নমস্কার বন্ধুরা আজকের এই পোস্টটিতে আমি আপনাদের জানাবো যে, ঐক্যশ্রী স্কলারশিপ এর জন্য আপনারা কিভাবে আবেদন করবেন। চলুন তাহলে এই বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। আশা করছি এই পোস্টটি পড়লে আপনারা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ঐক্য সংহতি রক্ষার ক্ষেত্রে এবং সংখ্যালঘু সমাজে শিক্ষার মান বৃদ্ধি করার জন্য ঐক্যশ্রী স্কলারশিপ নামক একটি প্রকল্প শুরু করেছেন। বর্তমানে ভারত সরকার কর্তৃক প্রদত্ত স্কলারশিপ এর পাশাপাশি ভারতের প্রতিটি রাজ্য সরকার রাজ্যের অন্তঃস্থ শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরণের স্কলারশিপের সূচনা করেছেন। এই সব বিষয়ের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য একটি অন্যতম উল্লেখযোগ্য রাজ্য। পশ্চিমবঙ্গে সরকারি ভাবে বিভিন্ন প্রকার স্কলারশিপ প্রদান করা হয়, যেমন – কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ন্যাশনাল স্কলারশিপ স্কিম, স্বামী বিবেকানন্দ মেরিট-কাম-মিনস স্কলারশিপ, ন্যাশনাল মেরিট স্কলারশিপ স্কিম ইত্যাদি।
ঐক্যশ্রী স্কলারশিপ কী?
পশ্চিমবঙ্গের মাননীয়া মুখমন্ত্রী শ্রীমতি মমতা বন্দোপাধ্যায় ঐক্যশ্রী স্কলারশিপ নামক নতুন একটি প্রকল্পের কথা ঘোষণা করেন। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গে বসবাসকারী বিভিন্ন প্রকার সংখ্যালঘু সম্প্রদায় যেমন – মুসলিম, ক্রিশ্চিয়ান, জৈন, শিখ, বৌদ্ধ, ফারসি প্রভৃতি সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীরা যাতে নিজেদের পড়াশোনা নির্দ্বিধায় চালিয়ে যেতে পারে তার জন্য তাদের সরকারি তরফ থেকে ঐক্যশ্রী স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে । পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রথম শ্রেণী থেকে শুরু করে Post Graduation স্তর পর্যন্ত এছাড়াও বিভিন্ন প্রকার উচ্চতর Professional Course এর শিক্ষার্থীরাও এই প্রকল্পের সুবিধা পেতে পারবে।
পশ্চিমবঙ্গে উপজাতি এবং তপশিলি জাতির মতো সংখ্যালঘু বিভিন্ন সম্প্রদায় রয়েছে যেমন – মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, ইত্যাদির মধ্যেও বহু মানুষ রয়েছে যারা দারিদ্রসীমার নিচে বসবাস করেন। সেই সব দারিদ্র সীমার ছেলেমেয়েরা তাদের পরিবারের আর্থিক অভাবের জন্য পড়াশোনা ছেড়ে দিয়ে কোনো না কোনো কাজের সাথে যুক্ত হয়ে পরে ফলে তাদের মধ্যে শিক্ষার অভাব থেকে যায়। এই সব ধরণের সমস্যা গুলি দূর করার জন্য পশ্চিমবঙ্গ সরকার শুধুমাত্র পশ্চিমবঙ্গে বসবাসকারী সংখ্যালঘু বা Minority ছাত্রছাত্রীদের একটি স্কলারশিপের মাধ্যমে কিছু আর্থিক সাহায্য প্রদানের ব্যবস্থা করেছেন যা ঐক্যশ্রী স্কলারশিপ নাম পরিচিত।
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের সংখ্যালঘু বা Minority সম্প্রদায়ের মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে সাহায্যের জন্য ঐক্যশ্রী স্কলারশিপের সূচনা করেন যা WBMDFC (West Bengal Minority Development and Finance Corporation) এর অন্তর্গত। এই স্কলারশিপের মাধ্যমে প্রাপ্ত টাকা ছাত্রছাত্রীরা তাদের সম্পূর্ণ শিক্ষার ক্ষেত্রে ব্যয় করতে পারবেন, যার মধ্যে রয়েছে School Fees, College Education Fees, Hostel Fees ইত্যাদি।
ঐক্যশ্রী স্কলারশিপ ২০২২ প্রদানের উদ্দেশ্য কি ?
পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গে বসবাসকারী Minority বা সংখ্যালঘু শ্রেণির ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নতির জন্য এছাড়া আরোও অন্যান্য একাধিক উদ্দেশ্য সাধনে ঐক্যশ্রী স্কলারশিপ এর রূপায়ন করেছে।
এই স্কলারশিপ প্রদানের উদ্দেশ্য গুলি জেনে নিন –
- এই স্কলারশিপ প্রদানের প্রধান উদ্দেশ্য গুলি হলো এই সমাজের সংখ্যালঘু সম্প্রদায়ের পিছিয়ে পড়া ছাত্র -ছাত্রীদের সম্পূর্ণ পড়াশোনার ক্ষেত্রে আর্থিকভাবে সাহায্য প্রদান করা। যাতে তারা তাদের পড়াশোনা নির্দ্বিধায় চালিয়ে যেতে পারে।
- Minority বা সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত মহিলাদের স্বাবলম্বী করে তোলা।
- সংখ্যালঘু ছাত্রছাত্রীদেড় শিক্ষার সাহায্যে আরোও বেশি সচ্ছল করে তোলা।
- বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের আরোও ভালো ভাবে প্রস্তুত করে তোলা।
- পশ্চিমবঙ্গে নিরক্ষরতার হার কমিয়ে সাক্ষরতার হার বৃদ্ধি করা।
- ছাত্র – ছাত্রীদের বিভিন্ন ধরণের ট্রেনিং এবং প্রোগ্রাম সহ শিক্ষাব্যাবস্থায় দক্ষতা বাড়ানোর জন্য উৎসাহিত করে তোলা।
ঐক্যশ্রী স্কলারশিপ ২০২২ Important Dates
Swami Vivekananda Merit-cum-Means (Fresh and Renewal) Online Application Closing – 31/10/2022
State Govt. Sponsored Stipend Under Talent Support Programme (TSP) (Fresh & Renewal) Online Application Closing – 31/10/2022
Merit-cum-Means (Fresh & Renewal) Online Application Closing – 31/10/2022
Post Matric (Fresh & Renewal) Online Application Closing – 31/10/2022
Pre Matric (Fresh & Renewal) Online Application Closing – 31/10/2022
ঐক্যশ্রী স্কলারশিপ এর জন্য কারা আবেদন করতে পারবে ?
ঐক্যশ্রী স্কলারশিপ সমস্ত রূপে চালনা করা হয় West Bengal Minority Development and Finance Corporation তথা WBMDFC এর মাধ্যমে। এই স্কলারশিপের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন Minority Community যেমন – মুসলিম, ক্রিশ্চিয়ান, বৌদ্ধ, জৈন, শিখ সহ অন্যান্য Minority জাতিভুক্ত ছাত্রছাত্রীরা আর্থিক সাহায্য লাভ করতে পারব। এই সব জাতিগুলির অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীরা প্রথম শ্রেণী থেকে শুরু করে Post-Graduation স্তর পর্যন্ত কিংবা অন্য কোনো প্রকার Professional বা Technical Course এ পড়াশোনা করলে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
ঐক্যশ্রী স্কলারশিপ কয় প্রকার ?
