আপনি যদি অনলাইন ট্রেনের টিকিট বুক করতে চান সেক্ষেত্রে আপনি সঠিক জায়গায় এসেছেন এই পোস্টটিতে অনলাইন ট্রেনের টিকিট কিভাবে বুক করা হয় সেই সম্পর্কে বিস্তারে জানানো হবে।
অনলাইন ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ এই দুই ভাবে আপনি অনলাইন ট্রেনের টিকিট বুক করতে পারেন। তো চলুন এক এক করে জেনে নেওয়া যাক ট্রেনের টিকিট বুক করতে কি কি তথ্যের প্রয়োজন এবং কিভাবে আপনারা অনলাইন ট্রেনের টিকিট বুক করবেন।
টিকিট বুক করার জন্য প্রয়োজনীয় তথ্য
- যাত্রীদের নাম
- যাত্রীদের লিঙ্গ
- যাত্রীদের বয়স
অনলাইনে টিকিট বুক করার জন্য প্রথমে আপনাকে একটি IRCTC account বানাতে হবে।
IRCTC পোর্টালের মাধ্যমে অনলাইন টিকিট বুকিং পদ্ধতি
1. সবার আগে একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং তারপর IRCTC এর অফিসিয়াল ওয়েবসাইট irctc.co.in এ যেতে হবে।
2. তারপর পেজটির উপর দিকে একটি Login বলে অপশন পাবেন তাতে ক্লিক করুন।

3. এরপর রেজিস্টার করার সময় যে User I’d এবং Password ক্রিয়েট করেছেন সেটি এন্টার করুন।
4. তারপর ক্যাপচা কোডটি টাইপ করুন এবং সাইন ইন অপশনটিতে ক্লিক করুন।
5. এরপর আপনার সামনে একটি পেজ খুলে যাবে তারপর উপরের মেনুতে Book Ticket অপশনটিতে ক্লিক করুন। আপনি যদি ফরেন নাগরিক হন সেক্ষেত্রে Foreign Ticket Booking অপশনটিতে ক্লিক করুন।
6. তারপর আপনি যে স্টেশন থেকে যাত্রা শুরু করবেন সেটি সিলেক্ট করুন।
7. এরপর আপনি যেখানে যাবেন সেই স্টেশনটি এন্টার করুন।

8. তারপর আপনি যে তারিখে ট্রেন বুক করতে চান সেটা নির্বাচন করুন।
9. এরপর Search বোতামটি তে ক্লিক করুন।
10. আপনি যে তারিখ নির্বাচন করবেন সেই দিনে যে সমস্ত ট্রেন গুলি থাকবে সেগুলোর লিস্ট আপনি দেখতে পাবেন। আপনি যে ট্রেনটিতে যেতে চান সেটি সিলেক্ট করুন।
11. তারপর আপনি যে ধরনের ট্রেনে যেতে চান সেই ট্রেনটি সিলেট করুন এবং যে ধরনের ক্লাসে যেতে চান সেটিও সিলেক্ট করুন।
12. এরপর Book Now বোতাম টিতে ক্লিক করুন।

13. তারপর আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে সেখানে যাত্রীদের বিবরণ এবং টিকিট বুকিং সম্পর্কিত অন্যান্য তথ্য এন্টার করতে হবে।
14. এরপর আপনার টিকিটের কত মূল্য হচ্ছে সেটা প্রদান করার জন্য আপনি কিভাবে পেমেন্ট করবেন সেটা নির্বাচন করতে হয়।
15. তারপর কন্টিনিউ অপশনটিতে ক্লিক করতে হবে।
16. তারপর আপনার টিকিটের মূল্য প্রদর্শিত হবে এরপর আপনার যাবতীয় তথ্য সঠিকভাবে চেক করে নেবেন এবং ক্যাপচা কোড টাইপ করে Continue বোতাম টিতে ক্লিক করুন।
17. এরপর Pay & Book বোতামটিতে ক্লিক করুন এবং আপনার ভাড়া পেমেন্ট সম্পূর্ণ করুন।
18. তারপর আপনার টিকিট বুকিং সফলভাবে সম্পন্ন হবে এবং একটি PNR নম্বর জেনারেট হবে।
19. এরপর আপনি টিকিটটি প্রিন্ট আউট করতে পারেন অথবা ডাউনলোড করে রেখে দিতে পারেন। আপনি যদি টিকিট বুকিং এর সময় আপনার ইমেইল আইডি দিয়ে থাকেন সে ক্ষেত্রে আপনার ইমেল আইডিতেও একটি টিকিট পাঠানো হবে।
তাছাড়াও আপনি PNR নম্বরটি ব্যবহার করে আপনার টিকিট বুকিং বাতিল করতে পারেন অথবা পুনরায় টিকিট ডাউনলোড করতে পারবেন।
IRCTC এপ্লিকেশনের মাধ্যমে ট্রেনের টিকিট বুক করার পদ্ধতি
1. প্রথমে IRCTC অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করুন। তারপর অ্যাপ্লিকেশনটি ওপেন করুন এবং Login বোতামে ক্লিক করুন।
2. তারপর আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড এন্টার করুন।
3. এরপর ক্যাপচ্যাকোড টাইপ করুন এবং Login বোতামে ক্লিক করুন।
4. তারপর ট্রেন বিকল্পে ট্যাপ করুন এবং বুক টিকিট অপশনটিতে ক্লিক করুন।

5. এরপর আপনি যে স্টেশন থেকে যাত্রা শুরু করবেন সেটি সিলেক্ট করুন।

6. তারপর আপনি যে স্থানে যেতে চান সেখানকার স্টেশনের নাম এন্টার করুন।
7. এরপর আপনি যে তারিখ ট্রেনের টিকিট বুকিং করতে চান সেটা সিলেক্ট করুন।
8. তারপর Search Train বোতামটিতে ক্লিক করুন।

9. এরপর আপনি যে তারিখ সিলেক্ট করবেন সেই তারিখে যে ট্রেনগুলো থাকবে তার একটা লিস্ট দেখতে পাবেন।
10. তারপর আপনি যে ট্রেনটিতে যেতে চান সেটি সিলেক্ট করুন এবং পছন্দের সিট সিলেক্ট করুন।
11. এরপর টাকা পেমেন্ট করার পদ্ধতি সিলেক্ট করুন।
12. তারপর Review Journey Details বোতামটিতে ক্লিক করুন।
13. এরপর আপনার টিকিটের ভাড়া দেখানো হবে সেটা দেখে নিন এবং আপনার দেয়া যাবতীয় ডিটেলস সঠিকভাবে চেক করে নিন।
14. তারপর ক্যাপচা কোটি কোটি টাইপ করুন এবং Continue বোতামটিতে ক্লিক করুন।
15. এরপর Pay & Book বোতামটিতে ট্যাপ করুন ।
16. তারপর পেমেন্ট করুন। পেমেন্ট সম্পন্ন হলে আপনার টিকিটটি বুক হয়ে যাবে এবং একটি PNR নম্বর জেনারেট হবে।
17. এরপর আপনি পিডিএফ বোতামে টাইপ করে টিকিটটা ডাউনলোড করে রাখতে পারেন অথবা প্রিন্ট আউট করে নিতে পারেন।
এইভাবে খুব সহজে আপনি অ্যাপের মাধ্যমে অনলাইন ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন।
আপনার জন্য আরো
1.mParivahan অ্যাপে আপনার RC এবং DL কিভাবে সেভ করবেন
2.কিভাবে DigiLocker-এ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ?
3.ব্যক্তির নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স নম্বর কিভাবে খুজে পাবেন