Air Cooler-ও এসির মতো ঠান্ডা রাখবে আপনার ঘরকে ! এবার মধ্যবিত্তরাও ব্যবহার করতে পারবে Air Cooler, কম দামে সেরা ৫ টি ছোট Cooler

গ্রীষ্মকালে অতিরিক্ত তাপমাত্রা জন্য মানুষ ঘেমেনেয়ে একাকার হয়ে যায়। বাইরে বেরোনোর উপায় থাকে না এত চড়া রোদ হয়। অস্বস্তিকর গরম থেকে বাঁচতে অনেক মানুষ Cooler কিনে থাকে। Air Cooler কিনলে পার্সোনাল বা উইন্ডো Air Cooler কেনায় ভালো। এই Cooler কিনলে জায়গা অনেক কম লাগে। আবার এক ঘর থেকে অন্য ঘরে বা বাড়ির অন্য কোনো জায়গায় এই Cooler কে নিয়ে যাওয়া অনেক সহজ হয়। চলুন আবার ৫ টি ছোট Cooler সম্পর্কে আলোচনা করা যাক।

Symphony Hicool i 31L Personal Air Cooler

এই Cooler- এ অনেক সুবিধা আছে। এই Cooler- এ রিমোড কন্ট্রোলের সুবিধা আছে। আবার টাচ কন্ট্রোলও আছে। আরো আছে আই-পিওর প্রযুক্তি যার থেকে বিশুদ্ধ বায়ু বের হয়। এই Cooler -এ রয়েছে ৩১ লিটারের ট্যাঙ্ক। এই Cooler-এর বিদ্যুৎ খরচ ১৮৫ ওয়াট। Symphony Hicool i 31L Cooler ২২০ বর্গফুট ঘরের জন্য একদম পারফেক্ট।

Havells Fresco-i 24L Personal Air Cooler

Havells Fresco-i 24L Air Cooler- এ জল নিষ্কাশন করা যায় অতি সহজেই। অটো ড্রেনের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে আর্দ্রতা নিয়ন্ত্রণ করা হয়। এই Air Cooler -এ আছে ডাস্ট ফিল্টার। আর রিমোড কন্ট্রোল সিস্টেম তো রয়েইছে। এই Air Cooler -এর জলের ট্যাঙ্ক ২৪ লিটারের। অত্যাধুনিক প্রযুক্তি ও বিশেষভাবে ডিজাইন করা হয়েছে এই Air Cooler -এর।

Crompton Marvel Neo Personal Air Cooler

এই Air Cooler -এ রয়েছে ২৩ লিটারের ট্যাঙ্ক। আরো রয়েছে এভারলাস্ট পাম্প ও রয়েছে ৪ ওয়ে এয়ার ডিফ্লেকশন এবং হাই-ডেনসিটি হানিকম্ব প্যাডের মতো অত্যাধুনিক ফিচার। Crompton Marvel Neo Air Cooler ১৫০ বর্গফুট ঘরের জন্য একদম ঠিকঠাক। এই Air Cooler -এ ১৬৫ ওয়াট বিদ্যুৎ খরচ হয়ে থাকে। Crompton Marvel Neo Air Cooler -কে ইনভার্টার -এর সাহায্যে চালানো যায়।

Ekvira High-Speed Cooler Fan

কমপ্যাক্ট এবং পোর্টেবল -এর মতো কুলিং পেতে চাইলে Ekvir High- Speed Cooler Fan একদম পারফেক্ট। এই Cooler বাড়ি,রান্নাঘর, বা অফিসের মতো জায়গায় ব্যবহার করতে পারবেন। আর অন্যান্য Air Cooler এর থেকে বিদ্যুৎ খরচ অনেক কম। মাত্র ৬০ ওয়াট বিদ্যুৎ খরচ হয় এই Cooler -এ। এই Cooler -এর একটি ভালো দিক হলো এতে জল ভরার প্রয়োজন হয় না। Ekvira High-Speed Cooler Fan অন্যান্য সাধারণ সিলিং ফ্যান গুলোর থেকে ২৫% বেশি তাড়াতাড়ি হাওয়া দেয়।

Bajaj PX97 Torque New 36L Personal Air Cooler

এই Cooler ২০০ বর্গফুট ঘরের জন্য একদম ঠিকঠাক। এই Cooler -এ ৩৬ লিটার জলের ট্যাঙ্ক রয়েছে। আর সঙ্গে রয়েছে ডুরামেরিন পাম্প। এই Cooler -এর বিদ্যুৎ খরচ মাত্র ১০০ ওয়াট।

আপনাদের জন্য আরো

1.WiFi router বাড়ির এই জায়গায় রাখা উচিত না! রাখলে কমতে পারে স্পিড

2.Mobile charger -এ লেগে যাচ্ছে আগুন, চার্জে বসানোর আগে দেখে নিন 3 টি জিনিস

3.বন্ধ থাকা অ্যান্ড্রয়েড ফোন খুঁজে দেবে নতুন এই ফিচার 

4.অ্যান্ড্রয়েড ১৫ নতুন ফিচার গুলি সম্পর্কে জানা যাক 

Leave a Comment