অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য কিভাবে আবেদন করবেন ?|How to apply for driving license online?

ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনি অনলাইন অথবা অফলাইনেও আবেদন করতে পারবেন। ভারত সরকার Parivahan-এর অফিসিয়াল ওয়েবসাইট parivahan.gov.in-এর মাধ্যমে অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার পদ্ধতি অনেক বেশি সহজ করে দিয়েছে। এই পোস্টটিতে আমরা আপনাদের জানাবো যে অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে গেলে কি কি করতে হবে। আসুন তাহলে এই বিষয় সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে গেলে যে ডকুমেন্ট গুলির প্রয়োজন তা হলো –

  • একটি বৈধ লার্নার লাইসেন্স।
  • আপনার ঠিকানার প্রমাণপত্র।

আবেদনের জন্য প্রয়োজনীয় ফী

ড্রাইভিং লাইসেন্স আবেদন করার জন্য ফী পেমেন্ট করতে হবে –

  • ড্রাইভিং লাইসেন্স (গাড়ির শ্রেণী প্রতি) – 200 টাকা
  • DL টেস্ট – 300 টাকা

DL আবেদনের অনলাইন পদ্ধতি

১। প্রথমে আপনাকে পরিবাহনের অফিসিয়াল ওয়েবসাইট parivahan.gov.in-এ যেতে হবে।

২। তারপর আপনি ‘Online Services’ অপশনটিতে ক্লিক করবেন এবং ড্রপ ডাউন থেকে ‘Driving License Related Services’ অপশনটি সিলেক্ট করবেন।

৩। এরপর আপনি আপনার রাজ্য সিলেক্ট করবেন।

৪। তারপর ড্যাশবোর্ডের মেইন মেনু থেকে আপনি “Driving License” এ ক্লিক করবেন।

৫। এরপর আপনি “New Driving License” অপশনটিতে ক্লিক করবেন।

৬। তারপর আপনি ‘Continue’ বাটনটি প্রেস করে দেবেন।

৭। এরপর আপনার সামনে “Application For Driving Licence(DL)” পেজটি ওপেন হয়ে যাবে।

৮। তারপর আপনি ‘Holding Learners Licence’ অপশনটি সিলেক্ট করে নেবেন।

৯। তারপর আপনি আপনার লার্নার লাইসেন্স নম্বর এবং জন্ম তারিখটি এন্টার করে দেবেন।

১০। এরপর আপনি ‘Ok’ বাটনটিতে ক্লিক করে দেবেন।

১১। তারপর আপনার ড্রাইভিং লাইসেন্সের তথ্য সহ ফিলআপ করা ফর্মটি আপনার সামনে ওপেন হয়ে যাবে।

১২। এরপর আপনি সিলেক্ট করে এবং তীরটিতে ক্লিক করে যে গাড়ির শ্রেণীর জন্য আবেদন করেছেন তা সিলেক্ট করে নেবেন।

১৩। তারপর আপনার যেই চেকবক্স গুলি প্রযোজ্য মনে হবে সেগুলিতে টিক করে দেবেন এবং ‘Submit’ বাটনটি প্রেস করে দেবেন।

১৪। এরপর আপনি পপআপের ‘Ok’ বাটনটিতে ক্লিক করে দেবেন।

এরপর আপনার ড্রাইভিং লাইসেন্সের আবেদন নম্বরটি তৈরি হয়ে যাবে এবং তা আপনার কম্পিউটার স্ক্রিনে দেখানো হবে। প্রয়োজন হলে আপনি এই নম্বরটি নোট করে রাখতে পারেন।

ডকুমেন্ট আপলোড

১। আবার আপনি ‘Next’ বাটনটিতে ক্লিক করবেন এবং ‘Proceed’ এ ট্যাব করে দেবেন।

২। এরপর আপনার আবেদন নম্বর এবং জন্ম তারিখটি স্বয়ংক্রিয়ভাবে পূরণ করা হবে। তারপর আপনি ‘Submit’ বাটনটিতে ক্লিক করে দেবেন।

