প্রতিদিনই চোখের পলক পড়তে না পড়তেই মুদিখানার দ্রব্য ও অন্যান্য অত্যাবশকীয় সামগ্রী জোগান দেওয়ায় Blinkit-এর জুড়ি মেলা ভার। এবার এই কুইক কমার্স প্ল্যাটফর্মটি নতুন কিছু নিয়ে আসতে চলেছে। এই কুইক কমার্স প্ল্যাটফর্ম জানিয়েছে, মাত্র ১০ মিনিটেই পোশাক ও জুতো রিটার্ন অ্যান্ড এক্সচেঞ্জ পরিষেবা শুরু করবে। মনে করা হচ্ছে এর ফলে Myntra, Ajio-র মতো অনলাইন শপারদের বড়সড় চাপে ফেলতে চলছে Blinkit।
সংস্থার সিইও আলবিন্দার ধিন্দসা সোশাল মিডিয়ায় একটি পোস্টে একথা জানিয়েছেন। তাঁকে লিখতে দেখা গিয়েছে, ‘Blinkit -এ নিয়ে আসা হল ইজি রিটার্নের পরিষেবা। এই কুইক কমার্স প্ল্যাটফর্ম থেকে কোনও কিছু কিনলে সাইজে সমস্যা হলে অথবা ফিট না হলে ফেরত বা বদল করা যাবে। এর ফলে, পোশাক ও জুতোর ক্ষেত্রে সাইজ সংক্রান্ত কোনও সমস্যা হলে খুব সহজেই তা সমাধান করা যাবে। এই বিষয়টার সবচেয়ে ‘কুল’ অংশটা হল, এই পরিষেবা সম্পন্ন করা যাবে মাত্র ১০ মিনিটেই। এই বিষয়টি নিয়ে দু’সপ্তাহ ধরে দিল্লি এনসিআরে পরীক্ষা করে দেখা হয়েছে। এবার এই পরিষেবা মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও পুণের মতো শহরে চালু করা হয়েছে। জানা গেছে কিছুদিনের মধ্যে আরও শহর যুক্ত হতে চলেছে।’
প্রসঙ্গত, ১০ মিনিটের এই রিটার্ন পরিষেবা সম্পর্কে এখনও বিশদে কিছু জানানো হয়নি। Blinkit-এর তরফে সরকারি ভাবে কোনও ঘোষণাও হয়নি। তবে মনে করা হচ্ছে, সংস্থার অ্যাপ থেকে আবেদন করা যাবে এই পরিষেবা পাওয়ানোর জন্য।
আপনাদের জন্য আরো
1.PIN-এর ফুল ফর্ম কি বলুন তো ? অধিকাংশ মানুষ ভুল উত্তর দিয়েছেন ! আপনি ঠিকটা জানেন ?
3.‘দিওয়ালি সেল’-এ দুর্দান্ত অফার Mi-এর, ৭০% ছাড়ে পাবেন হোম অ্যাপ্লায়েন্স ! কবে থেকে শুরু ?
4.Jio-র বিনামূল্যে এক বছরের রিচার্জ ! এই সুযোগ পেতে পারেন আপনিও