পশ্চিমবঙ্গে ঐক্যশ্রী স্কলারশিপ প্রধানত তিন প্রকার পদ্ধতিতে প্রদান করা হয়। সেগুলি হল –
1.Pre Matric Scholarship
২.Post Matric Scholarship
৩.Merit-Cum-Means Scholarship
ঐক্যশ্রী স্কলারশিপ ২০২২ এর Eligibility :-
1.ঐক্যশ্রী Pre-matric Scholarship Eligibility :-
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীর সংখ্যালঘু বা Minority সম্প্রদায়ের হওয়া বাঞ্ছনীয়।
- কেন্দ্র/রাজ্য সরকারের কোনো স্বীকৃত শিক্ষাবোর্ডের দ্বারা পরিচালিত বিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় থাকতে হবে।
- আবেদনকারীর পূর্ববর্তী ফাইনাল পরিক্ষায় কমপক্ষে 50% মার্কস থাকতে হবে।
- শিক্ষার্থীদের পরিবারের বাৎসরিক ইনকাম ২ লক্ষ টাকা অথবা তার কম হতে হবে।
- Pre-Matric Scholarship এর জন্য পশ্চিমবঙ্গের বাইরের ইনস্টিটিউটে অধ্যয়নরত শিক্ষার্থীরা যোগ্য নয়।
2. ঐক্যশ্রী Post-Matric Scholarship Eligibility :-
- অবশ্যই আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীকে সংখ্যালঘু বা Minority সম্প্রদায়ের হতে হবে।
- কেন্দ্র অথবা রাজ্য সরকারের স্বীকৃত কোনো শিক্ষাবোর্ড / বিশ্ববিদ্যালয় / কাউন্সিল / ইনস্টিটিউশনে অধ্যয়নরত অবস্থায় থাকতে হবে।
- এই স্কলারশিপের জন্য আবেদনকারীরা নিম্নে একাদশ শ্রেণী থেকে Post Graduation Level পর্যন্ত আবেদন করতে পারবেন।
- আবেদনকারীকে গত বছরের বার্ষিক পরীক্ষায় অন্ততপক্ষে 50% নম্বর পেতে হবে।
- আবেদনকারীর পরিবারের বাৎসরিক ইনকাম ২ লক্ষ টাকার কম হতে হবে।
- Post-Matric Scholarship এর জন্য পশ্চিমবঙ্গের বাইরের ইনস্টিটিউটে অধ্যয়নরত শিক্ষার্থীরা যোগ্য নয়।
3. ঐক্যশ্রী Merit-Cum-Means Scholarship Eligibility :-
- আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকারীকে Technical অথবা Professional Course এ অবশ্যই ভর্তি হতে হবে।
- আবেদনকারীর Higher Secondary / Graduation / Post Graduation এর পরীক্ষায় কমপক্ষে 50% নম্বর থাকতে হবে।
- ছাত্রছাত্রীদের পারিবারিক বাৎসরিক ইনকাম 2.5 লক্ষ টাকা বা তার কম হতে হবে।
- পশ্চিমবঙ্গ ফাইন্যান্স কর্পোরেশন ও সংখ্যালঘু উন্নয়ন কর্তৃক জারি করা নতুন বিজ্ঞপ্তি অনুসারে পশ্চিমবঙ্গের বাসিন্দা কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে অবস্থিত প্রতিষ্ঠানে পড়াশোনা করা ছাত্রছাত্রীরাও আবেদনের জন্য যোগ্য।
ঐক্যশ্রী স্কলারশিপ 2022 এর বিতরণ পদ্ধতি :-
এই স্কলারশিপের জন্য নির্বাচিত ছাত্রছাত্রীদের তাদের Bank Account এর মাধ্যমে স্কলারশিপের টাকা প্রদান করা হবে। এর জন্য ছাত্রছাত্রীদের নিজেদের নামে একটি বৈধ Bank Account থাকতে হবে এবং তাদের Bank Account এর সাথে আধার কার্ড অবশ্যই লিঙ্ক থাকতে হবে।
ঐক্যশ্রী স্কলারশিপ 2022 এর নির্বাচন পদ্ধতি :-
ঐক্যশ্রী স্কলারশিপ এর জন্য শিক্ষার্থীদের সাধারণত ২ রকম পদ্ধতিতে নির্বাচন করা হয়ে থাকে। এই স্কলারশিপ
