ভারতে লঞ্চ হল Asus ROG Phone 6D এবং ROG Phone 6D Ultimate এর সমস্ত ফিচার গুলি সম্পর্কে জেনে নিন

১৯ শে সেপ্টেম্বর অর্থাৎ গত সোমবার ভারতে লঞ্চ হল Asus ROG Phone 6D এবং ROG Phone 6D Ultimate। এই ROG ফোন 6D সিরিজের জন্য, আমরা একটি স্ট্যান্ডার্ড ROG ফোন 6D সহ এই স্মার্টফোনের দুটি ভিন্ন রূপ দেখতে পাব। এই ফ্ল্যাগশিপ গেমিং ফোনে রয়েছে মিডিয়াটেকের লেটেস্ট প্রসেসর। এই ফোনে রয়েছে ১৬ জিবি র‍্যাম। এছাড়াও আপনারা যদি এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে অবস্যই এই পোস্টটি পড়ুন।

কনফিগারেশন এবং ব্যাটারি

Asus ROG Phone 6D এবং ROG Phone 6D Ultimate এই স্মার্টফোন দুটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9000 MT6893 চিপসেট এবং কোয়াড কোর সিপিইউ। গেমিং এবং মাল্টিটাস্কিংকে আরও মজাদার করতে, এটি 12GB এর RAM এবং একটি Mali-G710 MP10 GPU দিয়ে তৈরী করা হয়েছে। আরোও ভালো পারফর্মেন্সের জন্য এই ব্রান্ডটি Asus ROG Phone 6D-এর ভিতরে একটি শক্তিশালী 6000mAh Li-Polymer ব্যাটারি ইনস্টল করেছে। এতে রয়েছে 65W Rapid ফার্স্ট চার্জিং সিস্টেম।

ডিসপ্লে এবং ক্যামেরা

এই ফোনে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রটেকশন সহ একটি 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে, যা 165Hz পর্যন্ত রিফ্রেশ রেট সাপোর্ট করে। এছাড়াও রয়েছে 2448 x 1080 পিক্সেল রেজোলিউশন। এই স্মার্টফোনটিতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। সেগুলি হল – 50MP Sony IMX766 প্রাইমারি সেন্সর, 13MP আল্ট্রা-ওয়াইড লেন্স, এবং 5MP ম্যাক্রো স্ন্যাপার। এছাড়াও 12MP সেলফি ক্যামেরাও রয়েছে।

স্টোরেজ এবং কানেক্টিভিটি

Asus ROG Phone 6D এই স্মার্টফোনটিতে রয়েছে 256GB ইন্টারনাল স্টোরেজ। Asus ROG Phone 6D এবং ROG Phone 6D Ultimate – এ রয়েছে 12GB ও 16GB র‍্যাম। আর কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ 5.2 এর পরিবর্তে 5.3 ভার্সন। এছাড়াও রয়েছে – ওয়াই-ফাই ৬ই, জিএনএসএস (GNSS), 5G , ডুয়াল সিম স্লট, ২টি ইউএসবি টাইপ-সি পোর্ট, এনএফসি এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক। এছাড়াও এই ডিভাইসে রয়েছে ট্রিপল মাইক্রোফোন, ডুয়াল স্টেরিও স্পিকার ও একটি রিয়ার ROG ভিশন ডিসপ্লে।

Asus ROG Phone 6D – এর রেঞ্চ ও কালার

ভারতে এই স্মার্টফোনটির রেঞ্চ হল প্রায় 72,400 টাকা। আর Asus ROG Phone 6D Ultimate ফোনটির দাম হল প্রায় 1,08,758 টাকা। এই স্মার্টফোনটির কালার হল স্পেস গ্রে।

আপনার জন্য আরো

1.ভারতে লঞ্চ হল Motorola Edge 30 Ultra

2.ভারতে আসতে চলেছে Motorola Edge 30 Fusion

3.স্মার্টফোন কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জেনে নিন।

4.স্মার্টফোন কেনার পর যে নিয়মগুলো অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা জেনে নিন।

Leave a Comment