iqoo অফিশিয়ালি এনাউন্স করেছে যে এই মাসের মধ্যেই তাদের নতুন Neo 7 স্মার্টফোনটি লঞ্চ হতে চলেছে। এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে Media Tech Dimensity 9000+ প্রসেসর। সম্প্রীতি একটি ট্রেলার দেখা গেছে যে এই স্মার্টফোনটি অরেঞ্জ কালারের বাজারে আসতে চলেছে।
আসুন এবার দেখে নেওয়া যাক এই স্মার্টফোনটির দারুন দারুন ফিচার এবং স্পেসিফিকেশন গুলি –
এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000mAh পাওয়ারফুল ব্যাটারি এবং 120w এর সুপারফাস্ট চার্জার। এছাড়াও থাকছে 80w এর ওয়্যারলেস চার্জিং এর সুবিধা যা তাদের পূর্ববর্তী স্মার্টফোন iQOO Neo 6 তেও দেয়া হয়েছিল। এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হবে 6.78 inch full hd+ 120HZ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে । একই সঙ্গে থাকছে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, NFC এবং IR Blaster এর সুবিধা ।
এই স্মার্টফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। যেখানে SONY IMX766V সেন্সরটি ব্যবহার করা হয়েছে মেইন 50MPক্যামেরাটিতে । এছাড়াও 13MP আলট্রা ওয়াইড লেন্স এবং 12 মেগাপিক্সেলের পোর্ট্রেট টেলিফটো লেন্স দেখতে পাওয়া যাবে।
এই স্মার্ট ফোন ২০ অক্টোবর চায়নাতে লঞ্চ হতে চলেছে। তবে ভারতে কবে লঞ্চ হবে তার ডেট এখনো প্রকাশ করেনি। এই স্মার্টফোনটির প্রাইস 30000 হাজার টাকা হতে পারে বলেও অনুমান করা হচ্ছে। কারণ এই পূর্ববর্তী যে স্মার্টফোনটি ছিল iQOO Neo 6 যেটি 29,999 হাজার টাকায় ভারতবর্ষের লঞ্চ করা হয়েছিল।
আপনার জন্য আরো
1.ভারতে লঞ্চ হল Asus ROG Phone 6D এবং ROG Phone 6D Ultimate
2.ভারতে লঞ্চ হল Motorola Edge 30 Ultra
3.ভারতে আসতে চলেছে Motorola Edge 30 Fusion
4.হুয়াওয়ে কোম্পানি Huawei P60:64MP ক্যামেরা বিশিষ্ট নতুন ফ্ল্যাগশিপের ফোন লঞ্চ করতে চলেছে