বর্তমান সময়ে বা যত সময় যাচ্ছে দিন দিন ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের ওপর ততই নির্ভরশীল হয়ে পড়ছে। আর এটিকেই কাজে লাগিয়েই হ্যাকাররা নতুন নতুন ফাঁদ পাতছে। এবার বিশেষজ্ঞরা সতর্ক করলেন ব্যবহারকারীদের। বিশেষজ্ঞরা জানিয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপকে কাজে লাগিয়ে হ্যাকাররা মানুষকে টোপ দিয়ে সর্বস্বান্ত করার চেষ্টা করছে।
জানা গেছে, হোয়াটসঅ্যাপে দুশো কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে। ফলে তা যে হ্যাকারদের প্রিয় মৃগয়াভূমি হয়ে উঠবে তা স্বাভাবিক। ব্রিটিশ ন্যাশনাল সাইবারক্রাইম সেন্টারের তরফে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, এবছর ইতিমধ্যেই ৬৩০টিরও বেশি প্রতারণার ঘটনা সামনে এসেছে যেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিকেই নিশানা করা হয়েছে। প্রতারকরা সেখানে ‘বৈধ’ সদস্য হওয়ার ভান করে ব্যবহারকারীদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে।
বিশেষজ্ঞরা সকলকে সতর্ক করে জানাচ্ছেন, যেকোনও ধরণের সন্দেহজনক মেসেজ থেকে দূরে থাকতে। কেউ যদি ভুলভাল কোনও উপদেশ দিতে চায় তাহলেও সাবধান হন। হতেই পারে সেটা একটা ফাঁদ। এই ধরণের বিষয়গুলো দ্রুত কর্তৃপক্ষকে জানাতে হবে, যাতে তথ্য চুরি আটকানো যায়।
জানেন কি, হ্যাকাররা কি ধরণের ফাঁদ পাতে ? সাধারণত, দেখা যায় গ্রুপের কোনও একটি সদস্য হোয়াটসঅ্যাপ অডিও কল পেলেন। সেই অডিও কলে তাঁকে বলা হয়, ফোনের ওপারের ব্যক্তিও ওই গ্রুপের একজন সদস্য। এরপর তাঁর কাছে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসে, সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি পাঠিয়ে তাঁকে ভিডিও কলে যোগ দিতে বলা হয়।
আসলে ওই ওয়ান টাইম পাসওয়ার্ডটি রিসিভ করলেই ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ চলে যাবে হ্যাকারদের কাছে। আর তার পরই একটি টু-স্টেপ ভ্যারিফিকেশনের সাহায্যে সেই অ্যাকাউন্টকে পাকাপাকি ভাবে হাতিয়ে নেওয়া হয়ে থাকে। সেই ব্যবহারকারী হাজার চেষ্টা করলেও আর সেই অ্যাকাউন্ট ফেরত পাবেন না। এবার হ্যাকাররা গ্রুপের সদস্য বা ওই ব্যবহারকারীর কনট্যাক্টসে থাকা অন্যদের থেকেও ‘বিপদে পড়ার’ ভান করে টাকা হাতানোর ছক কষে। এই পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ সতর্ক থাকার বার্তাই দিচ্ছেন। সন্দেহজনক কোনও মেসেজ রিসিভ না করার পরামর্শ দিচ্ছেন।
আপনাদের জন্য আরো
1.WhatsApp-এর মেটা এআই হয়ে উঠেছে জনপ্রিয় ! এবার আরও চমক দিতে চলেছে WhatsApp
2.WhatsApp স্টেটাসেও আসছে এবার রি-শেয়ার অপশন ! ব্যাপারটা আসলে কি ?
3.WhatsApp বন্ধ করতে চলেছে ভারতে পরিষেবা ! কি জানাল সংস্থা ?
4.হোয়াটসঅ্যাপ-এ ইন্টারনেট ছাড়াই পাঠানো যাবে ফাইল ! আসছে নতুন ফিচার