যারা নিত্যনতুন গেজেট পছন্দ করে তারা সকলেই আইফোনের প্রতি আকর্ষণ থাকেই। কিন্তু দামের কথা ভেবে অনেকেই পিছিয়ে আসেন। কেউ যদি নতুন মডেল লঞ্চ করে তাহলে পুরোনো মডেলগুলির দাম কমার অপেক্ষা করেন। যাতে পছন্দের ফোনটি কিছুটা সস্তায় কিনতে পারেন। এইজন্য সকল আইফোন প্রেমীদের জন্য সুখবর। এবার অনেকটা সস্তায় আইফোন ১৫ সিরিজ পেয়ে যাবেন ফ্লিপকার্টে। শুধুমাত্র আইফোনেই ছাড় নয়। পুজোর সময় ছাড় পাবেন অন্যান্য কোম্পানির মোবাইল ফোনেও।
এতদিন আইফোন ১৫-এর সবচেয়ে কম দাম ছিল ৭৯,৯৯৯ টাকা। ইতিমধ্যে বাজারে এসে গেছে আইফোন ১৬। তারপর আবার ফ্লিপকার্ট নিয়ে এসেছে আইফোন ১৫-এর আকর্ষণীয় ছাড়। জানা গেছে, বিগ বিলিয়ন ডে সেলে আইফোন ১৫-এর বেস ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ৬৯,৯০০ টাকায়। তবে শুধুমাত্র আইফোনই নয়। এই অফার চলাকালীন আরও অন্যান্য কোম্পানির মোবাইল ফোনেও ছাড় পাওয়া যাবে। এবার নিশ্চয়ই এটা ভাবছেন, কেনাকাটা তো করবেন, কিন্তু অফার শুরু কবে থেকে ? সংস্থা সূত্রে খবর, চলতি মাসের ২৭ তারিখ থেকে শুরু হবে এই বিগ বিলিয়ন ডে সেল। প্লাস মেম্বাররা একদিন আগে অর্থাৎ ২৬ তারিখ থেকে পাবেন অফার।
জানা গেছে, ল্যাপটপ, ইয়ারবাডস, স্মার্টওয়াচ, ইলেকট্রিক্যাল হোম অ্যাপ্লায়েন্সেস ও অন্য সব গেজেটে পাওয়া যাবে বিরাট ছাড়। শুধু এখানেই শেষ নয়। নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড থাকলে পাবেন অতিরিক্ত ছাড়। তাহলে আর দেরি কেন? পছন্দের ফোন বা গ্যাজেট এখনই বেছে রাখুন। সেল শুরু হলেই সেরে ফেলবেন বুকিং।
আপনাদের জন্য আরো
1.Amazon-এর গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালে স্মার্টফোনে অবিশ্বাস্য ছাড় ! একদম জলের দরে ফলের রস
2.Google-এ কি সার্চ করছেন ? এইসব জিনিস নয় তো ? খুব সাবধান ! হতে পারে জেল
3.BSNL কারোর থেকে কম নয়, ১৮৪ টাকার দুর্দান্ত অফারে এত কিছু ! গ্রাহকরা ছুটছেন, আপনার কি লাভ হবে ?
4.ওয়াইফাই ও হটস্পট ফোনে আছে দু’টোই, বলুন তো এদের মধ্যে পার্থক্য কি ? ৯৯% ভুল উত্তর দিয়েছেন