প্রধানমন্ত্রী উজ্জলা যোজনা অর্থাৎ ফ্রিতে গ্যাস সিলিন্ডার পাওয়ার জন্য আপনারা কিভাবে আবেদন করবেন তা জানতে হলে অবশ্যই আমাদের এই পোষ্টিটি পড়ুন। এই পোস্টটিতে আমরা আপনাদের জানাবো যে এই যোজনার জন্য আপনারা অনলাইন এবং অফলাইনে কিভাবে আবেদন করবেন।
উজ্জলা যোজনা বিষয়টা কি ?
প্রধানমন্ত্রী এই যোজনাটি 2016 সালের 1st মে থেকে শুরু করেছিল। এই যোজনাটি প্রথম উত্তর প্রদেশ রাজ্যের বলিয়াতে লঞ্চ করা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম গ্যাস মন্ত্রকের সহায়তায় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা পরিচালিত হচ্ছে।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু হওয়ার ফলে গ্রাম ও শহরে দূষণ কম দেখা যাচ্ছে। আপনিও যদি এই স্কিমের সুবিধাভোগী হতে চান, তাহলে আমরা আপনাকে জানাব কিভাবে আপনি বিনামূল্যে সিলিন্ডারের জন্য আবেদন করতে পারেন।
আবেদন করার জন্য আবেদনকারীর যোগ্যতা
- আবেদনকারীর (শুধুমাত্র মহিলা) বয়স 18 বছর হতে হবে।
- আবেদনকারীর পরিবারে অন্য কোনো LPG কানেকশন থাকলে হবে না।
- এই যোজনাটির জন্য SC, ST, প্রধান মন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ), সর্বাধিক অনগ্রসর শ্রেণী (এমবিসি), অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY), চা এবং প্রাক্তন- চা বাগান উপজাতি, জঙ্গলে বসবাসকারী মানুষেরা (বনবাসী), দ্বীপ এবং নদী দ্বীপে বসবাসকারী লোকেরা, SECC পরিবারের অধীনে তালিকাভুক্ত (AHL TIN) বা 14-দফা ঘোষণা অনুযায়ী যেকোনো দরিদ্র পরিবার আবেদন করতে পারবেন।
এই যোজনায় আবেদনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে ?
- কাস্টমারের (KYC)
- এড্ড্রেস প্রুফ এবং আইডি প্রুফ হিসাবে আধার কার্ড (আসাম এবং মেঘালয় এর জন্য বাধ্যতামূলক নয়)।
- রেশন কার্ড
- Aadhaar of beneficiary and adult family members appearing in document at Sl. 3.
- ব্যাঙ্ক একাউন্ট নাম্বার এবং IFSC কোড
- আবেদনকারীর এক কপি পাসপোর্ট সাইজ ছবি
- Supplementary KYC to support status of the family.
প্রধানমন্ত্রী উজ্জলা যোজনার জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন ?
উজ্জলা যোজনা অনলাইন 2.0 আবেদন পদ্ধতি :-
- প্রথমত আপনাকে উজ্জ্বলা যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- তারপর আপনি ওয়েবসাইটের হোম পেজে Apply for New Ujjwala 2.0 Connection এই অপশনটিতে ক্লিক করবেন।
- তারপর আপনি নীচের দিকে স্ক্রোল ডাউন করবেন, সেখানে আপনি Online Portal বলে একটি অপশন দেখতে পাবেন। তারপর সেই অপশনটিতে ক্লিক করবেন।
- এরপরে আপনি যেই কোম্পানির গ্যাস নিতে চান সেটি সিলেক্ট করে নেবেন।
- এই পোর্টালটিতে Indane, Bharat Gas এবং HP Gas এই তিনটি অপশন রয়েছে। আপনি এখান থেকে যে কোনো একটি অপশন সিলেক্ট করে নেবেন।
- অপশনটি সিলেক্ট করার পরে, আপনি সেই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন।
- এর পরে, হোম পেজে Ujjwala Beneficiary Connection এর অপশনটি সিলেক্ট করবেন এবং আপনার লোকাল ডিস্ট্রিবিউটার কে খুজবেন।
- এর পরে আপনার সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে। সেখানে যে সমস্ত তথ্য গুলি চাওয়া হয়েছে সেগুলি সঠিক ভাবে প্রদান করবেন।
- এরই সাথে আপনার আধার নাম্বার, রেশন কার্ড নাম্বার এবং অন্যান্য তথ্য গুলি ঠিকঠাক ভাবে প্রদান করবেন।
- এরপর আপনাকে এখানে ৩ টি ডকুমেন্ট আপলোড করতে হবে, আপনার আইডি প্রুফ, এড্ড্রেস প্রুফ এবং এক কপি ছবি।
- এই ৩ টি ডকুমেন্ট আপলোড করার পর আপনি নীচে থাকা সাবমিট অপশনটিতে ক্লিক করবেন। এইভাবে আপনার প্রধানমন্ত্রী উজ্জলা যোজনার অধীনে নতুন গ্যাস কানেকশনের আবেদনটি সম্পূর্ণ হবে।
প্রধানমন্ত্রী উজ্জলা যোজনার জন্য অফলাইনে কিভাবে আবেদন করবেন ?
অফলাইন আবেদন পদ্ধতি :-
- সর্বপ্রথম আপনাকে প্রধানমন্ত্রী উজ্জলা যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- তারপর আপনাকে হোম অপশনটিতে ক্লিক করতে হবে।
- এরপর একটু স্ক্রোল ডাউন করে নীচের দিকে আসলে আপনি Forms বলে একটি অপশন দেখতে পাবেন এবং সেটাতে ট্যাব করবেন।
- তারপর আপনার সামনে চারটি ফর্ম ওপেন হয়ে যাবে। আপনি সেই ফর্ম গুলি ডাউনলোড করে নেবেন। এছাড়াও আপনি আপনার নিকটবর্তি LPG কেন্দ্র থেকেও ফর্ম পেয়ে যাবেন।
অফলাইন আবেদন ফর্ম | ডাউনলোড লিঙ্ক |
KYC Form | এখানে ক্লিক করুন |
Supplementary KYC Document and Undertaking | এখানে ক্লিক করুন |
Self Declaration for Migrants (Annexure-I) | এখানে ক্লিক করুন |
Pre-Installation Check (Annexure-II) | এখানে ক্লিক করুন |
- ফর্মটি ডাউনলোড করার পর আপনি ফর্মটি ভালোভাবে ফিলআপ করে নেবেন এবং এরই সাথে যে সমস্ত ডকুমেন্ট গুলির কথা বলা হয়েছে সেগুলি একসাথে করে আপনার নিকটবর্তী LPG কেন্দ্রে জমা করে দেবেন।
- এরপর আপনার ডকুমেন্ট ভেরিফাই হওয়ার পর আপনি এলপিজি গ্যাস কানেকশন পেয়ে যাবেন।