Best Smartphone under 30000 in 2023

আপনি যদি 30000 হাজার টাকার মধ্যে একটি ভালো স্মার্টফোন কিনতে চান আপনি সঠিক জায়গায় এসেছেন। নিচে Best Smartphone under 30000 ফোন সম্পর্কে বিস্তারে দেয়া হলো আপনি আপনার প্রয়োজন এবং পছন্দ মতো যেকোনো একটি কিনতে পারেন।

Best Smartphone under 30000 এর লিস্টে 5 নম্বরে রয়েছে Google Pixel 6a

এই স্মার্টফোনটি প্রথম লঞ্চ হয় 21 জুলাই 2022 সালে।

স্মার্টফোনটি এলুমিনিয়াম ফ্রেম যুক্ত এবং ফন্টে গরিলা গ্লাস থ্রি প্রটেকশন রয়েছে। তবে ব্যাক সাইড প্লাস্টিকের। ফোনটিতে IP67 রেটিং রয়েছে যার জন্য ফোনটি ধুলো এবং জলের ছিটা প্রতিরোধে সক্ষম।

ফোনটিতে একটি 6.1 ইঞ্চি OLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটির রেজুলেশন 1080X2400 পিক্সেল । পিক্সেল পার ইঞ্চি (ppi)ডেনসিটি 429 । এছাড়াও থাকছে অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটি।

প্রসেসর হিসাবে Google Tensor প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। এটি একটি 5 ন্যানোমিটার আর্কিটেক্ট এর উপর তৈরি প্রসেসর। এটি একটি অক্টাকর প্রসেসর। 

Best Smartphone under 30000
Google Pixel 6a

ফোন টিতে থাকছে 6GB রেম এবং 128GB UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ ।

ফোনটি তো থাকছে একটি 12.2 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং একটি 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। এছাড়া একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে।

ফোনটিতে থাকছে একটি লিথিয়াম পলিমার 4410 mAh ব্যাটারি যা চার্জ করবার জন্য একটি 18 ওয়াটের চার্জার থাকছে। 

বর্তমানে স্মার্টফোনটি খুবই কম দামে আপনারা ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন। আপনাদের মেইন প্রায়োরিটি যদি ক্যামেরা হয় তাহলে আপনারা এই স্মার্টফোনটি কিনতে পারেন।

Best Smartphone under 30000 এর লিস্টে 4 নম্বরে রয়েছে Realme GT Neo 3T

এই স্মার্ট ফোনটি প্রথম রিলিজ হয় ২৫ শে জুন 2022 সালে।

স্মার্টফোনটিতে একটি 6.62 ইঞ্চির AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটির স্পিক ব্রাইটনেস 1300 নিটস এবং রিফ্রেশ রেট 120Hz। ডিসপ্লে রেজুলেশন 1080X2400 পিক্সেল এবং pixel per inch(ppi) density 398। ডিসপ্লেটিতে গরিলা গ্লাস 5 এর প্রটেকশন থাকছে। 

স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে কোয়ালকম স্ন্যাপ ড্রাগ 870 5G প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি একটি অক্টাকোর প্রসেসর এবং 7 ন্যানোমিটার টেকনোলজির উপর বেস করে তৈরি। প্রসেসরটি খুবই স্টেবিল একটি প্রসেসর। যারা হাই সেটিং এ গেম খেলতে চান তারা এই স্মার্টফোনটির দিকে দেখতে পারেন।

Realme GT Neo 3T

এবার আসা যাক মেইন ক্যামেরার দিকে মেইন ক্যামেরায় একটি ত্রিপাল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। একটি ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসর একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের   ম্যাক্রো সেন্সর ব্যবহার করা হয়েছে।

সেলফির জন্য একটি ১৬ মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছে।

স্মার্টফোনটিতে একটি লিথিয়াম পলিমারের 5000mAh ব্যাটারি দেয়া হয়েছে । ব্যাটারির চার্জ করবার জন্য একটি USB Type-c 2.0 80w চার্জার দেয়া হয়েছে।

