Best Earbuds Under 1000 in India

Best Earbuds Under 1000 ক্যাটাগরিতে মার্কেটে একাধিক Earbuds উপলব্ধ রয়েছে তার মধ্যে পপুলার এবং বেস্ট কোয়ালিটির Earbuds সম্পর্কে নিচে বিস্তারে আলোচনা করা হলো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক Earbuds নির্বাচন করতে পারেন।

Truke BTG X1 Earbuds 

Truke এর এই Earbud টিতে 12mm টাইটেনিয়াম স্পিকার ড্রাইভারস্ ব্যবহার করা হয়েছে। কোম্পানি দাবি করছে মিউজিক মোডে পাওয়ারফুল ডিপ বেশ সহ সিনেমাটিক মিউজিক এক্সপেরিয়েন্স করতে পারবে। Earbud টি AAC এবং SBC দুটি Codec সাপোর্ট করে।

এটি ভারতবর্ষের প্রথম গেমিং Earbuds যাতে 20+ RGB LED দেয়া হয়েছে। এটিতে up to 40ms লো এটেন্সী মোড দেওয়া হয়েছে যা গেমিং এক্সপেরিয়েন্সকে আরো ভালো করে।Earbud টিতে গেমিং মোড দেয়া হয়েছে যেটি অন করবার জন্য ডানদিকের Earpod টিতে 3 বার Tap করতে হবে।

Best Earbuds Under 1000
Truke-BTG-X1-Earbuds

কোম্পানির তরফ থেকে বলা হয়েছে মাত্র ১০ মিনিট চার্জ দিয়ে Earbud টি ১০ ঘণ্টা চালাতে পারবেন।Earbud টির case 300mAh ব্যাটারি দেয়া হয়েছে যা 48 ঘন্টা ব্যাকআপ দেবে।

Earbud টিতে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সিলেশন ENC দেওয়া হয়েছে সঙ্গে এক একটি Earbud এ দুটো করে mic দেয়া হয়েছে।

এই Earbud টিতে হাই কোয়ালিটি টাচ প্যানেল দেয়া হয়েছে যার সাহায্যে খুব সহজেই ভলিউম এবং অন্যান্য ফিচার গুলি কন্ট্রোল করতে পারবেন। বাঁদিকের Earbud টিতে 2  টাচ করে আপনি ভয়েস এসিস্ট্যান্ট ব্যবহার করতে পারবেন। কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 5.3 দেওয়া হয়েছে। Truke BTG X1 এডভান্স ইনস্ট্যান্ট পিয়ারিং সাপোর্ট করে যার জন্য খুব সহজেই পেয়ার করা ডিভাইসটির সঙ্গে ইনস্ট্যান্ট কানেক্ট হয়ে যায়।

Amazon Basics True Wireless in-Ear Earbuds with Mic

এই  Earbuds টির সাহায্যে আপনি 40 ঘন্টা গান শুনতে পারবে। এছাড়া কোম্পানি এটাও দাবি করছে যে মাত্র ১০ মিনিট চার্জ দিয়ে এটি আপনি ৭৫ মিনিট ব্যবহার করতে পারবেন।

Earbuds টিতে 10mm এর ডাইনামিক ড্রাইভার ব্যবহার করা হয়েছে। ঘাম এবং জলের ছিটা থেকে বাঁচাতে IPX5 রেটিং দেওয়া হয়েছে। মিউজিক এবং ভলিউম কন্ট্রোলের জন্য স্মার্ট টাচ কন্ট্রোল দেয়া হয়েছে। আপনি সিঙ্গেল ট্যাপ করি মিউজিক প্লে অথবা পস করতে পারবেন। কোন গানের ভলিউম চেঞ্জ করতে তিনবার ট্যাপ করতে হবে এবং গান ফরোয়ার্ড এবং ব্যাকওয়ার্ডে নিয়ে যাওয়ার জন্য ডবল ট্যাপ করতে হবে।

Amazon-Basics-True-Wireless-in-Ear-Earbuds-with-Mic
Amazon-Basics-True-Wireless-in-Ear-Earbuds-with-Mic

Earbuds দুটি ডিভাইসের সাথে পেয়ার এর জন্য ব্লুটুথ 5.3 দেওয়া হয়েছে যা HSP,HFP,A2DP এবং AVRCP সাপোর্ট করে। এছাড়াও Earbuds দুটিতে IWP টেকনোলজি ব্যবহার করা হয়েছে যার জন্য কেস ওপেন করে Earbuds দুটি বাইরে বের করার সঙ্গে সঙ্গে অটোমেটিক যে ডিভাইসের সাথে পেয়ার করা হয়েছে সেই ডিভাইসের সঙ্গে কানেক্ট হয়ে যায়।

