এয়ার ইন্ডিয়া তাদের নেটওয়ার্কের অপারেশন বাড়ানোর জন্য 900 পাইলট এবং ৪২০০ কেবিন কর্মী ভর্তি করবার ঘোষণা করে দিয়েছে । এয়ার ইন্ডিয়া এখন টাটা গ্রুপের অধীনস্থ। পাইলট এবং কেবিন ক্রু স্টাফ ছাড়াও বেশ কিছু মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার নেওয়ার কথাও কোম্পানি জানিয়েছে।
এয়ার ইন্ডিয়া এখনো পর্যন্ত সবথেকে বড় অর্ডার 470 টি প্লেন কেনার কথা জানিয়েছে। অর্থাৎ এই প্লেন গুলি চালানোর জন্য এবং মেইনটেনেন্স করার জন্য এয়ার ইন্ডিয়া কর্মীর প্রয়োজন তাই ৯০০ পাইলট এবং ৪২০০ কেবিন কর্মী হায়ার করতে চলেছে। রাইটার্সের রিপোর্ট অনুযায়ী কোম্পানি ৩৬ টি প্লেন ভাড়া নেওয়ার কথা জানিয়েছে । এদের মধ্যে দুটি প্লেন কোম্পানির নৌবহরে যুক্ত হয়েছে বলে জানানো হয়েছে।
রিপোর্ট অনুযায়ী এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে নৌবহরে বর্তমানে 140 টি প্লেন যুক্ত রয়েছে। এগুলির মধ্যে বেশিরভাগই ন্যারও বডি প্লেন অর্থাৎ প্লেনগুলি চওড়ায় কম। কোম্পানি জি ৪৭০ টি প্লেন অর্ডার করেছে তার মধ্যে ৭০ টি প্লেন চওড়া বডি যুক্ত। কোম্পানির কথা অনুযায়ী এদের মধ্যে 31 টি প্লেন এ বছরের মধ্যেই তাদের নৌবহরে যুক্ত করা হবে। এই বড় সংখ্যক সংগঠনটিকে পরিচালনার জন্য একটি বড় সংখ্যক কর্মচারীর প্রয়োজন।
Air India সেই জন্যই সর্বভারতীয় স্তরে কর্মী নিয়োগ করতে চলেছে অর্থাৎ ভারতের বিভিন্ন স্থান থেকে কর্মী নিয়োগ হবে। নির্বাচিত হওয়াকর্মীদের ১৫ সপ্তাহের একটি ট্রেনিং প্রোগ্রাম এর মধ্যে দিয়ে যেতে হবে যেখানে তাদের ক্লাসরুমে এবং ফ্লাইটে ট্রেনিং দেওয়া হবে। কোম্পানির কথা অনুযায়ী আগের বছরের মার্চ মাস থেকে এখন অব্দি ১৯০০ কেবিন কর্মী নিয়োগ করা হয়ে গেছে যার মধ্যে ৫০০ কেবিন কর্মী গত তিন মাস ধরে ফ্লাইটে কাজও করছে।
আপনার জন্য আরো
1.3499 টাকায় পাওয়া যাচ্ছে Bluetooth কলিং এর সাথে রোলেক্সের মতো দেখতে একটি স্মার্টওয়াচ
2.Vivo Y56 5G স্মার্টফোনটির বিক্রি শুরু হয়ে গেছে জানুন ফিচার এবং দাম
3.Xiaomi 13 Lite 128GB ভেরিয়েন্টটি লঞ্চ হওয়ার আগেই ফাঁস হয়ে গেলো প্রাইস
4.রঙ পরিবর্তনকারী Vivo Y100 5G ফোন 8GB RAM, 4500mAh ব্যাটারি, 900 Dimensity সহ লঞ্চ হল ভারতে