WBSEDCL-র নতুন মিটার কানেকশনের জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন ?|How to apply for new meter connection?

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (WBSEDCL) পশ্চিমবঙ্গে তাদের অফিসিয়াল ওয়েবসাইট wbsedcl.in-এর মাধ্যমে অনলাইনে একটি নতুন ইলেকট্রিক মিটার কানেকশন আবেদনের ব্যবস্থা করেছে। এই পোস্টটিতে আমরা আপনাদের জানাবো যে অনলাইনে নতুন মিটার কানেকশন নিতে গেলে কি কি করতে হবে। আসুন তাহলে এই বিষয় সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।

আবেদনের জন্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট

একটি নতুন মিটার কানেকশনের জন্য আবেদন করতে যে সমস্ত ডকুমেন্টগুলি লাগবে সেগুলি হলো –

  • আবেদনকারীর এক কপি পাসপোর্ট সাইজ ছবি।
  • আইডি প্রুফ হিসাবে তার ভোটার কার্ড / আঁধার কার্ড /প্যান কার্ড / পাসপোর্ট অথবা টেলিফোন বিলের স্ক্যান PDF ফাইল করে আপলোড করতে হবে।
  • Load ownership document-র স্ক্যান কপি (PDF) যেমন – সম্পত্তির কাগজ / Tax এর রসিদ / ক্রয় দলিল।

আবেদন করার পদ্ধতি

A: WBSEDCL এর অফিসিয়াল ওয়েবসাইট

  • প্রথমত আপনাকে WBSEDCL-এর অফিসিয়াল ওয়েবসাইট wbsedcl.in-এ যেতে হবে।
  • এরপর আপনাকে কনজিউমার কর্নারে গিয়ে, কানেকশন ম্যানেজমেন্ট অপশনটি সিলেক্ট করতে হবে।
  • এবার আপনি Online Application এ গিয়ে New Connection (LT Others) অপশনটিতে ট্যাপ করবেন।
  • এরপর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে।

B: আপনার অ্যাকাউন্টে লগইন করুন

  • এইবার এখানে আপনার একটি একাউন্ট ক্রিয়েট করতে হবে। এরজন্য আপনাকে New User অপশনটিতে ক্লিক করতে হবে।
  • New User অপশনটিতে ক্লিক করার পর আপনি এখানে আপনার পুরো নাম (ক্যাপিটাল) এবং মোবাইল নাম্বার এন্টার করবেন।
  • এন্টার করার পর আপনি Generate OTP অপশনটিতে ক্লিক করবেন। এরপর আপনার ফোনে একটি OTP যাবে সেই OTP টি আপনি এখানে বসিয়ে দেবেন।
  • OTP টি বসানোর পর আপনি ভ্যালিডেট অপশনটিতে ক্লিক করবেন।
  • তারপর আপনার নিজস্ব Email ID টি এখানে দেবেন এবং সাইডে থাকা প্রসিড অপশনটিতে ক্লিক করবেন ।
  • এবার আপনার ইমেল এ একটি OTP যাবে সেটি এখানে বসিয়ে দেবেন এবং ভ্যালিডেট অপশনটিতে ক্লিক করবেন।
  • এরপর আপনাকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। করার পর কনফর্ম পাসওয়ার্ড এ ক্লিক করতে হবে।
  • এরপর আপনি Submit অপশনটিতে ট্যাপ করবেন।
  • এরপর আপনার User ID টি ক্রিয়েট হয়ে যাবে এবং আপনি সেই পেজটি কেটে দেবেন।