স্মার্টফোনটিতে কোন 3.5mm জ্যাক নেই, তবে স্টিরিও স্পিকার রয়েছে।

স্মার্টফোনটি দুটি রেম ভেরিয়েন্ট available রয়েছে 6GB এবং 8GB । এবং UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে। যা দুটি ভারিয়েন্ট অ্যাভেলেবেল  রয়েছে 128GB ও 256GB।

এছাড়াও সমস্ত রকম সেন্সর কম্পাস ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোনটিতে রয়েছে।

এই স্মার্টফোনটি গেমারদের জন্য বেস্ট যারা হাই সেটিং এর গেম খেলতে চান তারা এই স্মার্টফোনটি নিতে পারেন। তবে এখানে 3.5mm জ্যাক না থাকায় আপনাকে ব্লুটুথ হেডফোন ব্যবহার করতে হবে। 

Best Smartphone under 30000 এর লিস্টে 3 নম্বরে রয়েছে Redmi note 12 Pro 

স্মার্টফোনটি রিলিজ হয়েছিল 1 নভেম্বর 2022 সালে।

স্মার্টফোনটিতে একটি 6.67 ইঞ্চির OLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা Dolby Vision সাপোর্ট করে এছাড়াও 120Hz রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটির রেজুলেশন 1080X2400 পিক্সেল। পিক্সেল পার ইঞ্চ (ppi) ডেনসিটি 395। ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কর্নিং গরিলা গ্লাস 5 ব্যবহার করা হয়েছে।

স্মার্টফোনটিতে মিডিয়াটেক MT6877V Dimencity 1080 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি একটি অক্টাকোর প্রসেসর যা 6 ন্যানোমিটার টেকনোলজির উপর তৈরি বেশ করে তৈরি করা হয়েছে।

Redmi note 12 Pro 

ফোনটিতে মেইন ক্যামেরার হিসেবে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে।50 মেগাপিক্সেলের একটি মেইন সেন্সর 8মেগাপিক্সেলের একটি আল্ট্রাহোয়াইড সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ।

সেলফির জন্য একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি শুটার দেয়া হয়েছে।

ফোন দুটি 6GB/8GB দুটি র‌্যাম ভেরিয়েন্ট এবং দুটি স্টোরেজ ভেরিয়েন্টে 128GB/256GB তে উপলব্ধ রয়েছে ।

স্মার্টফোনটিতে একটি ৫ হাজার মিলি আম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা চার্জ করতে বক্সে একটি 67w Type c চার্জার দেয়া হয়েছে। কোম্পানি দাবি করছে যে স্মার্টফোনটি মাত্র ৪৬ মিনিটে 100% চার্জ করতে সক্ষম।

Best Smartphone under 30000 এর লিস্টে 2 নম্বরে রয়েছে Nothing Phone 1

এই স্মার্টফোনটি প্রথম ১৬ই জুলাই ২০২২ এ রিলিজ হয়।

স্মার্টফোনটিতে একটি 6.55 ইঞ্চি OLED 120Hz ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটির রেজুলেশন 1080X2400 পিক্সেল। পিক্সেল পার ইঞ্চ (ppi) ডেনসিটি 402। এছাড়াও ডিসপ্লেটিতে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রটেকশনও দেয়া হয়েছে।

ফোনটিতে কোয়ালকম SM7325-AE স্ন্যাপ ড্রাগন 778+ 5G প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি একটি 6 ন্যানোমিটার টেকনোলজির উপর বেস করে তৈরি অক্টাকোর প্রসেসর।

Nothing Phone 1

এই স্মার্টফোনটি দুটি র‍্যাম ভেরিয়েন্ট এভেলেবেল রয়েছে 8GB ও 12GB।

3.1 UFS ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে । ইন্টারনাল স্টোরেজেও এখানে দুটি ভেরিয়েন্ট রয়েছে 128GB ও 256GB ।