পাওয়ার জন্য ছাত্রছাত্রীরা Fresh অথবা Renewal Application এই ২ রকম ভাবে আবেদন করতে পারবে। যেসব ছাত্রছাত্রীরা স্কলারশিপের জন্য প্রথমবার আবেদন করবে তাদেরকে Fresh Application পদ্ধতিতে আবেদন করতে হবে। আর যেসকল ছাত্রছাত্রীরা এর আগেও আবেদন করেছে বা স্কলারশিপের টাকা পেয়েছে তাদের Renewal Application পদ্ধতিতে আবেদন করতে হবে। এই সমস্ত আবেদনগুলি সংশ্লিষ্ট স্কুলের Nodal শিক্ষকদের দ্বারা যাচাই করা হয় তারপর যোগ্যতার মানদণ্ড অনুসারে নির্বাচন করে স্কলারশিপের প্রাপ্ত টাকা সরাসরি ছাত্রছাত্রীদের Bank Account এ দেওয়া হয়ে থাকে।
ঐক্যশ্রী স্কলারশিপ 2022 এর Scholarship Amount/ Benefits:-
ঐক্যশ্রী স্কলারশিপ 2022 এর Application Process:-
ঐক্যশ্রী স্কলারশিপ এর জন্য আবেদন করতে গেলে নিম্নলিখিত পদ্ধতি গুলি অনুসরণ করুন –
অনলাইন রেজিস্ট্রেশন :-
- প্রথমত আপনাকে নিম্নলিখিত লিংকটিতে ক্লিক করে WBMDFC এর অফিশিয়াল ওয়েবসাইটটিতে যেতে হবে –
https://wbmdfcscholarship.org/aikya_app/home_app.php
- ঐক্যশ্রী স্কলারশিপ এর জন্য যে সকল ছাত্রছাত্রীরা প্রথমবার আবেদন করবে তাদের “STUDENT’S REGISTRATION” অপশনটিতে ট্যাপ করতে হবে।
- এরপর আপনি যেই জেলায় বসবাস করেন সেই জেলাটি সিলেক্ট করে নিতে হবে।
- জেলা সিলেক্ট করে নেওয়ার পরে ছাত্রছাত্রীদের তাদের নিজস্ব পরিচয় সম্বন্ধিত সব তথ্যগুলো প্রদান করতে হবে যেমন – নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, আধার কার্ড নম্বর, মোবাইল নম্বর, ইমেল আইডি এবং ব্যাঙ্ক একাউন্ট নম্বর ইত্যাদি।
- তারপর ফর্মটি পুরোপুরি ভাবে ফিলআপ করা হয়ে গেলে “Submit and Proceed” অপশনটিতে ক্লিক করতে হবে।
- এরপর আপনার সামনে আরেকটি নতুন ফর্ম ওপেন হয়ে যাবে যেখানে ছাত্রছাত্রীদের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য গুলি প্রদান করতে হবে।
- অবশেষে এই ফর্মটি সম্পূর্ণভাবে ফিলআপ করা হয়ে গেলে আপনাকে পুনরায় “Submit and Proceed” অপশনটিতে ক্লিক করতে হবে। এইবার এই স্কলারশিপের জন্য ছাত্রছাত্রীদের নামগুলি স্কলারশিপ পোর্টালে রেজিস্টার হয়ে যাবে।
অনলাইনে আবেদন পদ্ধতি :-
- রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ছাত্রছাত্রীদের একটি করে User ID এবং Password দেওয়া হবে। যেগুলি ছাত্রছাত্রীদের Register করা Email ID কিংবা Mobile Number এ পাঠিয়ে দেওয়া হবে।
- স্কলারশিপের জন্য আবেদন করতে গেলে পুনরায় সেই Portal এ গিয়ে “STUDENT’S LOGIN” অপশনটিতে ট্যাপ করতে হবে।
- এইবার Portal এ লগইন করার জন্য আপনি প্রদত্ত User ID এবং Password ব্যবহার করুন।
- এইবার এখানে আপনাকে আপনার কিছু বেসিক ইনফরমেশন দিতে হবে যেমন – Academic Information, Bank Account Related Information।
