শুরু হতে চলেছে আমাজনের গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালটি শুরু হবে ৬ আগস্ট ও শেষ হবে ১১ আগস্ট। টিভি, ট্যাবলেট, ল্যাপটপ, ক্যামেরা-সহ নানা ইলেকট্রনিক জিনিসপত্রে পাওয়া যাবে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়। স্বাভাবিক ভাবেই ইউজাররা খুবই উৎসাহিত।
নতুন ফোন কিনবেন ভাবছেন ? নতুন ফোন কেনার ইচ্ছা থাকলে এই ফেস্টিভ্যালে আপনার জন্য থাকছে দুর্দান্ত অফার। ওয়ানপ্লাসের জনকপ্রিয় স্মার্টফোন গুলি যেমন- নর্ড ৪, নর্ড সিই ৪ লাইট, নর্ড সিই ৪-এর মতো ফোন গুলিতে থাকছে এই ফেস্টিভ্যালে বিশেষ ছাড়। এছাড়াও থাকছে iQOO-র জেড ৯ লাইট ৫ জি, ১২ ৫ জি, নিও ৯ প্রো ইত্যাদি ফোন গুলিতেও থাকছে দারুন অফার। আবার রেডমি ১২ ৫ জি, রেডমি নোট ১৩ প্রো কিংবা গ্যালাক্সি এ ৩৫, স্যামসাং গ্যালাক্সি এম ১৫ ও আরও অনেক স্মার্টফোন পাওয়া যাবে অনেক কম দামে। মোটামুটি ১০ হাজার টাকা কুপন ডিসকাউন্ট থেকে এক্সচেঞ্জ অফারে ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। এইসব ছাড় গুলি যদি পেতে চান তাহলে ওয়েবসাইটে একটু খেয়াল রাখতে হবে।
জানা গেছে, সাধারণ ভাবে মোবাইল ফোন ও অয়াক্সেসরিতে থাকবে ৪০% ছাড়। আবার যদি কেউ SBI ব্যাঙ্কের কার্ড দিয়ে কেনাকাটা করে তাহলে ১০% অতিরিক্ত ছাড় পাবে। তবে শুধু ছাড়ই নয়, দ্রুত ডেলিভারি, সহজে রিটার্নের মতো নানা ধরণের সুবিধাও পাবেন ক্রেতারা।
প্রসঙ্গত, আমাজনের পাশাপাশি ফ্লিপকার্ট, ক্রোমা ও বিজয় সেলসও স্বাধীনতা দিবস উপলক্ষে ছাড় দেয়। এই সংস্থাগুলি যদিও এখনও কোনও রকম ছাড়ের ঘোষণা করেনি, তবে আগ্রহী ক্রেতারা জানেন যে যেকোনো সময়ে ঘোষণা হতে পারে। ফলে সেই সব প্ল্যাটফর্মেও থাকতে পারে অফার। এর পরও যদি আমাজনের অফারে আপনি সন্তুষ্ট না হতে পারেন , তাহলে আপনি অন্য অফারের জন্য অপেক্ষা করতেই পারেন।
আপনাদের জন্য আরো
1.২০ হাজার টাকার মোবাইল-এর দাম এবার কত হল ? বাজেটের পর খরচ কমে গেল অনেকটা !
2.Phone-এর ব্যাটারি গরমে ফেটে যেতে পারে, বিপদ এড়াতে ৫টি বিষয়ে সাবধান থাকুন
3.Mobile রিচার্জের খরচ বৃদ্ধিতে দুঃশ্চিন্তায় গ্রাহকরা, হস্তক্ষেপ করবে কেন্দ্র ? কি বললো TRAI
4.BSNL এখন ‘সস্তা’ ! Jio, Vodafone, Airtel বাড়িয়েছে প্ল্যান খরচ, গ্রাহকরা আগ্রহী বিএসএনএলে