এই স্মার্ট ফোন কোনরকম দুই বা তিন মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সের ব্যবহার করা হয়নি। এখানে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে যার দুটি সেন্সর 50মেগাপিক্সেলের। একটি মেন সেন্সর এবং অপরটি আল্ট্রা ওয়াইড। এছাড়াও আপনাদের সেলফি তোলার জন্য থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার।

স্মার্টফোনটিতে একটি লিথিয়াম আয়ন 4500mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে ব্যাটারিটি চার্জ করার জন্য বক্সে একটি 15 ওয়াটের চার্জার দেয়া হয়েছে। এছাড়াও আপনি স্মার্টফোনটিকে ওয়ারলেস চার্জারের সাহায্যে চার্জ করতে পারবেন এবং 5w এর একটি রিভার্স ওয়ারলেস চার্জের ব্যবস্থাও রয়েছে।

আপনি যদি একটি ইউনিক ধরনের ফোন কিনতে চান সেক্ষেত্রে আপনি এই স্মার্টফোনটির দিকে দেখতে পারেন এটি একটি ওভারঅল ভালো প্যাকেজ এর ক্যামেরা কোয়ালিটি এবং পারফরমেন্স এই সেগমেন্টের স্মার্টফোনগুলি তুলনায় যথেষ্ট ভালো।

Best Smartphone under 30000 এর লিস্টে 1 নম্বরে রয়েছে iQoo Neo 7 

এই স্মার্টফোনটি প্রথম ১৬ই ফেব্রুয়ারি ২০২৩ সালে রিলিজ হয় অর্থাৎ আপনি যদি একটি নতুন আপডেটেড স্মার্টফোন কিনতে চান সেক্ষেত্রে এই স্মার্টফোনটির দিকে দেখতে পারেন। আসুন এবার স্মার্টফোনটির স্পেসিফিকেশন এবং ফিচারগুলি দেখে নেয়া যায়

এই স্মার্টফোনটিতে একটি 6.78 ইঞ্চি অ্যামোলেড 120Hz ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই স্মার্ট ফোনটির ডিসপ্লে রেজুলেশন 1080X2400 পিক্সেল। পিক্সেলপার ইঞ্চি (ppi) ডেনসিটি 388।

এই ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি একটি চার ন্যানোমিটার টেকনোলজির উপর বেশ করে তৈরি অকটাকোর প্রসেসর। 

iQoo Neo 7

এই স্মার্টফোনটি দুটি রেম ভেরিয়েন্ট রয়েছে 8GB এবং 12GB। UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ রয়েছে যার দুটি ভ্যারিয়েন্ট রয়েছে 128GB ও 256GB।

এই ফোনটিতে একটি ট্রিপেল ক্যামেরা সেটাপ ব্যবহার করা হয়েছে। একটি 64 মেগাপিক্সেলের মেন সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ও একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেওয়া হয়েছে।

সেলফির জন্য একটি 16 মেগাপিক্সেলের সেন্সর দেয়া হয়েছে।

অন্যান্য বেশিরভাগ স্মার্টফোনের মতই এই স্মার্টফোনটিতেও একটি লিথিয়াম পলিমার 5000mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ব্যাটারিটি চার্জ করার জন্য বক্স একটি  120 ওয়াটের চার্জার দেয়া হয়েছে যা কোম্পানির দাবি অনুযায়ী ২৫ মিনিটে ১০০% চার্জ করতে সক্ষম।

আপনার যদি ব্র্যান্ড নিয়ে কোন সমস্যা না থাকে এবং আপনি একটি ভালো গেমিং স্মার্টফোন নিতে চান তাহলে অবশ্যই এই ফোনটির দিকে দেখতে পারেন।

আপনার জন্য আরো

1.Best Smartphone under 15000 in 2023

2.Best Smartphone under 20000 in 2023

3.Best Smartphone under 40000 in 2023

Leave a Comment