ইনস্টাগ্রাম-এ ব্লক করেছে প্রিয়জন ? বুঝবেন কিভাবে ? সহজ ৫ টি টিপসেই সবটা বুঝে যাবেন


ইনস্টাগ্রাম ব্যবহারকারীর মধ্যে অনেকেই জানতে চান যে তাদেরকে ইনস্টাগ্রাম থেকে ব্লক করেছে কিনা। অনেক সময় পরিচিতদের মেসেজ বা কনট্যাক্টে কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায় বা তাদের প্রোফাইল এবং পোস্টগুলি আমরা আর দেখতে পায় না। ঠিক তখনই আমাদের মনে প্রশ্ন আসে যে, তারা আমাদের ব্লক করে দেয়নি তো ? আপনি যদি নিশ্চিত হতে চান তাহলে এই ৫ টি বিষয় দেখতে হবে। সহজ কথায় ইনস্টাগ্রামে ব্লক হওয়ার অর্থ হল ওই ব্যক্তি তাদের প্রোফাইলে ব্যবহারকারীর অ্যাক্সেস সীমাবদ্ধ করেছে।

কেউ আমাদের ইনস্টাগ্রামে ব্লক করেছে কিনা তা জানার জন্য কিছু বিষয় লক্ষ্য করে দেখতে হবে। সাধারণত, যখন কাউকে ব্লক করা হয় ঠিক তখনই লক্ষ্য করে দেখলে দেখা যাবে, ওই ব্যক্তির প্রোফাইলটি সার্চ করেও দেখা যাবে না। কিন্তু তাও যদি সেই ব্যক্তির প্রোফাইল দেখার চেষ্টা করা হয়, তাহলে ইনস্টাগ্রামে একটি মেসেজ দেখা যাবে নির্দেশ করবে যে প্রোফাইলটি উপলব্ধ নয়। আবার এমনও হতে পারে যে, ব্যবহারকারী তাদের ফিডে আপডেট বা পোস্টে কোনও কমেন্টসও দেখতে পাবে না।

প্রোফাইল অনুসন্ধান: এটি পরীক্ষা করে দেখার সবচেয়ে সহজ উপায় হল প্রফাইলটি সার্চ করে দেখা। সার্চ করে যদি খুঁজে পাওয়া না যায় তাহলে বুঝতে হবে ব্যবহারকারীকে ব্লক করে দেওয়া হয়েছে।

অন্য অ্যাকাউন্ট থেকে চেক করা: আবার কখনো কখনো আমরা এমনও করে থাকি যে, নিশ্চিত হওয়ার জন্য অন্য অ্যাকাউন্ট থেকে সার্চ দেখি ব্লক করেছে কিনা।

ডিএম চেক করা: যদি কোনও ব্যবহারকারীর মনে হয় তাকে ব্লক করেছে তাহলে ডিএম -এ গিয়ে সেই ব্যক্তিটির চ্যাট খুঁজতে পারবে। তারপর এটি খোলার পরে, তাদের প্রোফাইল ছবিতে ক্লিক করে প্রোফাইলে যেতে পারবে। এই প্রোফাইলে গিয়ে যদি প্রোফাইল দেখা না যায় তাহলে বুঝতে হবে তাঁকে ব্লক করা হয়েছে।

ব্লককারীদের অ্যাকাউন্টে ট্যাগ করা: যখন কোনও ব্যবহারকারীকে ব্লক করা হবে, তখন তাঁদের কোনও পোস্ট বা মেসেজ ট্যাগ করা যাবে না। ব্যবহারকারীকে ব্লক করা হয়েছে তা নিশ্চিত করতে, একটি মেসেজে ওই ব্যক্তিটিকে ট্যাগ করার চেষ্টা করা যেতে পারে।

প্রোফাইলের জন্য ওয়েব সার্চ করা: প্রতিটি ইনস্টাগ্রাম ব্যবহারকারী তাঁদের ব্যবহারকারীর নাম-সহ একটি পৃথক প্রোফাইল লিঙ্কের অধিকারী। কারোর প্রোফাইল পেজ আমরা খুব সহজেই অ্যাক্সেস করতে পারি। এর জন্য ব্যবহারকারীর ব্রাউজারের অ্যাড্রেস বাড়ে instagram.com/username লিখে তাঁদের অ্যাকাউন্টে যেতে হবে। যদি ব্যবহারকারী “sorry, this page isn’t available” এই মেসেজ পান তাহলে বুঝে নিতে হবে তাঁকে ব্লক করা হয়েছে।

আপনাদের জন্য আরো

1.Instagram Password ভুলে গেলেও সহজেই ফিরে পাবেন ! জেনে নিন কিছু টিপস

2.Instagram এ একাধিক ফটো কিভাবে একসঙ্গে একটি লেআউটের মধ্যে পোস্ট করবেন ?

3.Whatsapp-এ ছবি পাঠালে এবার এডিট করে দেবে AI ! ব্যাপারটা কি ?

4.চুরি হয়ে গেল বিশ্বের ৯৯৫ কোটি পাসওয়ার্ড ! খুব বড় সুখবর দিল হ্যাকাররা

Leave a Comment