Google Pixel 7a ই কমার্স প্ল্যাটফর্মে দেখা গেল লঞ্চ এর আগেই জানুন বিস্তারিত

Google I/O 2023 ইভেন্ট করতে চলেছে আজকে। দুদিনের জন্য অনুষ্ঠিত এই ইভেন্টে দুটি স্মার্ট ফোন লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে একটি ফোলডেবল Pixel Fold এবং অন্যটি হলো Pixel 7a। ই-কমার সাইটে প্রমোশনের জন্য অলরেডি এই ডিভাইস গুলির ছবি দেখা গেছে। পিজারে স্নো হোয়াইট কালারের ফোনটি আসতে চলেছে যা Pixel 6a এর সাকসেসর হিসেবে লঞ্চ করা হচ্ছে। আসুন এই স্মার্টফোন দুটি সম্পর্কে বিস্তারে জেনে নেয়া যায়

Google Pixel Fold এর আনুমানিক স্পেসিফিকেশন

এটি একটি হিংজ মেকানিজম যুক্ত ফোলডেবল স্মার্টফোন ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটাপ ব্যবহার করা হয়েছে। প্রসেস হিসাবে Google এর Tensor G2 ব্যবহার করা হয়েছে। ফোনটিতে ডুয়াল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে বাইরের যে ডিসপ্লেটি থাকছে সেটি 5.8 ইঞ্চির OLED ডিসপ্লে যার রেজুলেশন 1080X2092 পিক্সেল রিফ্রেশ রেট 120Hz। ভিতরে যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে সেটি 7.6 ইঞ্চি ডিসপ্লে যার রেজুলেশন 1840 X 2208 পিক্সেল।

Google Pixel 7a এর আনুমানিক স্পেসিফিকেশন

এই স্মার্টফোনটিতে ও Google এর Tensor G2 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটিতে HD+ 6.1 ইঞ্চি ডিসপ্লে দেয়া হয়েছে। ডিসপ্লে রিপ্লেস রেট 90Hz। এই স্মার্টফোন ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে একটি 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স ব্যবহার করা হয়েছে। সেলফির জন্য ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটি Carbon,Arctic Blue, এবং Cotton কালারে পাওয়া যাবে।

দামের কথা বলতে গেলে আনুমানিক দাম 500 ডলারের মধ্যে হবে অর্থাৎ ভারতীয় মুদ্রায় মোটামুটি 40 হাজার টাকার মধ্যে ফোনটি পাওয়া যাবে।

আপনার জন্য আরো

1.23rd মে লঞ্চ হতে পারে iQoo Neo 8 সিরিজ, এরই সাথে লিক হলো iQoo Pad এর ডিজাইন

2.VAIO TL10 অ্যান্ড্রয়েড ট্যাবলেট লঞ্চ হল 8GB RAM এবং 7000mAh বড় ব্যাটারি সহ জানুন বিস্তারিত

3.Upcoming Smartphone May 2023 

4.Amazon সেলে বাম্পার ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে iPhone 14 এবং iPhone 14 Pro Max

Leave a Comment