গুগল-এর দিন কি শেষ ? সার্চ ইঞ্জিন বাজারে আত্মপ্রকাশ ওপেন এআইয়ের

দিনের পর দিন বহু সময় ধরে সার্চ ইঞ্জিন হিসেবে একচেটিয়া বাজার ধরে রেখেছে গুগল। কিন্তু এবার কি তাহলে গুগলের ওপর ভাগ বসতে চলেছে ? সাম্প্রতিক সময়ে চ্যাটজিপিটির মতো চ্যাটবট নিয়ে এসে ওপেনএআই ‘বিপ্লব’ এনেছে কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায়। গুগল রাজত্বে এবার তারা পা রাখতে চলেছে ! জানা গেছে, সংস্থাটি বৃহস্পতিবার তা ঘোষণা করেছে। সংস্থা জানিয়েছে সার্চ ইঞ্জিন হিসেবে এবার আনা হচ্ছে সার্চজিপিটি। এই ঘোষণা করার পরই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি এবার গুগলকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ? সার্চজিপিটি কি টক্কর দেবে সুন্দর পিচাইয়ের সংস্থার সার্চ ইঞ্জিনকে ?

সার্চজিপিটি ইন্টারনেটে ছড়িয়ে থাকা তথ্যের ‘রিয়েল টাইম অ্যাক্সেসে’র সুযোগ করে দেবে। সেখানে এক অতিকায় টেক্সটবক্সে লেখা থাকবে ‘হোয়াট আর ইউ লুকিং ফর’ ? কিন্তু এক্ষেত্রে সার্চ ইঞ্জিনটি পর পর লিংকের তালিকা পেশ না করে, একটু ঘুরে পথে হাঁটবে। বলা যায়, সার্চজিপিটি সার্চের চরিত্র বুঝে সেইভাবে তথ্য তুলে ধরবে। আবার ইউজাররা ওই সার্চের সঙ্গে সম্পর্কযুক্ত পরবর্তী প্রশ্নও করতে পারবেন। বিশেষজ্ঞদের মতে, গুগলের সার্চের পদ্ধতি AI-নির্ভর সার্চের নতুন উপায়ের কাছে চ্যালেঞ্জের মতো। তাঁদের মতে, পুরনো সব কিছু বদলে আরও বেশি ‘ইউজার-ফ্লেন্ডলি’ হবে গুগল। প্রসঙ্গত, সার্চ ইঞ্জিন মার্কেটের অধিকাংশ ৯১.১ শতাংশ মার্কেট শেয়ারই রয়েছে গুগলের হাতে। জুনের এক পরিসংখ্যান থেকে তেমনই জানা যাচ্ছে।

গত ২০২২ সালের নভেম্বরে আত্মপ্রকাশ করেছিল চ্যাটজিপিটি (ChatGPT)। ওপেনএআই নির্মিত চ্যাটবটটি প্রথম থেকেই চমকে দিয়েছিল। খুব তাড়াতাড়িই সে ইউজারদের মন জয় করেছে। কিন্তু এবার চ্যাটজিপিটির পাশাপাশি AI-কে কাজে লাগিয়ে সার্চ ইঞ্জিনের ক্ষেত্রেও ‘বিপ্লব’ আনতে চায় স্যাম অল্টম্যানের সংস্থা।

আপনাদের জন্য আরো

1.প্যান কার্ড ছোটদের কি দরকার হয় ? এই বিষয়টি কিন্তু অনেকেই জানেন না, খুব জরুরি তথ্য

2.হোয়াটসঅ্যাপ-এ ইন্টারনেট ছাড়াই পাঠানো যাবে ফাইল ! আসছে নতুন ফিচার

3.২০ হাজার টাকার মোবাইল-এর দাম এবার কত হল ? বাজেটের পর খরচ কমে গেল অনেকটা !

4.WhatsApp-এ ই-চালান পাচ্ছেন ? সাবধান ! ফাঁদ পাতছে হ্যাকাররা

Leave a Comment