কেনাকাটায় বিশেষ ছাড় কে না পেতে চায়। কোথায় কখন কোন প্রোডাক্টে কত শতাংশ ছাড় দিচ্ছে সেই খোঁজই চলতে থাকে সারাক্ষণ। প্রতিবছরই কোনো একটি নির্দিষ্ট সময়ে ই-কমার্স সংস্থা আমাজন আকর্ষণীয় ছাড় নিয়ে আসে। এবারও তাই হয়েছে। চলতি মাসেই কেনাকাটার বড়সড় ছাড় দিতে চলেছে আমাজন। চলুন এবার দেখে নেওয়া যাক কিসে কিসে কত ছাড় পাওয়া যাবে ? কবে থেকে শুরু হতে চলেছে ? চলবেই বা কত দিন ?
সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২০ জুন থেকে শুরু হয়েছে এই সেল। এই সেল চলবে ২ দিন। এই সেলে আন্তর্জাতিকের পাশাপাশি ভারতীয় ব্র্যান্ডের বিভিন্ন জিনিসে মিলবে আকর্ষণীয় ছাড়। লিস্টে রয়েছে মোবাইলও। জানা গেছে, সেল উপলক্ষে এমনিতেই দামের উপর তো ছাড় থাকছেই। এছাড়াও অতিরিক্ত ছাড় পাবেন নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের গ্রাহকরা। প্রাইম মেম্বাররা যদি ICICI ও SBI -এর গ্রাহকরা ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে, EMI -তে কেনাকাটা করেন তাহলে পাবেন অতিরিক্ত ১০ শতাংশ ছাড়। এছাড়াও প্রাইম মেম্বাররা আমাজন পে ব্যবহার করে ক্যাশ পে করলে পেয়ে যাবে ৫ শতাংশ ক্যাশ ব্যাক। ব্যবহারকারীরা ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে পাবে আড়াই হাজার টাকা পর্যন্ত ওয়েলকাম রিওয়ার্ড। যারা প্রাইম কাস্টমার নন তাঁরা পাবেন ২০০০ টাকা ওয়েলকাম রিওয়ার্ড, সাথে তিন মাসের জন্য বিনামূল্যে প্রাইম মেম্বারশিপ।
শুধু ক্যাশব্যাক বা ছাড়ই নয়, কিছু নির্দিষ্ট প্রোডাক্টে থাকবে নো কস্ট EMI -এর সুযোগ। তাই এক্ষুনি নিজের পছন্দের ও প্রয়োজনীয় জিনিস গুলো বেছে নিয়ে কার্টে সেভ করে রাখুন। যাতে সেল শুরু হলেই তাড়াতাড়ি করে কিনে নিতে পারেন আপনার পছন্দ করা প্রোডাক্টটি।
আপনাদের জন্য আরো
3.সিম সোয়াইপ স্ক্যাম থেকে কিভাবে সুরক্ষিত থাকবেন ! জেনে নিন
4.একটা Charger থেকে ল্যাপটপ ও মোবাইল সব চার্জ দেওয়া যাবে ! কেন্দ্র আনছে নয়া নিয়ম