- এখানে যদি আপনার মনে হয় যে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে তাহলে আপনি এই পর্যায়ে আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিতে পারবেন নাহলে আপনাকে Submit অপশনে ক্লিক করতে হবে পরবর্তী মেনুতে প্রবেশ করার জন্য।
- এরপর আপনি “Preview Tap” অপশনটিতে ক্লিক করে সম্পূর্ণ Form টি আরেকবার ভালো করে যাচাই করে দেখে নেবেন।
- তারপর Form টি ভালো করে যাচাই করে আপনি “Final Submit Tab” অপশনটিতে ক্লিক করবেন।
- এইবার স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়াটি পুরোপুরি ভাবে সম্পন্ন হয়ে যাবে। সকল ছাত্রছাত্রীকে এই Application Form এর একটি Copy Print করে নিজেদের কাছে রেখে দিতে হবে যাতে তারা পরবর্তীতে সেটা ব্যবহার করতে পারে।
ফাইনাল ফর্ম সাবমিশন :-
এই পর্যায়ে ছাত্রছাত্রীদের Application Form এর Print Copy এবং Application Form এ উল্লেখিত Documents গুলি ছাত্রছাত্রীদের নিজস্ব শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দিষ্ট সময়ে জমা করতে হবে। এইবার ঐক্যশ্রী স্কলারশিপ এর জন্য ছাত্রছাত্রীদের Application Process টি পুরোপুরি ভাবে সম্পন্ন হয়ে যাবে।
ঐক্যশ্রী স্কলারশিপ 2022 Renewal:-
- স্কলারশিপ Renew করার জন্য আপনাকে প্রথমে Scholarship Portal এর মেইন ওয়েবসাইটে যেতে হবে। (https://wbmdfcscholarship.org/aikya_app/home_app.php)
- এরপর আপনাকে Homepage – এ থাকা RENEWAL APPLICATION অপশনটিতে ট্যাব করতে হবে।
- তারপর ছাত্রছাত্রীদের তাদের নিজেদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এবং প্রথমবার আবেদন করার সময় গৃহীত Application ID Number, Death of Birth প্রদান করতে হবে এবং একটি ক্যাপচা কোড পূরণ করতে হবে।
- এরপর ছাত্রছাত্রীদের রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে, এবং এই OTP টি Portal এ Submit করতে হবে।
- তারপর আপনাকে Log In অপশনটিতে ক্লিক করতে হবে।
- ঐক্যশ্রী স্কলারশিপ Renew করার জন্য একটি Application Form আসবে।
- তারপর আপনাকে প্রয়োজনীয় তথ্যগুলি প্রদান করে এই ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করতে হবে।
- এরপর আপনাকে Application Form এ উল্লিখিত Document গুলি পোর্টালে আপলোড করতে হবে।
- এইবার Form টি পুরোপুরি ভাবে ফিলআপ করা হয়ে গেলে আপনি Submit অপশনটিতে ক্লিক করে দেবেন।
ঐক্যশ্রী স্কলারশিপ 2022 আবেদনের এর জন্য Important Documents:-
Application Form এর সাথে যে সমস্ত Important Documents গুলি জমা দিতে হবে সেগুলি জেনে নিন –
- আধার কার্ড
- Family Annual Income Certificate
- আপনার নিজস্ব Community Certificate
- Passport Size Color Photo
- Bank Passbook
- স্কুল, কলেজ অথবা ইউনিভার্সিটির এই বছরের Admission এর রশিদ।
- বিগত বছরের পরীক্ষার Mark Sheet
- Domicile Certificate (সকলের জন্য প্রযোজ্য নয়);
ঐক্যশ্রী স্কলারশিপ 2022 এর (Duration) টাকা কখন এবং কোন সময়ের জন্য দেওয়া হয় ?
