Honor Pad X8 pro ট্যাবলেট 6টি স্পিকার এবং 7250mAh দুর্দান্ত ব্যাটারি সহ লঞ্চ হল জানুন বিস্তারিত

Honor Pad X8 pro চীনে তিনটি র‍্যাম ভেরিয়েন্ট এবং দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ট্যাবলেট টিতে থাকছে Snapdragon 685 4G প্রসেসর। 11.5 ইঞ্চি TFT LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যার রিফ্রেশ রেট 120Hz। ট্যাবলেট কি তিনটি কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

Honor Pad X8 pro এর স্পেসিফিকেশন

Honor Pad X8 pro ট্যাবলেটটির ডিসপ্লে রেজুলেশন 2000 x 1200 পিক্সেল এবং 100 শতাংশ sRGB কালার গ্যামেট সাপোর্ট করে। এই ট্যাবলেট টি Android 13 উপর বেশ করে তৈরি MagicOS 7.1এ চলে। ট্যাবলেটটিতে  8GB রেম এবং 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ভিডিও এবং ফটোর জন্য Honor Pad X8 pro টেবটিতে 5 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা দেয়া হয়েছে এবং ভিডিও কলিং ও সেলফির জন্য 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেশিং ক্যামেরা দেয়া হয়েছে।

Honor Pad X8 pro

ট্যাবটিতে USB Type-C পোর্ট দেয়া হয়েছে সঙ্গে 5.1 ব্লুটুথ কানেক্টিভিটি, WiFi 5 দেওয়া হয়েছে। ট্যাবলেটে যাবতীয় সেনসর যেমন ম্যাগনেটোমিটার, এমবিয়েন্ট লাইট সেন্সর, এক্সেলেরওমিটার দেওয়া হয়েছে ট্যাবলেটটিতে ফাস্ট চার্জার থাকবে কিনা সেই বিষয়ে কোন তথ্য সঠিকভাবে এখনো পাওয়া যায়নি। ট্যাবলেট টির ডাইমেনশন অর্থাৎ মাপ 267.3X167.4X6.9  মিলিমিটার এবং ওজন 495 গ্রাম।

Honor Pad X8 pro এর দাম

চীনে Honor Pad X8 pro এর 4GB Ram এবং 128GB ইনবিল্ড স্টোরেজ যুক্ত বেস ভেরিয়েন্ট এর দাম 1099 চিনি ইউয়ান অর্থাৎ ভারতীয় মুদ্রায় মোটামুটি 12500 টাকা।6GB Ram এবং 128GB ইনবিল্ড স্টোরেজ যুক্ত ভেরিয়েন্ট এর দাম 1199 চিনি ইউয়ান অর্থাৎ 13700 টাকা।8GB Ram এবং 128GB ইনবিল্ড স্টোরেজ যুক্ত  ভেরিয়েন্ট এর দাম 1399 চিনি ইউয়ান অর্থাৎ 15900 টাকা এবং 8GB Ram এবং 256GB ইনবিল্ড স্টোরেজ যুক্ত  ভেরিয়েন্ট এর দাম 1599 চিনি ইউয়ান অর্থাৎ ভারতীয় মুদ্রায় 18200 টাকা। এই ট্যাবটি স্কাই ব্লু, কোরাল পারপাল এবং স্টারি গ্রে কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

আপনার জন্য আরো

1.Samsung Galaxy Tab S9 সিরিজের ট্যাবলেটের স্পেসিফিকেশন প্রকাশ্যে আসলো জানুন স্পেশাল কি থাকছে

2.Boult লঞ্চ করল bluetooth কলিং যুক্ত Striker Plus স্মার্ট ওয়াচ,দাম মাত্র 1299

3.আগামী সপ্তাহে লঞ্চ হতে চলেছে Infinix Hot 30 5G , থাকছে 6,000mAh এর ব্যাটারি, জানুন বিস্তারিত

4.Realme Pad 2 -তে থাকতে পারে 8360mAh এর ব্যাটারি, লিক হলো ডিজাইন এবং স্পেসিফিকেশন্স

Leave a Comment