অনলাইনে নিজের নাম ভোটার তালিকায় আছে কিনা সেটা কীভাবে দেখবেন ?|How do you see if your name is on the voter list online in Bengali 2022

স্টেপ ১: ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কি না সেটা ন্যাশনাল ভোটার্স সার্ভিস পোর্টাল থেকে দেখে নিতে পারবেন।

স্টেপ ২: প্রথমে আপনাকে nvsp.in ওয়েবসাইট টি ওপেন করতে হবে।

স্টেপ ৩: এরপর আপনি মেইন পেজে ইলেকটরাল রোল সার্চের একটি অপশন পেয়ে যাবেন।

Search in Electoral Roll

স্টেপ ৪: এই অপশনটিতে ক্লিক করলে নতুন একটি ওয়েবপেজ ওপেন হয়ে যাবে। এই বার সেখানে আপনাকে নিজের তথ্যগুলি দিতে হবে।

Voter Information

স্টেপ ৫: প্রধানত দুটি উপায়ে নিজের নাম ভোটার তালিকায় আছে কি না দেখে নেওয়া যাবে নতুন ওয়েবপেজটি ওপেন হলে।

স্টেপ ৬:  প্রথমে নিজের নাম, বয়স, জন্মের তারিখ, বাবা/স্বামীর নাম ও লিঙ্গ এই সব তথ্য গুলি জানাতে হবে। এই সব তথ্য জানবার পরে বিধানসভা, জেলা ও রাজ্যের নাম জানাতে হবে।

স্টেপ ৭:  অথবা আপনি যদি চান তাহলে ভোটার কার্ড (এপিক কার্ড ) নম্বরের মাধ্যমে এই কাজটি করা যেতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে নিজের রাজ্যের নাম এবং এপিক নম্বর দিয়ে দিতে হবে।

স্টেপ ৮: এরপর আপনাকে দুই ক্ষেত্রেই ক্যাপচার দ্বারা অথরাইজ করতে হবে।

স্টেপ ৯:  এই সমস্ত পদ্ধতি সঠিক ভাবে সমাপ্ত হলে আপনি নিজের নাম নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখে নিতে পারবে।

Voter Information

FAQ.

প্রশ্ন : ভোটার আইডি এবং এপিক নম্বর এই দুটি কী একই ?

উত্তর : হ্যাঁ ভোটার আইডি এবং এপিক নম্বর এই দুটি একই।

প্রশ্ন : NVSP – এর ফুল ফর্ম কী ?

উত্তর : NVSP – এর ফুল ফর্ম হলো – NATIONAL VOTERS SERVICE PORTAL।

প্রশ্ন : e-EPIC আসলে কী ?

উত্তর : e-EPIC হল EPIC-এর একটি নিরাপদ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট (PDF) সংস্করণ যা মোবাইলে বা কম্পিউটারে স্ব-মুদ্রণযোগ্য আকারে ডাউনলোড করা যায়।

প্রশ্ন : NVSP কী একটি সরকারী ওয়েবসাইট?

উত্তর : হ্যাঁ এটি একটি সরকারী ওয়েবসাইট।

প্রশ্ন : EPIC এর ফুল ফর্ম কী ?

উত্তর : EPIC এর ফুল ফর্ম হলো – Election Photo Identity Card।

আপনার জন্য আরো

1.কীভাবে আধার কার্ডের ছবি পরিবর্তন করবেন ?

2.নিজের ইমেল আইডি ভুলে গেলে তা কীভাবে উদ্ধার করবেন ?

3.নতুন ATM কার্ডের পিন জেনারেট করবেন কিভাবে?

4.আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর UAN অ্যাকাউন্টে কীভাবে পরিবর্তন করবেন ?

Leave a Comment