প্রথম শ্রেণী থেকে শুরু করে Post Graduation স্তর পর্যন্ত এবং এরপরেও বিভিন্ন প্রকারের Professional Degree তে স্কলারশিপ প্রদান করা হয়। বিদ্যালয়ের পাঠরত ছাত্রছাত্রী দের প্রত্যেক বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে এই স্কলারশিপ Renew করার প্রয়োজন হয়। তবে উচ্চশিক্ষা বিষয়ক Degree তে এই Scholarship এর মেয়াদ দীর্ঘস্থায়ী। এছাড়াও বিভিন্ন ধরণের Professional Course গুলির ক্ষেত্রেও ছাত্রছাত্রীদের এককালীন অর্থ প্রদান করা হয় ঐক্যশ্রী স্কলারশিপ এর মাধ্যমে।
ঐক্যশ্রী স্কলারশিপ 2022 এর Terms and Conditions:-
- ঐক্যশ্রী স্কলারশিপ এর জন্য আৱেদন করার সময় ছাত্রছাত্রীদের পারিবারিক বাৎসরিক ইনকাম সার্টিফিকেট Submit করতে হবে।
- স্কলারশিপটি Renew করার জন্য ছাত্রছাত্রীদের বিগত বছরের পরীক্ষায় কমপক্ষে 50% নম্বর পেতে হবে।
- ধারাবাহিকভাবে স্কলারশিপ পাওয়ার জন্য ছাত্রছাত্রীদের প্রত্যেক বার্ষিক পরীক্ষায় অথবা সেমিস্টারের পরীক্ষায় কমপক্ষে 50% নম্বর সহকারে উত্তীর্ণ হতে হবে।
- কোনো ছাত্রছাত্রী যদি বিদ্যালয়ের কোনো রকম নিয়ম শৃঙ্খলা লংঘন করে অথবা স্কলারশিপের শর্তাবলী অস্বীকার করে তাহলে সেই মুহূর্তেই তাদের জন্য এই স্কলারশিপ বাতিল করে দেওয়া হবে।
- স্কলারশিপের জন্য আবেদন করার সময় যদি ছাত্রছাত্রীরা কোনো রকমের ভুল Document আপলোড করে থাকে অথবা কোনো প্রকার মিথ্যা উপায়ে স্কলারশিপ গ্রহণ করে তাহলে তখনই তার স্কলারশিপটি বাতিল করে দেওয়া হবে এবং এই অপরাধ করার জন্য তার যাবৎ প্রদত্ত সম্পূর্ণ স্কলারশিপের টাকা ফেরত নিয়ে নেওয়া হবে।
- যে সকল ছাত্রছাত্রীরা হোস্টেলে থেকে পড়াশোনা করছে তাদের হোস্টেল মেইনটেনেন্সের টাকাও এই স্কলারশিপের মাধ্যমে দেওয়া হবে।
ঐক্যশ্রী স্কলারশিপ 2022 এর Bank Account সম্বন্ধিত ডিটেলস :-
ঐক্যশ্রী স্কলারশিপ পেতে গেলে ছাত্রছাত্রীদের নিজেদের নামে একটি Savings Bank Account থাকতে হবে। তবে যে সকল ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে পড়াশোনা করছে তাদের নিজেদের নামে Bank Account না থাকলেও হবে তাদের পিতামাতা বা যেকোনো অভিভাবকের Bank Account থাকলেও হবে, কিন্তু বিদ্যালয়ের ঊর্ধ্বে ছাত্রছাত্রীদের জন্য নিজেদের নামে Bank Account থাকতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে Bank Account টি যেন Aadhar Card এর সাথে লিঙ্ক থাকে।
ঐক্যশ্রী স্কলারশিপ 2022 স্টেটাস চেকিং পদ্ধতি :-
- প্রথমে আপনাকে ঐক্যশ্রী স্কলারশিপ এর Official Website – এ ভিজিট করতে হবে।
- তারপর আপনার “Application ID” ও “Password” সহ একটি নির্দিষ্ট ক্যাপচা কোড প্রদান করতে হবে।
- এরপর আপনি Dashboard ওপেন করবেন এবং Track Application অপশনটিতে ক্লিক করবেন।
- তারপর Next পেজেই আপনার সামনে আপনার Application Form এর Status টি চলে আসবে।
ঐক্যশ্রী স্কলারশিপ 2022 Contact Details:-
ঐক্যশ্রী স্কলারশিপের সম্মন্ধে কারোর যদি কোনো রকম কিছু তথ্য জানার থাকে তাহলে তারা নিম্নলিখিত যোগাযোগ মাধ্যমগুলির সাহায্যে যোগাযোগ করতে পারবেন –
- Helpline Number (Landline):- 033 4047 468
- WhatsApp Number :- 8017 071 714
- Email Address:- [email protected]
- Toll Free Number:- 1800-120-2130
- Technical Support (Helpdesk):- 6290 87 5550
আপনার জন্য আরো
1.অনলাইনে নিজের নাম ভোটার তালিকায় আছে কিনা সেটা কীভাবে দেখবেন ?
2.আধার কার্ড অনলাইনে কীভাবে ডাউনলোড করবেন ?
3.আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর UAN অ্যাকাউন্টে কীভাবে পরিবর্তন করবেন ?
4.অনলাইনে ক্রেডিট কার্ড ব্যবহার করতে যেসব সতর্কতা গুলি অবলম্বন করা প্রয়োজন