মোবাইল ব্যাবহারকারীদের সুরক্ষার জন্য গুগল তার সিকিউরিটি ফিচার গুলোকে আরও বেশি শক্তিশালী করে দিচ্ছে। এবার থেকে কোনো অ্যাপ স্ক্যান করলেই গুগল থেকে জানা যাবে অ্যাপটি ফ্রড কিনা। এই জন্যই গুগল তার গুগল প্লে প্রোটেক্ট লাইভ থ্রেট ডিটেকশন ফিচারে AI ক্ষমতা ছড়িয়ে দিচ্ছে। ফিচারটি আপডেট হলে স্মার্টফোনে থাকা অ্যাপ গুলোকে ম্যালওয়ারের জন্য স্ক্যান করা যাবে। কোম্পানি ডেভেলপার কনফারেন্সে এটাই বলেছে।
এই ফিচারটি আপডেট হওয়ার পর এমনভাবে কাজ করবে, যে যদি কোনো অ্যাপ প্রতারণা করে বা অ্যাপ ব্যবহার করে কোনো কিছু লুকিয়ে রাখে, তাহলে গুগল তার অন ডিভাইস AI-এর সাহায্যে সামনা-সামনি করা থ্রেডও ইডেন্টিফাই করে নেবে। গুগল-এর মতে, গুগল প্লে প্রোটেক্ট দিনে অন্তত ২০০ বিলিয়ন স্মার্টফোন থাকা অ্যাপ স্ক্যান করবে। যার মাধ্যমে ৪ বিলিয়ন স্মার্টফোন ব্যবহারকারীকে ম্যালওয়্যার থেকে রক্ষা করবে।
কিভাবে AI -চালিত গুগল প্লে প্রোটেক্ট ফ্রড অ্যাপস ইডেন্টিফাই করবে
গুগল বলেছে যে, গুগল প্লে প্রোটেক্ট-এর অন ডিভাইস AI ফিচার ব্যবহার করে এবং অন্যান্য অ্যাপ ব্যবহার ও তার পরিষেবার সাথে ইন্টারঅ্যাকশন সম্পর্কিত কার্যকলাপের বিষয় বস্তু স্মরণ করে খুঁজে বার করে। গুগল প্লে প্রোটেক্ট সন্দেহজনক কিছু দেখতে পেলে বা খুঁজে পেলে, কোনো অ্যাপের প্রয়োজনের চেয়ে বেশি কিছু দেখতে পেলে অনুসন্ধান করার জন্য অ্যাপটিকে গুগল-এ পাঠানো হবে এবং ব্যাবহারকারীদের সতর্ক করা হবে। অ্যাপটির খারাপ কাজকর্ম সম্পর্কে জানতে পারলে গুগল অ্যাপটিকে ডিসেবল করে দেবে। গুগল বলেছে, কোনো কিছু ডেটা সংগ্রহ না করেও ব্যবহারকারীদের রক্ষা করে থাকে।
জালিয়াতি থেকে অ্যাপ গুলোকে রক্ষা করার জন্য বিশেষ টুল
ডেভেলপারদের জন্য আরো টুল দেওয়া হচ্ছে, যাতে কোম্পানি স্ক্যাম এবং জালিয়াতি থেকে অ্যাপ গুলো রক্ষা করতে পারে। ডেভেলপাররা এখন থেকে পরীক্ষা করে নিতে পারবেন যে, অন্য কোনো অ্যাপ চলছে কিনা। যদি সেই অ্যাপটি চলে তাহলে, দেখতে হবে অ্যাপটি স্ক্রিন ক্যাপচার করতে, ওভারলে তৈরি করতে বা ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারছে কিনা।
গুগল বলেছে, প্লে ইন্টিগ্রিটি এপিআইও এই টুল গুলো একটিই টুল। এই টুল গুলো ব্যবহার করেই ডেভেলপাররা বুঝে যাবেন যে অ্যাপগুলো মডিফাই করা হচ্ছে কিনা, বা অ্যাপগুলো একটি আসল অ্যান্ড্রয়েড ডিভাইসে চলছে কিনা। এর ফলে ডেভেলপাররা প্রতারণামূলক বা ঝুঁকিপূর্ণ বিষয় গুলো আগে থেকেই ইডেন্টিফাই করে নিতে পারে। অপব্যবহার বা ভুল কাজ গুলো আটকাতে পারে।
এর সঙ্গে ডেভেলপাররা আর্থিক ও ব্যাঙ্কিং অ্যাপগুলি ব্যবহার করার সময় যেকোনো ধরণের বিপদ কাটিয়ে যেতে পারবে, গুগল প্লে প্রোটেক্ট এনাবেল আছে কিনা তা নিঃসন্দেহে দেখে নিতে পারবে।
জানা গেছে, গুগল যে নতুন ফিচারটি নিয়ে এসেছে সেটি Google Pixel, Honor, Lenovo, Nothing, OnePlus, Oppo, Sharp, Transsion এবং অন্যান্য নির্মাতারাও এই বছরের মধ্যে তাদের স্মার্টফোনে ফিচারটি দিয়ে দেবে।
আপনাদের জন্য আরো
1.ইলেকট্রিক বিল কম আসার জন্য ‘এই’ ছোট ছোট ভুল গুলো করা বন্ধ করুন ! কমে যাবে 30% খরচ
2.ওয়ানপ্লাস ১৩ এর ফিচার ক্যামেরা লঞ্চ এর আগেই ফাঁস, ডিসপ্লেই বা কেমন
3.এসি অনলাইনে কিনবেন? পুরো টাকাটাই বিফলে যেতে পারে, তাই আগে থাকতে এর সম্পর্কে জেনে নিন