2021 সালে সাধারণ মানুষের কথা ভেবে পশ্চিমবঙ্গ সরকার একটি প্রকল্প চালু করেছে যার নাম হলো রূপশ্রী প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকার আর্থিক ভাবে পিছিয়ে থাকা দরিদ্র পরিবারগুলির মেয়েদের বিয়ের জন্য এককালীন 25000 হাজার টাকা দেওয়ার ব্যবস্থা করেছে।
রূপশ্রী প্রকল্পের যোগ্যতা :-
- আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতেই হবে।
- আবেদনকারী অর্থাৎ যে কন্যা এই প্রকল্পের জন্য আবেদন করছে তাকে অবিবাহিত হতে হবে।
- পাত্রের বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে।
- পরিবারের বার্ষিক ইনকাম ১ লক্ষ ৫০ হাজার টাকার কম হতে হবে।
- কন্যার এটি প্রথম বিবাহ হতে হবে।
- কন্যার কোনো নিম্নতম শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য নয়।
রূপশ্রী প্রকল্পে আবেদনের ফর্ম :-
রূপশ্রী প্রকল্পের ফর্মটি আপনি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এই সব সরকারি অফিসগুলিতে।
- আপনি যদি গ্রামাঞ্চলে বসবাস করেন তাহলে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছ থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই ফর্মটি নিতে পারবেন।
- আর আপনি যদি কোনো পৌরসভা এলাকাতে বসবাস করেন তাহলে আপনি এই ফর্মটি সব ডিভিশন অফিসারের কাছ থেকে পেয়ে যাবেন।
- অথবা আপনি যদি কোনো কর্পোরেশন এলাকার স্থায়ী বাসিন্দা হন তাহলে আপনি ফর্মটি কমিশনের কাছ থেকে পেয়ে যাবেন।
এই প্রকল্পের জন্য আবেদন করতে যা যা ডকুমেন্ট লাগবে :-
- আবেদনকারীর বয়সের প্রমাণপত্র হিসাবে তার বার্থ সার্টিফিকেট লাগবে। এরই সঙ্গে তার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, সকারের অনুমোদিত বিদ্যালয় ছাড়ার শংসাপত্র – এই সব গুলির মধ্যে যে কোনও একটি জমা দিতে হবে। এই সমস্ত ডকুমেন্ট গুলি ফটো কপি হিসাবে জমা দিতে হবে এবং তাতে সেলফ অ্যাটেস্টেড করা থাকতে হবে।
- যে কন্যা এই প্রকল্পের জন্য আবেদন করছে সে যে আগে কখনোই বিয়ে করেনি আর এটিই তার প্রথম বিয়ে, এই বিষয়ে একটি চিঠি লিখে জমা দিতে হবে।
- কন্যার পরিবারের বার্ষিক ইনকাম যে ১ লক্ষ ৫০ হাজার টাকার কম, তার একটি চিঠি জমা দিতে হবে।
- আবেদনকারী যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, তা প্রমান করার জন্য তাকে বসবাসের প্রমাণপত্র হিসাবে স্বঘোষিত লিখিত পত্র জমা দিতে হবে।
- আবেদনকারীর ব্যাঙ্ক একাউন্টের সম্পূর্ণ তথ্য অর্থাৎ ব্যাঙ্কের বইয়ের প্রথম পাতার জেরক্স কপি জমা দিতে হবে।
- এই প্রকল্পের জন্য আবেদনকারী যে সত্যিই বিয়ে করতে চলেছে, তারও প্রমান দিতে হবে। এর জন্য বিয়ের নিমন্ত্রণ পত্র, ম্যারেজ রেজিস্ট্রেশন নোটিস জমা দিতে হবে। তা না হলে স্বঘোষিত পত্র অবশ্যই জমা দিতে হবে।
- এছাড়াও মেয়েটির যার সাথে বিয়ে হতে চলেছে অর্থাৎ পাত্রের বয়সের প্রমাণপত্র জমা দিতে হবে। এর জন্য পাত্রের বার্থ সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, প্রাথমিক বিদ্যালয় ছাড়ার শংসাপত্র ইত্যাদির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট জমা দিতে হবে। আর তাতে পাত্রের সই থাকতে হবে।