৩। এরপর আপনি ‘Ok’ বাটনটি প্রেস করে দেবেন।

৪। তারপর আপনি আপনার সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি আপলোড করে দেবেন যেমন – আপনার লার্নার লাইসেন্স, ঠিকানার প্রমানপত্র এবং চিকিৎসা শংসাপত্র
(যদি তা প্রযোজ্য হয়)।

৫। তারপর আপনি ‘Next’ -এ ক্লিক করে দেবেন।

ফী পেমেন্ট পদ্ধতি

১। আবার আপনি ‘FEE PAYMENT’ অপশনটি সিলেক্ট করা হয়েছে কিনা তা নিশ্চিত করুন এবং ‘Proceed’ বাটনটিতে ক্লিক করে দেবেন।

২। এরপর ড্রাইভিং লাইসেন্সের আবেদন করার জন্য আপনাকে যে ফী টি পেমেন্ট করতে হবে তা আপনি দেখতে পাবেন।

৩। তারপর আপনি আপনার পছন্দের পেমেন্ট গেটওয়েটি সিলেক্ট করে নেবেন এবং ক্যাপচা কোডটি এন্টার করে দিন।

৪। তারপর আপনি ‘Pay Now’ বাটনটিতে ক্লিক করে দিন।

৫। এরপর আপনি terms and conditions একসেপ্ট করবেন এবং ‘Proceed for Payment’ বাটনটি প্রেস করে দেবেন।

৬। তারপর আপনার পেমেন্ট প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার যাবে এবং আপনি সেই পেমেন্টের রসিদটির একটি প্রিন্টআউট বার করে নিজের কাছে রেখে দেবেন।

৭। এবার আপনি নিশ্চিত করুন যে ‘DL TEST SLOT BOOKING’ অপশনটি সিলেক্ট করা হয়েছে কিনা এবং ‘Proceed’ বাটনটিতে ক্লিক করে দিন।

৮। তারপর আপনি ‘Proceed to Book’ বাটনটি প্রেস করে দেবেন।

৯। এরপর আপনার পছন্দের স্লটটি আপনি সিলেক্ট করে নেবেন এবং ‘Book Slot’ বাটনটিতে ক্লিক করে দেবেন।

১০। তারপর আপনি ‘Confirm to Book Slot’ বাটনটি প্রেস করে দেবেন।

এই সব কিছুর পর আপনার স্লটটি বুক করা হবে। আপনি আপনার স্লট কনফার্মেশন স্লিপটির একটি প্রিন্টআউট বার করে নিজের কাছে রেখে দেবেন।

এবার আপনাকে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট এবং ফী পেমেন্টের রশিদ সহ নির্বাচিত তারিখে RTO-তে যেতে হবে। তারপর আপনাকে RTO অফিসারের তত্ত্বাবধানে ড্রাইভিং পরীক্ষা দিতে হবে। তারপর আপনি যদি পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে যাবেন। আর দুৰ্ভাগ্যবসত আপনি যদি পরীক্ষায় উত্তীর্ণ না হন, তাহলে আপনি ৭ দিন পর আবার আবেদন করতে পারবেন। খুব সহজেই আপনি এই পদ্ধতিগুলি অনুসরণ করে অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন।

আপনার জন্য আরও

1.অনলাইনে কিভাবে ড্রাইভিং লাইসেন্সে জন্ম তারিখ (DOB) পরিবর্তন করবেন

2.অনলাইনে ড্রাইভিং লাইসেন্স টেস্ট স্লট কীভাবে বুকিং করবেন

3.অনলাইন ড্রাইভিং লাইসেন্স আবেদন বাতিল করবার পদ্ধতি

4.BDO ইনকাম সার্টিফিকেট অনলাইন কিভাবে আবেদন করবেন

Leave a Comment