বর্তমান সময়ে ছোট-বড় সকলেই স্মার্টফোনে অভ্যস্ত। শপিং হোক কিংবা বিল পেমেন্ট, স্মার্টফোনে এক ক্লিকে সব ধরণের কাজ মিটিয়ে নিতে পছন্দ করেন সকলেই। তাই সকলের কথা মাথায় রেখে এবার ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট নিয়ে আসলো আকর্ষণীয় ফিচার। এবার থেকে কেনাকাটার মাঝেই মিটিয়ে ফেলতে পারবেন যাবতীয় বিল।
ব্যাপারটি আসলে ঠিক কি ? জানা গেছে, এবার বেচাকেনার সীমার বাইরে বেরোনোর সিদ্ধান্ত নিয়েছে এই ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট। বিলডেস্কের সাথে হাত মিলিয়ে এবার পেমেন্ট অপশন আনছে এই ই-কমার্স সংস্থা। এবার থেকে পছন্দের জিনিস কেনা থেকে শুরু করে, যাবতীয় বিল পেমেন্ট করতে পারবেন এই অ্যাপের মাধ্যমেই। যেমন- ল্যান্ডলাইন ব্রডব্যান্ড, DTH রিচার্জ, পোস্টপেইডের বিলও পেমেন্ট করতে পারবেন আপনি। শুধু তাই নয়, এই ই-কমার্স ফ্লিপকার্টের মাধ্যমে আপনি ফাস্টট্যাগ রিচার্জও করতে পারবেন।
ফ্লিপকার্টের তরফ থেকে গৌরব অরোরা জানান যে, দিন দিন ডিজিটাল পেমেন্ট বেড়েই চলেছে। অনলাইনে কেনাকাটার পাশাপাশি ডিজিটাল পেমেন্টের চাহিদাও বাড়ছে। সেই কারণের জন্যই ফ্লিপকার্টের এই সিদ্ধান্ত। বিলডেস্কের তরফে অজয় কৌশল বলেন, “ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এনেছে UPI সার্ভিস। যা পেমেন্টের ক্ষেত্রে একেবারে সুরক্ষিত। এর মাধ্যমে গ্রাহকেরা সুপার কয়েন ও ক্যাশব্যাক পাবেন”। ফ্লিপকার্ট সংস্থা মনে করছেন, নতুন এই ফিচারটি ব্যবহারকারীদের কাছে খুবই আকর্ষণীয় হবে বলে।
আপনাদের জন্য আরো
1.আধার-সিম সংযোগের ‘ফাঁদ’ ! প্রতারকদের ফাঁদে পড়ে ৮০ লক্ষ্য টাকা খোয়ালেন মহিলা
2.ইনস্টাগ্রাম-এ ব্লক করেছে প্রিয়জন ? বুঝবেন কিভাবে ? সহজ ৫ টি টিপসেই সবটা বুঝে যাবেন
3.Whatsapp-এ ছবি পাঠালে এবার এডিট করে দেবে AI ! ব্যাপারটা কি ?
4.Whatsapp-এ ছবি পাঠালে এবার এডিট করে দেবে AI ! ব্যাপারটা কি ?