ডেঙ্গু হয়েছে কিনা জানাবে AI, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চলছে গবেষণা

আধুনিক বিশ্বে এবার আরও আধুনিকভাবে ডেঙ্গু ধরতে চলেছে কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন,ডেঙ্গু আইডেন্টিফিকেশনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগানো হবে। এই পুরো বিষয়টা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিবিদরা গবেষণা করছেন। জানা গেছে, গবেষণা শেষ হলেই কাজে লাগানো যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে।

ডেঙ্গু আটকাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)-এর অপেক্ষায় রয়েছে পুরসভার স্বাস্থ্যবিভাগের কর্মীরাও। কলকাতা পুরসভার প্রধান স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায়চৌধুরী জানিয়েছেন, মশাকে মারার জন্য না, শুধুমাত্র ডেঙ্গু আইডেন্টিফিকেশনে এই AI বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করা হবে। ডেঙ্গু যত তাড়াতাড়ি আইডেন্টিফাই করা যাবে, তত তাড়াতাড়ি চিকিৎসা শুরু করা যাবে। এরফলে মৃত্যুর হার অনেকটা কমানো যাবে।

অনেক মানুষই ভাইরাল জ্বরের সাথে এই ডেঙ্গু জ্বরকে মিশিয়ে ফেলেন। এইজন্য জ্বর এলে প্রথমে ততটা গুরুত্ব দেয় না। চিকিৎসকরা বলেছেন, বিপদটা ঠিক এখানেই। রোগীরা বুঝতেও পারেন না যে তাঁদের শরীরে ধীরে ধীরে কমে যায় রক্তে প্লাজমা ও অণুচক্রিকার মাত্রা। ডেঙ্গুতে জ্বরের তাপমাত্রা অনেকটায় বেশি হয়। গাঁটে গাঁটে ব্যাথা এমন লক্ষণ দেখা যায়। আবার অনেকক্ষেত্রে দেখা যায় বমিও হয়। পুরসভা সূত্রের খবর থেকে জানা গেছে, কলকাতা পুরসভার আরবান প্রাইমারি হেলথ ক্লিনিকগুলোয় এমনভাবে AI বা বুদ্ধিমত্তাকে কাজে লাগানো হবে, যাতে জ্বরের ধরণ ও উপসর্গ দেখা মাত্রই আইডেন্টিফায়েড করা যাবে। প্রধান স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, এই পুরো ব্যাপারটি প্রোগামিং করা থাকবে কম্পিউটারে।

শ্রাবণ মাস চলে গেছে, কিন্তু বৃষ্টি থামার নাম নেই। প্রায় প্রতিদিনই জলে ভাসছে কলকাতা। শহরে ক্রমশ বেড়েই চলেছে ডেঙ্গু-ম্যালেরিয়ার আক্রান্ত। জানা গেছে, গত ১১ আগস্ট পর্যন্ত কলকাতায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ২৫৫। পুরসভা সূত্রের খবর থেকে জানা গেছে, ১৮ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯১। ঠিক একইভাবে বেড়ে চলেছে ম্যালেরিয়াও। গত ১১ আগস্ট পর্যন্ত কলকাতা শহরে ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৩৫৮। এখন তা অনেকটাই বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৮৩ তে।

যদিও গত বছরের তুলনায় এই সংখ্যার হার অনেকটাই কম। কলকাতা পুরসভা সূত্রে খবর, এ বছর শতাংশের হারে ডেঙ্গু কমেছে ৭০.৬৪ শতাংশ। কলকাতা পুরসভা সূত্রের খবর থেকে আরও জানা গেছে, ডেঙ্গু আটকাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-র ব্যবহারে কেন্দ্রীয় প্রধান স্বাস্থ্য মন্ত্রকের অনুমতি পাওয়া গেছে। কলকাতা পুরসভা শুধুমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নয়, ডেঙ্গুর ভ্যাকসিনের জন্যেও অপেক্ষা করছে। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, কোভিড সংক্রমণ থেকে বাঁচতে যেভাবে ভ্যাকসিন আনা হয়েছিল ঠিক সেভাবেই ডেঙ্গুর ভ্যাকসিন তৈরি করার গবেষণা চলছে। ডেঙ্গুর ভ্যাকসিন বাজারে চলে এলে তা ডেঙ্গু আটকাতে অনেক সাহায্য করবে।

আপনাদের জন্য আরো

1.YouTube অ্যাকাউন্ট হ্যাক হয়েছে? এভাবে উদ্ধার করুন নিমেষে

2.Google Pay থেকে লেনদেনের হিস্ট্রি মুছতে চান ? জেনে নিন সহজ পদ্ধতি

3.Washing Machine-এর ভিতরের এই ‘ছোট্ট জিনিসটা’ যেন ‘প্রাণ ভোমরা’ ! চালানোর আগে দেখে না নিলে কাপড় থাকবে নোংরাই

4.ISRO- র ঐতিহাসিক পদক্ষেপ SSLV-D3 রকেট লঞ্চ

Leave a Comment