C: নতুন কানেকশন আবেদনের জন্য ফর্ম ফিলআপ

  • তারপর লগইন করার জন্য আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড বলে দুটি অপশন দেখতে পাবেন।
  • সেখানে ইউজার নেম অর্থাৎ আপনার ফোন নাম্বার আর পাসওয়ার্ড যেটা আপনি ক্রিয়েট করেছেন সেটি এখানে বসিয়ে দেবেন।
  • তারপর নীচে থাকা ক্যাপচা কোডটি বসিয়ে দেবেন এবং লগইন এ ক্লিক করবেন।
  • এরপর আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে সেখানে আপনি New Connection বলে একটি অপসন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন।
  • করার পর আপনি Connection for Individual অপশনটিতে ক্লিক করবেন।
  • এরপর আপনি আপনার ডিস্ট্রিক্ট, কাস্টমার কেয়ার সেন্টার এবং কানেকশন টাইপ সিলেক্ট করে নেবেন এবং Next অপশনটিতে ক্লিক করবেন।
  • তারপর আপনার জেনারেল ইনফরমেশন, সার্ভিস কানেকশন এড্ড্রেস এবং কমিউনিকেশন এড্ড্রেস যদি একই হয়ে থাকে তাহলে আপনি Same as above এ টিক করে দেবেন।
  • তারপর টেকনিক্যাল ইনফরমেশন দিতে হবে।
  • এরপর লোড ইনফরমেশন অর্থাৎ আপনি টোটাল কত কিলো ওয়াটের লোড নিচ্ছেন তা দিতে হবে এর জন্য আপনি Click Here অপশনটিতে ট্যাপ করবেন।
  • এরপর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে। এখান থেকে আপনি কোটেশন ক্যালকুলেট করতে পারবেন।
  • তারপর এখান থেকে আপনি টোটাল লোড পেয়ে যাবেন সেটা আগের পেজে গিয়ে ঠিকঠাক ভাবে বসিয়ে দেবেন এবং Verify load অপশনটিতে ক্লিক করে দেবেন।

D: প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন

  • তারপর এখানে আপনাকে আপনার ডকুমেন্ট আপলোড করতে হবে।
  • আপনার এক কপি পাসপোর্ট সাইজ ছবি। আইডি প্রুফ হিসাবে আপনার আধার কার্ড এবং load ownership ডকুমেন্ট হিসাবে সেল ডিড সিলেক্ট করে নেবেন।
  • এই সমস্ত ডকুমেন্ট গুলি আপনাকে PDF করে আপলোড করতে হবে।

E: নতুন কানেকশনের আবেদন জমা দিন

  • তারপর আপনি ‘Submit All Details’ অপশনটিতে ক্লিক করে দেবেন।
  • এরপর আপনার নতুন মিটার কানেকশনের আবেদনটি সফলভাবে জমা হয়ে যাবে।
  • তারপর আপনি ‘Download Application Form’-এ ক্লিক করবেন।
  • ডাউনলোড করার পর আপনার এক কপি পাসপোর্ট সাইজ ছবি সেই ফর্মটিতে যুক্ত করতে হবে এবং কিছু কিছু গুরুত্বপূর্ণ জায়গায় আপনাকে সাইন করতে হবে।
  • এরপর আপনার দুই প্রতিবেশীর নাম, কনজিউমার নাম্বার এবং সাক্ষর দিতে হবে।
  • তারপর আপনাকে আপনার quotation letter ডাউনলোড করতে হবে।

F: Quotation letter ডাউনলোড করুন

  • এর জন্য আপনাকে Download EMD/Quotation Letter’-এ ক্লিক করতে হবে।
  • এরপর আপনার এপ্লিকেশন নাম্বারটি এন্টার করুন।
  • তারপর ‘Generate Quotation’-এ ক্লিক করুন।
  • এরপর আপনাকে ‘Download Quotation Letter’ এ ক্লিক করবেন।

তারপর আপনাকে আপনার quotation fees জমা দিতে হবে। এর জন্য আপনি WBSEDCL অফিসে গিয়ে অথবা তাদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে তাদের এই ফী জমা দিতে পারবেন।

সফলভাবে পেমেন্ট করার পরে, ডিপার্টমেন্ট আরও বিশদ বিবরণের জন্য আপনার সাথে যোগাযোগ করবে।

যদি আপনি তাদের থেকে কোনোরকম ফোন না পান তাহলে আপনি আবেদনপত্র, Quotation Letter এবং পেমেন্টের রসিদ এর মতো সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সহ WBSEDCL অফিসে যান।

এই পদক্ষেপগুলি অনুসরণ করে, আপনি অফিসিয়াল ওয়েবসাইট wbsedcl.in এর মাধ্যমে অনলাইনে পশ্চিমবঙ্গে একটি নতুন বৈদ্যুতিক মিটার কানেকশন এর জন্য সহজেই আবেদন করতে পারেন।

Leave a Comment