Fitshot Aster লঞ্চ করে দিয়েছি একটি নতুন স্মার্ট ওয়াচ নতুন স্মার্ট ফোন কেনার আগে অবশ্যই ফিচারগুলো একবার দেখে নিন

Fitshot স্মার্ট ওয়াচ নির্মাতা ভারতীয় বাজারে Fitshot Aster নামে একটি স্মার্ট ওয়াচ লঞ্চ করে
দিয়েছে। এই স্মার্টওয়াচটি কম্প্যাক্ট এবং স্টাইলিশ ডিজাইনে করা হয়েছে। এই স্মার্ট ওয়াচ টি হেলথ
মনিটর, ফিটনেস ট্র্যাকিং এবং ব্লুটুথ কলিং সহ একাধিক ফিচার প্রদান করে থাকে। আপনি যদি নতুন
কোন স্মার্ট ওয়াচ কিনতে চান অবশ্যই এই নতুন স্মার্ট ওয়াচ টির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে
বিস্তারিত জেনে নিন।

Fitshot Aster স্মার্টওয়াচটির ফিচার এবং স্পেসিফিকেশন


স্মার্টওয়াচের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ডিসপ্লে। এই স্মার্টওয়াচটিতে একটি 1.43 ইঞ্চি
গোলাকার AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ডিসপ্লের ব্রাইটনেস
কারণ আপনি যখন বাইরে সানলাইটে স্মার্টওয়াচটি ব্যবহার করবেন সেক্ষেত্রে স্মার্টওয়াচটির ডিসপ্লে
ব্রাইটনেস যদি ভালো না হয় সে ক্ষেত্রে আপনি স্পষ্ট ভাবে কিছুই দেখতে পারবেন না সেই জন্যই স্মার্ট
ওয়াচ টির পিক ব্রাইটনেস কত সেটা অবশ্যই দেখে নেয়া উচিত। Fitshot এর এই স্মার্টওয়াচটিতে
সর্বোচ্চ 1000 নিটস ব্রাইটনেস রয়েছে। এটির ডিসপ্লে রেজুলেশন 466×466 পিক্সেল এবং রিফ্রেশ রেট
60Hz । স্মার্টওয়াচের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ওয়াচটির ব্যাটারি লাইফ ।

Aster এর স্মার্ট ওয়াচ টি তে ব্যবহার করা হয়েছে 280mAh এর একটি ব্যাটারি যেটি একবার চার্জ করলেই সাত দিন পর্যন্ত ব্যাকআপ দেবে। এছাড়াও থাকছে ব্লুটুথ কলিং এর সুবিধা । কলিং এর সুবিধার জন্য স্মার্ট ওয়াচ টি তে
থাকছে ইনবিল্ড মাইক্রোফোন এবং স্পিকার। স্মার্ট ওয়াচ ব্যবহারকারী তাদের স্মার্টফোনটি পকেট
থেকে বের না করেই কল রিসিভ করতে পারবে এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট এর মাধ্যমে একাধিক কাজ করতে
পারবে ।


Fitbit Aster স্মার্টওয়াচটিতে 100 টিরও বেশি ডিজাইন পেয়ে যাবেন। এছাড়া থাকছে একাধিক স্পোর্টস
মোড । যেখানে সাঁতার থেকে শুরু করে দৌড়ানো পর্যন্ত সমস্ত অ্যাক্টিভিটি খুব সহজেই ট্র্যাক করতে
পারবেন। এছাড়াও থাকছে একটি স্মার্ট হেড অ্যাসিস্ট্যান্ট ফিচার যার সাহায্যে আপনি হার্ট রেট, ব্লাড
প্রেসার, SpO2 এবং ঘুমের টাইম ট্রাক করতে পারবেন।


স্মার্ট ওয়াচটিটে IP68 ওয়াটারপ্রুফ রেটিং রয়েছে যার জন্য আপনি সাঁতার কাটার সময় ও স্মার্টওয়াচটি
ব্যবহার করতে পারবেন। স্মার্ট আপনি 30 মিনিট পর্যন্ত জলে ডুবিয়ে রাখতে পারবেন। এছাড়াও একটি
SOS ফিচার রয়েছে যেটি সাহায্যে আপনি ইমার্জেন্সি অবস্থায় আগে থেকে সেট করা কন্টাক গুলির কাছে
দ্রুত বার্তা পৌঁছে যাবে। এছাড়াও স্মার্ট ওয়াচটির নিরাপত্তার জন্য একটি পাসওয়ার্ড দেয়ারও সুবিধা
স্মার্টওয়াচটিতে দেয়া হয়েছে ।

Fitshot Aster এর দাম 

১২ ই ফেব্রুয়ারি থেকে এই স্মার্ট ওয়াচ টি বিক্রি শুরু হবে এবং তার দাম থাকবে 2,499 টাকা। প্রথম বিক্রির পর পরবর্তীকালে স্মার্টওয়াচটি 3,999 টাকায় পাওয়া যাবে। স্মার্ট ওয়াচটি পাঁচটি কালার অপশনে পাওয়া যাবে। এই স্মার্ট ওয়াচ টি Fitshot এবং ফ্লিপকার্ট এর ওয়েবসাইটে পাওয়া যাবে।

আপনার জন্য আরো

1.OLa Electric বাইক লঞ্চ করতে চলেছে যা একবার ফুলচার্জ দিলে চলবে 174km, যার দাম শুরু হচ্ছে মাত্র 85 হাজার টাকা থেকে

2.50MP ট্রিপল ক্যামেরা, 16GB RAM, 256GB স্টোরেজ সহ OnePlus 11 5G স্মার্টফোনটি ভারতে লঞ্চ হতে চলেছে

3.Samsung লঞ্চ করতে চলেছে তাদের নতুন OLED 77 ইঞ্চি স্মার্ট টিভি জেনে নিন বিস্তারিত

4.200MP ক্যামেরা এবং 12GB পর্যন্ত RAM এর সাথে সদ্য লঞ্চ হলো Samsung Galaxy S23 সিরিজ

Leave a Comment