কয়েক বছরের মধ্যেই স্মার্ট ওয়াচের বাজার দ্রুত বৃদ্ধি পেয়েছে। মার্কেটের চাহিদার কথা মাথায় রেখেই Boult কোম্পানি তাদের নতুন স্মার্ট ওয়াচ লঞ্চ করেছে যার নাম Striker Plus । এই স্মার্ট ওয়াচটিতে HD 1.39 ইঞ্চির একটি গোলাকার ডিসপ্লে দেয়া হয়েছে। এছাড়াও রয়েছে হার্ট রেট সেন্সর, ব্লুটুথ কলিং,SpO2 সেন্সর এবং স্লিপ মনিটরের মতো স্মার্ট ফিচার দেয়া হয়েছে।
কানেক্টিভিটির জন্য এই স্মার্ট ওয়াচটিতে 5.1 ব্লুটুথ এবং একটি মাইক্রোফোন ও স্পিকার দেয়া হয়েছে। এই স্মার্টফোনটি ফ্রেম জিংক এর তৈরি। এই স্মার্ট ওয়াচটির দাম 1299 টাকা। এই ঘড়িটি আপনি Boult এর ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। ঘড়িটি চারটি কালার অপশনে এভেলেবেল রয়েছে Blue,Black,Emerald এবং White। ঘড়িটিতে একটি গোলাকার ডিসপ্লে এবং একটি ক্রাউন সুইচ দেয়া হয়েছে। ঘড়িটির ডিসপ্লে ব্রাইটনেস 350 নিটস্ । এই স্মার্ট ওয়াচ টি রানিং, ক্রিকেট, সাইকেলিং এবং সুইমিং এর মত 120 টির থেকে বেশি স্পোর্ট মোড ট্র্যাকিং সাপোর্ট করে। ঘড়িটিতে AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট এর সাপোর্ট দেয়া হয়েছে।
এই বছরের প্রথম তিন মাসের মধ্যেই দেশে 2.5 কোটির বেশি ওয়ারেবল ডিভাইস এর শিপমেন্ট হয়েছিল। যা আগের বছরের তুলনায় 80.9 শতাংশ বেশি । এই সেগমেন্টে স্মার্ট ওয়াচ সবথেকে দ্রুত জনপ্রিয়তা লাভ করেছে। এতে মোটামুটি 1.04 কোটি ইউনিটের শিপমেন্ট হয়েছিল। প্রতি বছরে যার গ্রোথ 178 শতাংশেরও বেশি। ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশন (IDC) বলেছিল সাপ্লাইয়ের বৃদ্ধি কম ইনভেন্টরি এবং নতুন লঞ্চ থেকে এই ক্যাটাগরির গ্রোথে বৃদ্ধি পেয়েছিল। এছাড়াও এই সেগমেন্টের একাধিক ফার্ম যুক্ত হওয়ায় প্রোডাক্টের অ্যাভারেজ সেলিং প্রাইস ও অনেকাংশে কম হয়েছে।
স্মার্টফোনের ক্যাটাগরির সম্পর্কে IDC রিসার্চ ম্যানেজার Upasana Joshi বলেছিলেন মেটাল কেসিং, গোলাকার ডাইল, রং এবং ফিনিশিং আরো ভালো হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রকার স্মার্ট ওয়াচ মার্কেটে আসছে। সেই সমস্ত স্মার্ট ওয়াচ গুলিতে ডিজিটাল পেমেন্ট অপশন, LTE মত অ্যাডভান্স ফিচার দেয়া হচ্ছে। এর জন্য নতুন স্মার্ট ওয়াচ কেনার সঙ্গে সঙ্গে দ্বিতীয় বার স্মার্ট ওয়াচ কেনার সংখ্যা বেড়েছে। এই বছর স্মার্টওয়াচ মার্কেটে পাঁচ কোটির বেশি ইউনিট বিক্রির সম্ভাবনা রয়েছে। আগের বছর যার পরিমাণ ছিল 3.07 কোটি।
আপনার জন্য আরো
1.আগামী সপ্তাহে লঞ্চ হতে চলেছে Infinix Hot 30 5G , থাকছে 6,000mAh এর ব্যাটারি, জানুন বিস্তারিত
2.Realme Pad 2 -তে থাকতে পারে 8360mAh এর ব্যাটারি, লিক হলো ডিজাইন এবং স্পেসিফিকেশন্স
3.Jio Bharat V2 : Jio লঞ্চ করল নতুন 4G ফোন দাম মাত্র 999 টাকা জানুন বিস্তারি
4.WhatsApp এ পাঠানো যাবে হাই কোয়ালিটি Video খুব শীঘ্রই আসতে চলেছে নতুন ফিচার