বড় টু হুইলার কোম্পানিগুলির মধ্যে Honda তাদের নতুন স্কুটার Honda 125 লঞ্চ করেছে। এই গাড়িটির দুটি ভেরিয়েন্ট রয়েছে স্ট্যান্ডার্ড এবং স্মার্ট। স্ট্যান্ডার্ড ভার্সনটির দাম 83,400 টাকা এবং স্মার্ট ভার্সানটির দাম 91,300 টাকা। নতুন Dio 125 আগের স্কুটারের মতো দেখতে হলেও নতুন স্কুটারে অধিক পাওয়ারফুল ইঞ্জিন লাগানো হয়েছে।
কোম্পানির এর সঙ্গে তিন বছরের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি দিচ্ছে। এই স্কুটারের লাগানো ইঞ্জিনটি Activa 125 এবং Grazia 125 তে ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনটি মোটামুটি 8.19 bhp পাওয়ার এবং 10.4 Nm পিক টর্ক জেনারেট করতে পারে। এর পাওয়ার কে CVT অটোমেটিক ট্রান্সমিশন এর ব্যবহার করে পিছনের চাকায় ট্রানস্ফার করা হয়। এই স্কুটারটিতে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাসটার দেওয়া হয়েছে । এই স্কুটারের স্মার্ট ভেরিয়েন্টে একটা H-Smart অপশন রয়েছে যা একটি একক নবের সাথে একাধিক ফাংশনকে যুক্ত করে।
নতুন স্কুটার সম্পর্কে কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর Tsutsumu Otani বলেছেন,”Honda Dio 2002 লঞ্চের সঙ্গে কোম্পানি দেশে মোটো স্কুটারের কনসেপ্ট এনেছিল। এর ডিজাইন মোটরসাইকেলের মত এবং এটি স্কুটারের মত সুবিধা দিয়ে থাকে। কাস্টমার হোন্ডার এই মডেলটিকে বেশ পছন্দ করেছে। Dio 125 মডেলটি বিশেষ করে ইয়ং জেনারেশনদের কথা মাথায় রেখে বানানো হয়েছে। এটিতে পাওয়ারফুল ইঞ্জিনের সাথে স্পোর্টস ডিজাইন এবং নতুন টেকনোলজি দেয়া হয়েছে।”
আগের মাসেই কোম্পানির সেল বেড়ে 3,24,093 ইউনিট ছিল। এর মধ্যে 3,02,756 ইউনিট বিক্রি হয়েছিল দেশে এবং 21337 ইউনিট এক্সপোর্ট করা হয়েছিল। কোম্পানির বিক্রি বাড়াতে Activa বড় যোগদান ছিল। সম্প্রতি Activa তিন কোটির বেশি ইউনিট বিক্রির গণ্ডি পার করেছে। এই বছরের শুরুতেই কোম্পানি Activa 6G লঞ্চ করেছিল। এই স্কুটারটিতে কোম্পানি H-Smart টেকনোলজি দেয়া হয়েছিল। এটি একটিভার নতুন প্রিমিয়াম ভেরিয়েন্ট। টু হুইলারের মার্কেটে প্রথম থেকেই অ্যাক্টিভা একটি জনপ্রিয় স্কুটার। নতুন একটিবার দাম শুরু হচ্ছে 74,536 টাকা থেকে। এই স্কুটারটি তিনটি ভেরিয়েন্টে মার্কেটে আনা হয়েছিল স্ট্যান্ডার্ড ডিলাক্স এবং স্মার্ট।HMSI বলেছিলেন এই স্কুটারে একটি স্মার্ট ফাইন্ড ফিচার দেয়া হয়েছে যার জন্য ইউজাররা স্মার্ট কি ব্যবহার করে স্কুটারটিকে খুঁজতে পারবেন।
আপনার জন্য আরো
1.iQoo 12 -এ থাকতে পারে Snapdragon 8 Gen 3 SoC, লঞ্চের আগে লিক হলো স্পেসিফিকেশন্স
2.30 ঘন্টার ব্যাটারি লাইফ যুক্ত Oppo Enco Air 3 Pro এয়ারবার্ড লঞ্চ জানুন বিস্তারিত
3.Perfora লঞ্চ করলো মেটাল হ্যান্ডেল যুক্ত ইলেকট্রিক টুথব্রাশ,৫০০ টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ
4.লঞ্চ হলো Samsung Galaxy S21 FE 5G এর নিউ মডেল Snapdragon 888 SoC সহ, জেনে নিন প্রাইস