অনলাইনে আপনি আপনার গাড়ি অথবা বাইকে নমিনি অ্যাড করতে পারেন। এই নমিনি রেজিস্টার্ড থাকবে আপনার গাড়ির রেজিস্ট্রেশন সার্টফিকেটে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক তাদের অফিসিয়াল ওয়েবসাইট parivahan.gov.in-এর মাধ্যমে অনলাইনে গাড়ির নমিনি অ্যাড করা অনেকটাই সহজ করে দিয়েছে।
এই পোস্টটিতে আমরা আপনাদের জানাবো যে অনলাইনে আপনার গাড়িতে নমিনি অ্যাড কিভাবে করবেন এবং এরজন্য আপনাকে কোন কোন পদ্ধতি অবলম্বন করতে হবে। আসুন তাহলে এই বিষয়ে বিস্তারে জেনে নেওয়া যাক।
নমিনি অ্যাড করার জন্য প্রয়োজনীয় তথ্য
- আপনার গাড়ির রেজিস্ট্রেশন নম্বর
- ইঞ্জিন নম্বর
- চেসিস নম্বর
- রেজিস্ট্রেশনের তারিখ
- রেজিস্ট্রেশন/ফিটনেস বৈধ তারিখ পর্যন্ত
নমিনি অ্যাড করার অনলাইন পদ্ধতি
১। প্রথমে আপনাকে Parivahan -এর অফিসিয়াল ওয়েবসাইট parivahan.gov.in-এ যেতে হবে।
২। তারপর আপনি উপরের মেনুতে থাকা ‘Online Services’ অপশনটিতে যাবেন।
৩। তারপর সেখান থেকে ‘Vehicle Related Services’ অপশনটিতে ক্লিক করবেন।
৪। এরপর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে।
৫। এই নতুন পেজটিতে আপনাকে আপনার রাজ্য সিলেক্ট করতে হবে।
৬। তারপর আরোও একটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে।
৭। সেই পেজের ড্রপ ডাউন মেনু থেকে আপনাকে আপনার RTO সিলেক্ট করতে হবে।
৮। তারপর আপনি ‘Proceed’ বাটনটিতে ক্লিক করে দেবেন।
৯। এরপর একটি popup ওপেন হয়ে যাবে। তারপর আপনি একটু নিচের দিকে স্ক্রোল করবেন এবং ‘Ok’ বাটনটিতে ক্লিক করে দেবেন।
১০। তারপর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে।
১১। এবার এই নতুন পেজটিতে আপনি মেইন মেনুতে থাকা ‘Services’ অপশনটিতে যাবেন।
১২। তারপর আপনি ‘Additional Services’ অপশনটিতে যাবেন।
১৩। তাপর আপনি ‘Add Nominee Details’ অপশনটিতে ক্লিক করবেন।
১৪। আবার আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে।
১৫। এই পেজটিতে আপনি আপনার গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, চেসিস নম্বর এবং ইঞ্জিন নম্বরটি ঠিকঠাক ভাবে লিখে এন্টার করে দেবেন।
১৬। তারপর আপনার রেজিস্ট্রেশনের তারিখ এবং রেজিস্ট্রেশন/ফিটনেস বৈধ তারিখ এন্টার করে দেবেন।
১৭। এবার আপনি ‘Verify Details’ বাটনটিতে ক্লিক করে দেবেন।
১৮। তারপর একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। সেই পেজটিতে আপনি ‘Generate OTP’ বাটনটিতে ক্লিক করে দেবেন।
১৯। এরপর আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি OTP যাবে। সেই OTP টি আপনি নির্দিষ্ট জায়গায় বসিয়ে এন্টার করে দেবেন।
২০। তারপর আপনি ‘Submit’ বাটনটি প্রেস করে দেবেন।
২১। এরপর আবার একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে।
২২। এই নতুন পেজটিতে আপনি যে ব্যাক্তিকে নমিনি হিসাবে অ্যাড করবেন তার নামটি লিখে এন্টার করে দেবেন।
২৩। তারপর ড্রপ-ডাউন মেনু থেকে আপনি নমিনির সাথে গাড়ির মালিকের কি সম্পর্ক সেটি সিলেক্ট করবেন।
২৪। তারপর আপনি নমিনেশনের তারিখটি সিলেক্ট করে নেবেন।
২৫। তারপর আপনি ‘Save’ বাটনটিতে ক্লিক করে দেবেন।
২৬। এরপর আপনি ‘Confirm Payment’ বাটনটিতে ক্লিক করে দেবেন। (পরিষেবাটি বিনামূল্যে হওয়ার জন্য পেমেন্ট শুন্য টাকা দেখানো হবে)
এই সব কিছুর পর আপনার আবেদনটি সফল ভাবে জমা পরে যাবে এবং শীঘ্রই আপনার গাড়ির RC -তে রেজিস্টার্ড হয়ে যাবে।
এই পদ্ধতিগুলি সঠিকভাবে অনুসরণ করে আপনি অনলাইনে খুব সহজেই আপনার নতুন গাড়ি বা বাইকে নমিনি অ্যাড করতে পারবেন। এছাড়াও আপনি পরিবহন এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার গাড়ির NOC, ফিটনেস সার্টিফিকেট PDF এবং আপনার গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট (RC) ডাউনলোড করতে পারেন।
আপনার জন্য আরও
1.ব্যক্তির নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স নম্বর কিভাবে খুজে পাবেন
2.অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য কিভাবে আবেদন করবেন
3.অনলাইনে কিভাবে ড্রাইভিং লাইসেন্সে জন্ম তারিখ (DOB) পরিবর্তন করবেন