BSNL-এর এই সব প্ল্যানে লাভ অনেক ! খরচ ৩০০ টাকার কম

Jio, Airtel, Vodafone-এর মতো টেলিকম সার্ভিস প্রোভাইডাররা এ বছরে রিচার্জের খরচ অনেকটাই বাড়িয়েছে। তার পর থেকেই BSNL-এর দিকে ঝুঁকছেন একাধিক মোবাইল ব্যবহারকারীরা। এর ফলে BSNL-এর গ্রাহক সংখ্যা অধিকাংশ বেড়েছে। BSNL-এর কিছু প্রিপেড প্ল্যান রয়েছে যেগুলি তুলনায় সস্তা। এ রকম ২টি প্ল্যানের বিষয় জেনে নিন। যেগুলির খরচ ৩০০ টাকার কম।

BSNL-এর ২৯৮ টাকার একটি রিচার্জ প্ল্যান আছে। এই প্ল্যানের বৈধতা ৫২ দিনের। এই রিচার্জ প্ল্যানে পাবেন আনলিমিটেড ভয়েস কলের সুবিধা। সাথে পাবেন রোজ ১০০ টা SMS। সেই সঙ্গে প্রতিদিন ১ জিবি ডেটাও থাকছে এই প্ল্যানে। অনেক মোবাইল ব্যবহারকারীর কাছে দিনে ১ জিবি ডেটা যথেষ্ট।

যেসব ব্যবহারকারী কম সময় নেট ব্যবহার করে, তাদের কাছে এই প্ল্যান দারুণ আকর্ষণীয়। কারণ এই প্ল্যানে ডেটা সুবিধার সাথে আছে আনলিমিটেড কথা বলার সুযোগ। যাঁদের কল বা মেসেজের দরকার বেশি, তাঁদের জন্য BSNL-এর এই প্ল্যান একদম পারফেক্ট। কিন্তু যাঁদের ডেটার প্রয়োজন বেশি পরে, তাঁদের জন্য এই প্ল্যান একটু অসুবিধাজনক হতে পারে।

যাঁদের ডেটা বেশি প্রয়োজন, তাঁদের জন্য BSNL-এর ৩০০ টাকার কমে একটি দারুন আকর্ষণীয় প্ল্যান আছে। ৩০০ টাকার কমে এই প্ল্যানটি হল ২৪৯ টাকার। এই প্ল্যানের ভ্যালিডিটি ৪৫ দিনের। এই প্ল্যানটি রিচার্জ করলে আপনি পেয়ে যাবেন প্রতিদিন ২ জিবি ডেটা। সেই সঙ্গে আপনি পাবেন আনলিমিটেড কল এবং রোজ ১০০ এসএমএস-এর সুবিধা।

এর পাশাপাশি লং টার্মের রিচার্জও BSNL-এ তুলনামূলক সস্তা অন্য সংস্থার থেকে। সেই সঙ্গে ছোট রিচার্জের ক্ষেত্রেও BSNL-এর এই সব প্ল্যান কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে Jio, Airtel, Vodafone-কে।

আপনাদের জন্য আরো

1.UPI ফ্রডে এইসব টেকনিক ব্যবহার করে প্রতারকরা ! জানুন সাবধানতার উপায়

2.Smartphone হাতে সবসময়ের জন্য আছে ? কি মারাত্মক ক্ষতি হচ্ছে জানেন ?

3.ফোন-এ চার্জ হতে সমস্যা হচ্ছে ? ১০০ থেকে সোজা ৩০-৪০ শতাংশে নেমে যাচ্ছে চার্জ ?

4.ফোন একদিনে কতবার চার্জ দেওয়া উচিত ? অনেকেই নিয়ম জানেন না, রোজ ভুল করেন

Leave a Comment