পুজোর মরশুমে ব্যাপক ডিসকাউন্ট নিয়ে আসছে ফ্লিপকার্ট। শুরু হতে চলেছে ‘বিগ বিলিয়ন ডেজ সেল’। এই সেলে পাওয়া যাবে জামাকাপড় থেকে শুরু করে ইলেকট্রনিক যন্ত্রপাতি, স্মার্টফোন, টিভি, ফ্রিজ ইত্যাদি সব কিছুতে ব্যাপক ছাড়। ফ্লিপকার্ট প্লাস কাস্টমারদের জন্য থাকছে বিশেষ সুযোগ।
ফ্লিপকার্ট জানিয়েছে, তাদের ‘বিগ বিলিয়ন ডেজ’ সেল শুরু হতে চলেছে ৩০ সেপ্টেম্বর থেকে। তবে ২৯ সেপ্টেম্বর থেকেই ফ্লিপকার্ট প্লাস কাস্টমাররা সেলের কেনাকাটা করতে পারবেন। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট বিজয়া দশমী এবং দীপাবলি উপলক্ষ্যে প্রতি বছরই গ্রাহকদের এই অফার দিয়ে থাকে।
আগের বছর এই সেল শুরু হয়েছিল ৮ অক্টোবর। এ বছর এই সেলের চাহিদা অনেক বেশি। তাই এ বছর এই ইভেন্ট আগেই শুরু হচ্ছে।
ইলেকট্রনিক্স প্রোডাক্টে গ্রাহকরা পেয়ে যাবেন ৫০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়। স্মার্ট টিভি এবং হোম অ্যাপ্লায়েন্সের ওপরেও থাকছে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়। রেফ্রিজারেটর এবং ৪কে স্মার্ট টিভিগুলি ৭৫ শতাংশ ছাড়ে কিনতে পারবেন গ্রাহকরা। এছাড়াও থাকছে Nothing, Realme, Mi, এবং Infinix-এর মতো ব্র্যান্ডের স্মার্টফোনে ডিসকাউন্ট ও সাথে থাকছে ব্যাঙ্ক অফারও।
এই সেলে সমস্ত কেনাকাটায় থাকছে কুপন এবং ক্যাশব্যাক। এর পাশাপাশি গ্রাহকরা পেয়ে যাবেন নো কস্ট EMI-এর সুবিধাও। আরও পাওয়া যাবে এক্সচেঞ্জ ডিলের সুবিধাও।
ফ্লিপকার্ট প্লাস কাস্টমারদের জন্য বিশেষ সুযোগ। তাঁরা এই সেলের জিনিসপত্র একদিন আগে থেকেই কিনতে পারবে। খুব জনপ্রিয় প্রোডাক্টগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ফ্লিপকার্ট প্লাস কাস্টমাররা একদিন আগেই সেলের কেনাকাটার সুযোগ পাওয়ায় সেগুলো কমদামে আগে আগে কিনে নিতে পারেন।
যেমন ধরা যাক, আইফোনের মতো জনপ্রিয় কিছু স্মার্টফোনের জন্য একটি নির্দিষ্ট সময়ের অফার দেওয়া হয়। এই পরিস্থিতিতে কেনাকাটার জন্য বাড়তি সময় পান ফ্লিপকার্ট প্লাস কাস্টমাররা।
‘বিগ বিলিয়ন ডেজ’ সেলের সর্বাধিক সুবিধা পেতে গ্রাহকদের ফ্লিপকার্ট প্লাস মেম্বারশিপ নেওয়ার পরামর্শ দিয়েছে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট। এতে ডিসকাউন্টে অ্যাক্সেস পাওয়া যাবে সবার আগে।
আপনাদের জন্য আরো
1.BSNL খুব তাড়াতাড়ি দেশজুড়ে 4G পরিষেবা শুরু করবে ! কবে আসবে 5G ?
2.আধার-এর মেয়াদ ১০ বছর পেরিয়েছে ? জেনে নিন বিনা খরচে আপডেটের পদ্ধতি
3.Jio বিনামূল্যে ১০০ জিবি ক্লাউড স্টোরেজ দেবে ! পাওয়া যাবে বাড়তি সুবিধাও
4.ডেঙ্গু হয়েছে কিনা জানাবে AI, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চলছে গবেষণা