Earbuds টি চারটি কালার অপশন রয়েছে White,Grey, Green and Black এবং Red and Black ।

Fastrack FPods FX100 True Wireless Earbuds

FX100 FPods বেশ কিছু ইম্প্রেসিভ ফিচার সঙ্গে নিয়ে আসে যা আপনার মিউজিক এক্সপেরিয়েন্স কে আরো উন্নত করে। Earbuds রয়েছে লেটেস্ট ব্লুটুথ 5.3 ভার্সন, পাওয়ারফুল ব্যাটারি ক্যাপাসিটি, deep bass এবং নিট্রো ফাস্ট চার্জিং এর সুবিধা । এছাড়াও থাকছে Quad mic ENC এবং কুইক কানেক্টিং সেনসর।Earbuds গুলি ওয়াটার রেজিস্টেন্ট অর্থাৎ জলের ছিটা এবং ঘাম থেকে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। ফাস্ট চার্জিং এর জন্য Type -C চার্জিং ইন্টারফেস দেওয়া হয়েছে।

BT Version 5.3 থাকার জন্য কানেক্টিভিটিতে কোনরকম সমস্যা হয় না।Earbuds টিতে Additional Deep Bass ফিচার থাকার জন্য Bass যুক্ত গান যারা শুনতে ভালোবাসেন তাদের বেশ পছন্দ হবে। এটিতে 13mm ডাইনামিক বেস ড্রাইভার ব্যবহার করা হয়েছে সঙ্গে কল কোয়ালিটি ভালো করবার জন্য ব্যবহার করা হয়েছে ENC।

ব্যাটারি ব্যাকআপ এর কথা বলতে গেলে এখানে 350mAh এর ব্যাটারি কেস দেয়া হয়েছে । যা আপনি 40 ঘন্টা ইউজ করতে পারবেন। 3c NitroFast চার্জিং সাপোর্ট দেয়া হয়েছে যা 10min চার্জে 150min Playtime দিয়ে থাকে। ইনস্ট্যান্ট Pairing এর জন্য InstaSync Hall সেন্সর দেয়া হয়েছে।

Fastrack FPods FX100 তে গেমিং মোডে দেয়া হয়েছে। 50ms low Latency আপনাকে গেমিএ সাহায্য করবে। আপনার device থেকে buds গুলি 10m দূরত্ব পর্যন্ত সাপোর্ট করবে। এছাড়াও ভয়েস অ্যাসিস্ট্যান্ট এর সাপোর্ট দেয়া হয়েছে।

FX100 এ IPX4 রেটিং দেয়া হয়েছে যা জলের ছিটা থেকে আপনার Earbuds টিকে রক্ষা করবে।

এছাড়াও আপনি এই Earbuds টিতে পেয়ে যাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি। তবে এই ওয়ারেন্টি শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং ডিফেক্টেড প্রযোজ্য যদি প্রোডাক্ট ভেঙে যায় অথবা জল দ্বারা ড্যামেজ হয়, তাহলে ওয়ারেন্টি কোনরকম কাজ করবেনা।

Fire-Boltt Fire Pods Ninja G201 Earbuds

এই Earbuds টিতে ব্লুটুথ 5.1 দেয়া হয়েছে। এটি 10 মিটার পর্যন্ত সাপোর্ট করবে অর্থাৎ ওয়ারলেস রেঞ্জ 10m। এটিতে 13mm ড্রাইভার ব্যবহার করা হয়েছে। 100% ভলিউম দিয়ে শুনলে Earbuds গুলি 4 ঘন্টা প্লে ব্যাক টাইম দেবে।

Ninja G201 Earbuds এর ব্যাটারি লাইফ 24 ঘন্টা।Earbuds এর Case টি চার্জ হতে টাইম লাগে 2 ঘন্টা এবং  Earbuds  চার্জ হতে টাইম লাগে 1 ঘন্টা।

এটিতে FIREx টেকনোলজি ব্যবহার করা হয়েছে তার জন্য Clear Binaural HD Calling এক্সপেরিয়েন্স পাবেন। ফুল টাচ কন্ট্রোল এবং সুপার চার্জিং এর সুবিধা দেওয়া হয়েছে।IWP Powered সুপার সিঙ্ক টেকনলজি ব্যবহার করা হয়েছে যার জন্য ইনস্ট্যান্ট ফাস্ট পেয়ারিং করা সম্ভব।

আপনার জন্য আরো

1.একবার চার্জ দিলেই চলবে 100 ঘন্টা,boAt Rockerz 551ANC Headphone জানুন ফিচার এবং দাম

2.মাত্র 1,099 টাকায় 50-ঘন্টা ব্যাটারি ব্যাকআপ সহ Portronics Harmonics Twins S6 ইয়ারবাডস লঞ্চ, জানুন বিস্তারিত

Leave a Comment