আপনার বাজেট যদি ১৫ হাজার টাকা হয় এবং আপনি একটি সেরা স্মার্টফোন কিনতে চান সে ক্ষেত্রে অবশ্যই আমাদের পোস্টটি পড়ুন এখানে আপনার পছন্দের Best Smartphone under 15000 স্মার্টফোনটি পেয়ে যাবেন
5.Realme 9i
ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে এইখানে ক্লিক করুন ।
4.Samsung Galaxy F23
এই ফোনটিতে দুটি Ram ভেরিইয়েন্ট রয়েছে 4GB এবং 6GB । ইন্টারনাল স্টোরেজ রয়েছে 128GB।
ফোনটিতে 16.76 cm অর্থাৎ 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
এবার আসা যাক ক্যামেরাম মডিউলে 50 মেগাপিক্সেলের একটি মেইন সেন্সর ব্যবহার করা হয়েছে সঙ্গে রয়েছে একটি 8 মেগাপিক্সেল ও একটি 2 মেগাপিক্সেলের সেন্সর। সেলফির জন্য রয়েছে একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল মোবাইলের প্রসেসর যার উপর নির্ভর করে আপনার মোবাইলের পারফরম্যান্স কেমন হবে তাই আপনি যদি আপনার মোবাইল দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে চান সে ক্ষেত্রে একটি ভালো প্রসেসরের ফোন নেওয়া অবশ্যক। Samsung Galaxy F23 স্মার্টফোনটিতে একটি Qualcomm Snapdragon 750G processor ব্যবহার করা হয়েছে।
ফোনের পাওয়ার ব্যাকআপ ও একটি গুরুত্বপূর্ণ বিষয় ।এই স্মার্টফোনটিতে একটি 5000mAh লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যা একবার ফুল চার্জে ফোনটিকে সারাটা দিন চালু রাখতে সক্ষম।
3.Poco M4 Pro
এই স্মার্টফোনটি ১১ই নভেম্বর ২০২১ এ প্রথম রিলিজ হয়েছিল। স্মার্টফোনটিতে Mediatek MT6833P Dimencity 810 প্রসেসর ব্যবহার করা হয়েছে যা 6nm টেকনোলজির উপর বেস করে তৈরি। এটি একটি অক্টাকর প্রসেসর।
ফোনটিতে একটি IPS LCD 90Hz ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে সাইজ 6.6 ইঞ্চি। রেজুলেশন 1080X2400 পিক্সেল। ডিসপ্লে প্রটেকশন হিসেবে Corning Gorilla glass 3 ব্যবহার করা হয়েছে।
মেইন ক্যামেরার হিসেবে ৫০ মেগাপিক্সেলের একটি সেন্সার ব্যবহার করা হয়েছে এবং ৮ মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করা হয়েছে।সেলফির জন্য একটি 16 মেগাপিক্সেলের একটি সেন্সর দেওয়া হয়েছে।
5000 mAh একটি নন রিমুএভেল লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে । ব্যাটারিটি চার্জ করার জন্য একটি 33 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে এবং কোম্পানি তরফ থেকে দাবি করা হচ্ছে মাত্র ৫৯ মিনিটে কোনটি ১০০% চার্জ করা যাবে।
এছাড়াও ফোনটিতে থাকছে IP53 রেটিং অর্থাৎ ফোনটি ধুলো এবং জলের ছিটা রেজিস্টেন্ট।
ফোনটি দুটি র্যাম অপশন এ এভেলেবল রয়েছে 4GB এবং 8GB ।
2.iQoo Z6 lite
এই স্মার্টফোনটি ১৪ সেপ্টেম্বর ২০২২ সালে লঞ্চ হয়েছিল।
স্মার্টফোনটিতে Qualcomm SM4375 Snapdragon 4Gen 1 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি একটি ৬ ন্যানোমিটার উপর তৈরি অক্টাকোর প্রসেসর।
iQOO Z6 Lite স্মার্টফোনটিতে একটি 6.58 ইঞ্চি IPS LCD 120Hz ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটির রেজুলেশন 1080X2408 পিক্সেল। পিক্সেল পার ইঞ্চ (ppi) ডেনসিটি 401। স্ক্রিন টু বডি রেশিও 20:9।
মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর ব্যবহার করা হয়েছে এবং একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর ব্যবহার করা হয়েছে। সেলফির জন্য একটি ৮ মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করার।
অন্যান্য স্মার্টফোনের মত এই স্মার্টফোনটিতেও 5000 mAh এর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারিটির চার্জ করবার জন্য একটি ১৮ ওয়াটের চার্জার দেওয়া হয়েছে।
দুটি RAM অপশন রয়েছে 4GB এবং 6GB । ইন্টারনাল স্টোরেজ 128GB তবে আপনি মাইক্রো এক্সডি কার্ডের সাহায্যে স্টোরেজ এক্সপেন্ড করতে পারবেন।
1.Moto G62
এই স্মার্টফোনটি প্রথম রিলিজ হয়েছিল 28 জুন 2022 ।
Moto G62 স্মার্টফোনটিতে একটি 6.55 ইঞ্চি IPS LCD 120Hz ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে রেজুলেশন 1080X2400 এবং পিক্সেল পার ইঞ্চি (ppi) ডেনসিটি 405।
স্মার্টফোনটিতে Qualcomm Snapdragon 695 5G প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি একটি অক্টাকোর প্রসেসর ।
স্মার্টফোনটির ব্যাক ক্যামেরা হিসেবে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে মেইন সেন্সর 50 মেগাপিক্সেলের এছাড়া একটি 8 মেগাপিক্সেল ও একটি 2 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছে।
সেলফির জন্য একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
ফোনটি দুটি র্যাম অপশনে অ্যাভেলেবল রয়েছে 6GB এবং 8GB । ইন্টার্নাল স্টোরেজ 128GB।
ফোনটিতে একটি 5000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারিটি চার্জ করবার জন্য একটি 20W চার্জার দেওয়া হয়েছে।
আপনার জন্য আরো