কোন কারনে ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেলে অথবা চুরি হয়ে গেলে ড্রাইভিং লাইসেন্স নম্বরটি প্রয়োজন হয়ে থাকে। এসব ক্ষেত্রে আপনি ড্রাইভিং লাইসেন্স নম্বরটি অনলাইনে বের করতে পারবেন।
sarathi.parivahan.gov.in ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স নম্বরটি খুব সহজেই বের করতে পারবেন।
এই পোস্টটিতে ড্রাইভিং লাইসেন্স নম্বর বের করার সম্পূর্ণ পদ্ধতি দেখানো হলো
ড্রাইভিং লাইসেন্স নম্বর খোঁজার জন্য প্রয়োজনীয় তথ্য
ব্যক্তির নাম
ব্যক্তির জন্ম তারিখ
লাইসেন্স সম্পর্কিত অন্য কোন তথ্য যদি পাওয়া যায়।
ড্রাইভিং লাইসেন্স নম্বর অনলাইন অনুসন্ধান করার পদ্ধতি
1. প্রথমে যে কোন একটি ব্রাউজার ওপেন করুন তারপর পরিবহনের অফিসিয়াল ওয়েবসাইটে sarathi.parivahan.gov.in যান।
2. তারপর Online Services অপশনটিতে ক্লিক করুন এবং ড্রপডাউন মেনু থেকে Driving Licence Related Services অপশনটি নির্বাচন করুন।
3. এরপর আপনার রাজ্য সিলেক্ট করুন।
4. তারপর আপনার সামনে নতুন একটি পেজ খুলে যাবে উপরের মেনু অপশনে Others অপশনটিতে ক্লিক করুন।
5. এরপর DL Search অপশনটিতে ক্লিক করুন।
6. তারপর আপনার স্বামী নতুন একটি পেজ খুলে যাবে সেখানে ড্রাইভিং লাইসেন্সে আপনার যে নাম দেওয়া আছে সেই নামটি টাইপ করুন।
7. এরপর ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী আপনার জন্ম তারিখটি টাইপ করুন।
8. তারপর অন্য কোন বিবরণ জানা থাকলে সেগুলি এন্টার করে দিন।
9. এরপর সার্চ বাটনটিতে ক্লিক করুন।
10. আপনার নাম এবং জন্মতারিখের সাথে মিলে যায় ড্রাইভিং লাইসেন্স গুলি আপনার সামনে দেখাবে।
11. সেখান থেকে আপনি আপনার তথ্য যাচাই করে আপনার ড্রাইভিং লাইসেন্স নম্বরটি দেখতে পাবেন।
এরপর আপনি সেই নম্বরটি লিখে রাখতে পারেন অথবা একটি প্রিন্ট আউট নিতে পারে। এভাবে খুব সহজে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স নম্বরটি খুঁজে পাবেন।
আপনার জন্য আরো
1.অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য কিভাবে আবেদন করবেন ?
2.LPG গ্যাস অনলাইন e-KYC কিভাবে করবেন
3.পশ্চিমবঙ্গে ভোটার লিস্ট(PDF) 2024 ডাউনলোড করার পদ্ধতি
4.অনলাইনে ব্যাঙ্কের সাথে আধার লিঙ্ক স্ট্যাটাস চেক কিভাবে করবেন ?