- আবেদনকারী অর্থাৎ যার বিয়ে হতে চলেছে এবং যার সাথে হতে চলেছে, অর্থাৎ পাত্র এবং পাত্রী দুজনেরই রঙিন পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। ছবি গুলো সাম্প্রতিককালে তোলা বাধ্যতামূলক।
অনলাইন আবেদন পদ্ধতি :-
- প্রথমে আপনাকে নারী ও শিশু কল্যাণ এবং সুরক্ষা মন্ত্রকের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এর জন্য আপনাকে Google -এ গিয়ে ডেভেলপমেন্ট অফ উইমেন অ্যান্ড চাইন্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার লিখে সার্চ করতে হবে।
- অথবা আপনি চাইলে সরাসরি http://www.wbcdwdsw.gov.in এই লিংক টিতে ক্লিক করতে পারেন।
- সেই লিংকে ক্লিক করলে প্রথমেই আপনার সামনে হোম পেজ ওপেন হয়ে যাবে।
- তারপর ওপরে থাকা মেনু বারে অনেকগুলি অপশন রয়েছে।
- মেনু বারে ৮ নম্বর অপশনটি হলো ফর্ম। আপনি এই ৮ নম্বর অপশনটিতে ক্লিক করবেন।
- অপশনটিতে ক্লিক করলে আপনি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের আবেদনপত্র গুলি দেখতে পাবেন।
- সেখান থেকে আপনি ‘অ্যাপ্লিকেশন ফর্ম অফ রূপশ্রী প্রকল্প’ এই অপশনটি সিলেক্ট করে নেবেন এবং ‘ওপেন নাও’ অপশনটিতে ক্লিক করবেন।
- তারপর আপনার সামনে রূপশ্রীর মেইন ফর্মটি চলে আসবে। এই ফর্মটি পিডিএফ ফরম্যাটে থাকে। আবেদন করার জন্য আপনাকে এই পিডিএফ ফর্মটি প্রিন্ট করে নিতে হবে।
ফর্মে কি কি ফিলআপ করতে হবে :-
- ফর্ম ফিলআপ এর জন্য প্রথমে আবেদনকারীর নাম, জন্মের তারিখ, বিয়ের সম্ভাব্য তারিখ, বাবার অথবা মায়ের নাম দিতে হবে।
- তারপর দিতে হবে নিজের স্থায়ী এবং বর্তমান ঠিকানা। সেখানে বাড়ির নম্বর, রোড, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড, ব্লক অথবা কোন মিউনিসিপ্যালিটি। মিউনিসিপ্যাল কর্পোরেশনের নাম।
- এরপর দিতে হবে আবেদনকারীর জেলা, রাজ্য, পিন কোড এবং ফোন নম্বর।
- তারপর দিতে হবে আবেদনকারীর ব্যাঙ্ক ডিটেলস অর্থাৎ ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, এমআইসিআর নম্বর, ব্যাঙ্কের নাম, ব্রাঞ্চের নাম এবং ব্রাঞ্চের ঠিকানা।
- শিক্ষাগত যোগ্যতা, জাতি এবং ধর্মের জায়গায় ঠিক করে টিক চিহ্ন দিতে হবে।
- এইবার দিতে হবে পাত্রের যাবতীয় তথ্য। পাত্রের পুরো নাম, জন্ম তারিখ, বাবা এবং মায়ের নাম, বর্তমান এবং স্থায়ী ঠিকানা।
- প্রয়োজনীয় ডিক্লেয়ারশন বক্স গুলিতে টিক দিতে হবে। অর্থাৎ যেসমস্ত ডকুমেন্ট গুলি আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া হচ্ছে সেই সমস্ত অপশনের বক্স গুলিতে টিক চিহ্ন দিতে হবে।
- এইবার আবেদনকারীকে সই করতে হবে এবং তারিখ দিতে হবে।
- আবেদনপত্রের প্রথম পাতায় একটি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই লাগাতে হবে।
- সর্বশেষে আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি একসঙ্গে করে জমা দিতে হবে রূপশ্রী কেন্দ্রে।
ফর্মটি কোথায় জমা দেবেন :-
আবেদনপত্র ঠিক মতো ফিল আপ করে প্রয়োজনীয় কাগজপত্র এবং শংসাপত্র সমেত তা জমা দিতে হবে সংশ্লিষ্ট ব্লক অফিসে, সাব-ডিভিশন অফিসে অথবা মিউনিসিপ্যাল কর্পোরেশন কমিশনারের অফিসে।
আবেদন পত্রটি কবে জমা দেওয়া বাঞ্ছনীয়?
যেদিন বিয়ে ঠিক হয়েছে অর্থাৎ প্রস্তাবিত বিয়ের তারিখের ৩০ দিন থেকে ৬০ দিন আগে ‘রূপশ্রী’ প্রকল্পের আবেদন জমা করলে ভালো।