চীনা কোম্পানি BOE বিশ্বের প্রথম 16k রেজুলেশন যুক্ত 110 ইঞ্চি স্মার্ট টিভি আনতে চলেছে। বলা হচ্ছে যে এই টিভিটি প্রজেক্টরের জায়গা নেবে। যদিও এই টিভিটির প্রোটোটাইপ লস অ্যাঞ্জেলিসে SID Display Week 2023 প্রস্তুত করা হয়েছিল। 4k,8k টিভি গুলির তুলনায় BOE 16K টিভিতে অনেক গুণ বেশি ভালো পিকচার কোয়ালিটি পাওয়া যাবে। একটি 4K টিভির তুলনায় এই টিভিটিতে 4 গুণ বেশি পিক্সেল দেওয়া হয়েছে। আসুন এই স্মার্ট 16K টিভি সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।
BOE 110 inch 16k TV স্পেসিফিকেশন
এই স্মার্ট টিভিটিতে LCD প্যানেল ব্যবহার করা হয়েছে, OLED বা QLED জাতীয় কোন প্যানেল ব্যবহার করা হয়নি। আজকালকার প্রচলিত টিভি গুলিতে 120Hz রিফ্রেসরেট যুক্ত ডিসপ্লে দেয়া হচ্ছে কিন্তু এই টিভিতে 60Hz রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে দেয়া হয়েছে। ডিসপ্লের ব্রাইটনেস ও অন্যান্য টিভি তুলনায় কম। আজকালকার টিভিতে যেখানে 1400 নিটস পর্যন্ত ব্রাইটনেস দেয়া হয় সেখানেই এই স্মার্ট টিভিতে 400 নিটস এর ব্রাইটনেস দেয়া হয়েছে যা খুবই কম। তবে এটা মাথায় রাখা অত্যন্ত জরুরি যে এই টিভিটা একটি প্রোটোটাইপ । এই স্মার্ট টিভিতে যখন মার্কেটে লঞ্চ হবে তখন কি সেম স্পেসিফিকেশন থাকবে নাকি চেঞ্জ হবে সেই সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
টিভিতে 16 ডিসপ্লে দেয়া হয়েছে। যার জন্য ডিভাইসটিকে একটু জটিল বলে মনে হয়। কোম্পানি থেকে এই টিভিটিকে কমার্শিয়াল প্রোডাক্টে নিয়ে আসতে চাই তাহলে এখনো অনেক সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু ১১০ ইঞ্চির সাইজের 16k রেজুলেশনের টিভি মার্কেটে এনে স্মার্ট টিভির বাজারে একটি নতুন দরওয়াজা খুলে দিয়েছে। এখন এটাই দেখার যে এই ধরনের টিভি কখন মার্কেটে উপলব্ধ হবে।
BOE 110 ইঞ্চি টিভির দাম
৩০ বছর বর্ষপূর্তি উপলক্ষে BOE এই স্মার্ট টিভিটি প্রকাশ্যে নিয়ে এসেছে। এটি একটি প্রোটোটাইপ হওয়ার জন্য এর কোন নির্দিষ্ট দাম এখনো পর্যন্ত জানা যায়নি। এটি একটি হোম থিয়েটার প্রজেক্টর এর সাইজের। কিন্তু এখন পর্যন্ত হোম থিয়েটার প্রজেক্টারে 16k রেজুলেশন দেখা যায়নি। এই টিভিটি মার্কেটে কবে লঞ্চ হবে শেষ বিষয়ে কোন রকম নিশ্চয়তা এখনো পাওয়া যায়নি।
আপনার জন্য আরো
1.15 হাজার টাকার কমে পাওয়া যাচ্ছে ৩২ ইঞ্চি OnePlus Smart TV, জানুন পুরো অফার
2.Samsung লঞ্চ করল 55 ইঞ্চি,65 ইঞ্চি এবং 77 ইঞ্চি স্মার্ট OLED TV, জানুন বিস্তারিত
3.ভারতে লঞ্চ হবে 108 মেগাপিক্সেল ক্যামেরা এবং JBL স্পিকার সহ Infinix Note 30 5G, জানুন বিস্তারিত
4.iQoo এই মাসে ভারতে লঞ্চ করতে পারে Neo 7 Pro 5G, লিক হলো স্পেসিফিকেশন্স এবং প্রাইস