BSNL-এর চুক্তি টাটার সঙ্গে ! 4G আরও সস্তায় ?

গত ৩রা জুলাই থেকে রিচার্জের খরচ বেড়েছে Jio, Airtel, Vodafone গ্রাহকদের। খবর সূত্রে জানা যাচ্ছে, প্রি-পেইড ও পোস্ট পেইড সমস্ত প্ল্যানেরই দাম বাড়ার কারণে অনেকেই পোর্ট করিয়ে নিচ্ছে BSNL-এ। তার মধ্যেই আবার নতুন গুঞ্জন শোনা যাচ্ছে। টাটা কনসালট্যান্সি সার্ভিস তথা টিসিএসের সঙ্গে নাকি ১৫ হাজার কোটি টাকার চুক্তি হয়েছে BSNL-এর। টাটা ও BSNL এই দুই সংস্থা মিলে এক হাজার গ্রামে ৪জি ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করবে। এমনই গুঞ্জন ঘিরে চর্চা নিস্তার।

তবে বর্তমানে টেলিকম জগতে রাজত্ব মূলত Jio ও Airtel -এরই। একটা কথা বলে রাখা বাহুল্য যে, BSNL-এর শক্তিবৃদ্ধি হলে অন্যান্য টেলিকম সংস্থাগুলি সমস্যায় পড়বে। ইতিমধ্যে টাটা দেশের চারটি অঞ্চলে ডেটা সেন্টার তৈরি করছে। এর সাহায্যে ভারতের ৪জি পরিকাঠামো আরও শক্তিশালী হয়ে উঠবে। এছাড়াও BSNL দেশে ৯ হাজারের বেশি ৪জি নেটওয়ার্ক ইনস্টল করেছে। টাটা ও BSNL চেষ্টা করছে এটিকে ১ লক্ষ পর্যন্ত বাড়াতে।

এদিকে Jio, Airtel, Vodafone সমস্ত প্ল্যানের দাম বাড়ালেও, BSNL কিন্তু এখনো পর্যন্ত প্ল্যানের দাম বাড়াইনি। BSNL এখনও অবধি তার পুরোনো রিচার্জ প্ল্যান গুলোই চালু রেখেছে। তাই অন্যান্য টেলিকম সংস্থা গুলির তুলনায় BSNL-এর প্ল্যান এখন অনেক সস্তা। দিন দিন তাদের চাহিদা বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে সত্যিই যদি BSNL টাটাদের সঙ্গে হাত মিলাই তাহলে প্রচুর চাপে পড়বে বাকি সংস্থারা, তাতে একদম নিশ্চিত BSNL ও টাটা।

BSNL-এর প্ল্যানের মধ্যে নতুন ব্যবহারকারীদের জন্য রয়েছে একটি ‘ফাস্ট রিচার্জ কুপন’ ১০৮ টাকার। এই প্ল্যানটি রয়েছে ২৮ দিনের জন্য। আর সাথে আছে আনলিমিটেড কলের সুবিধা ও প্রতিদিন ১ জিবি ৪ জি ডেটা। আবার অনেক ব্যক্তিই রয়েছে যাঁরা একবছরের রিচার্জ একসঙ্গে করে নিতে চান, তাঁদের জন্য রয়েছে ১৯৯৯ টাকার প্ল্যান। এই প্ল্যানে পেয়ে যাবে ৩৬৫ দিনের ভ্যালিডিটি ও ৬০০ জিবি ৪ জি ডেটা, যা পুরোপুরি আনলিমিটেড ডেটা। এছাড়াও বার্ষিক এই প্ল্যান একাধিক থার্ড পার্টি সার্ভিসের সাবস্ক্রিপশনের সুযোগও করে দেয়। এই প্ল্যান গুলি ছাড়াও আছে ৩৫, ৭০ কিংবা ১৫০ দিনের প্ল্যানও।

আপনাদের জন্য আরো

1.WhatsApp-এ খুব তাড়াতাড়ি হতে চলেছে বড় বদল ! ভেরিফায়েড ব্যাজ নিয়ে বিরাট খবর, কারা কারা পাবেন এই সুবিধা

2.রিচার্জ-এর খরচে মাথায় হাত ! বাজারে ২৪৯ টাকার ‘এই’ প্ল্যান এনেছে স্বস্তি

3.Flipkart হাজির হয়েছে নতুন ফিচার নিয়ে ! কেনাকাটার মাঝেই এবার বিল পেমেন্টের সুযোগ

4.আধার-সিম সংযোগের ‘ফাঁদ’ ! প্রতারকদের ফাঁদে পড়ে ৮০ লক্ষ্য টাকা খোয়ালেন মহিলা

Leave a Comment