, যেমন -ফটোগ্রাফ, ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিশ স্ক্যান। আপনি আপনার বায়োমেট্রিক ডেটার প্রাইভেসি এবং সিকিউরিটি নিয়ে চিন্তিত হতে পারেন বা বিভিন্ন প্রমাণীকরণের উদ্দেশ্যে আপনার আধার বায়োমেট্রিক্সের অননুমোদিত অ্যাক্সেস বা অপব্যবহার রোধ করতে চাইতে পারেন।
এই কারণে, UIDAI তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আপনার আধার বায়োমেট্রিক লক এবং আনলক করার পদ্ধতি অনেকটা সহজ করে দিয়েছে। এই পোস্টটিতে আমরা আপনাদের জানাবো যে অনলাইনে আপনার আধার বায়োমেট্রিক লক এবং আনলক কিভাবে করবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট
এরজন্য আপনার আধার নম্বর এবং আপনার আঁধারের সাথে রেজিস্টার করা মোবাইল নম্বরটি লাগবে।
আধার বায়োমেট্রিক লক করার পদ্ধতি
১। প্রথমত আপনাকে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in-এ যেতে হবে।
২। তারপর উপরের মেনুতে থাকা “My Aadhar” অপশনটিতে ক্লিক করতে হবে।
৩। তারপর আপনি “Aadhar Services” অপশনটিতে ক্লিক করবেন।
৪। এরপর আপনি “Lock/Unlock Biometrics” অপশনটিতে ক্লিক করবেন।
৫। তারপর আপনার সামনে ‘myAadhar’ পোর্টালটি ওপেন হয়ে যাবে।
৬। এরপর আপনি “Login” বাটনটিতে ক্লিক করবেন।
৭। তারপর নির্দিষ্ট জায়গায় সঠিক ভাবে আপনার আধার নম্বরটি এন্টার করে দেবেন।
৮। তারপর নির্দিষ্ট জায়গায় আপনি ‘Captcha Code’ টি লিখে এন্টার করে দেবেন এবং “Send OTP” বাটনটি প্রেস করে দেবেন।
৯। তারপর আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি OTP যাবে।
১০। সেই OTP টি আপনি নির্দিষ্ট জায়গায় এন্টার করে দেবেন এবং “Login” বাটনটিতে ক্লিক করবেন।
১১। তারপর আপনি “Lock/Unlock Biometrics” অপশনটিতে ক্লিক করবেন।
১২। এরপর আপনার সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপনি ব্লক করতে পারেন এমন আইটেমগুলি একটি লিস্ট থাকবে।
১৩। তারপর আপনি “Next” -এ ক্লিক করবেন।
১৪। এরপর আপনার সামনে কনফর্মেশনের একটি পেজ ওপেন হয়ে যাবে।
১৫। তারপর আপনি চেক বক্সে টিক করে দেবেন এবং “Next” -এ ক্লিক করবেন।
তারপর আপনার আধার বায়োমেট্রিক সফলভাবে লক হয়ে যাবে। পরবর্তীকালে আপনি যদি কোনও বায়োমেট্রিক প্রমাণীকরণের উদ্দেশ্যে আপনার আধার ব্যবহার করতে চান তাহলে আপনাকে আগে আপনার আধার বায়োমেট্রিক আনলক করতে হবে।
আধার বায়োমেট্রিক আনলক করার পদ্ধতি
১। আধার বায়োমেট্রিক আনলক করার জন্য প্রথমে আপনাকে myAadhaar পোর্টাল myaadhaar.uidai.gov.in -এ যেতে হবে।
২। যাওয়ার পর আপনি “Login” বাটনটিতে ক্লিক করবেন।
৩। তারপর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে।
৪। এবার নির্দিষ্ট জায়গায় আপনি আপনার আধার নম্বরটি সঠিকভাবে লিখে এন্টার করে দেবেন।
৫। তারপর নির্দিষ্ট জায়গায় আপনি ক্যাপচা কোডটি লিখে এন্টার করে দেবেন।
৬। তারপর “Send OTP” বাটনটিতে ক্লিক করে দেবেন।
৭। তারপর আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি OTP যাবে।
৮। এরপর সেই OTP টি আপনি নির্দিষ্ট জায়গায় লিখে এন্টার করে দেবেন এবং “Login” বাটনটিতে ক্লিক করে দেবেন।
৯। তারপর আপনি “Lock/Unlock Biometrics” অপশনটিতে ক্লিক করবেন।
১০। এরপর আপনি “Next” বাটনটিতে ক্লিক করে দেবেন।
১১। তারপর “confirmation” চেক বক্সটিতে টিক করে দেবেন।
১২। এরপর আপনি দুটি অপশন দেখতে পাবেন, অপশন দুটি হলো Biometrics temporarily Unlock এবং Permanently Unlock এই দুটির মধ্যে আপনি যেটি করতে চান সেটিতে টিক করে দেবেন।
১৩। তারপর আপনি “Next” -এ ক্লিক করে দেবেন।
এরপর আপনার সিলেক্ট করা অপশন অনুযায়ী আপনার আধার বায়োমেট্রিক আনলক হয়ে যাবে। সুতরাং এই পদক্ষেপ গুলি আপনি যদি সঠিক ভাবে অনুসরণ করেন তাহলে আপনি খুব সহজেই অনলাইনে আপনার আধার বায়োমেট্রিক লক এবং আনলক করতে পারবেন।
আপনার জন্য আরো
1.অনলাইনে ব্যাঙ্কের সাথে আধার লিঙ্ক স্ট্যাটাস চেক কিভাবে করবেন
2.অনলাইনে কিভাবে আধার ভার্চুয়াল আইডি (VID) পুনরুদ্ধার করবেন
3.কিভাবে আধার কার্ড ভার্চুয়াল (VID)আইডি জেনারেট করবেন
4.অনলাইনে কীভাবে ভোটার কার্ড সংশোধন করবেন