প্রতি দশ বছর পর পর আধার কার্ড আপডেট করার আবেদন-পত্র জানিয়েছে কেন্দ্র। গত জুন মাসে ফ্রি-তে আধারের তথ্য আপডেট করার সময়সীমা বাড়িয়েছিল প্রশাসন। শেষবার চলতি বছরের ১৪ মার্চ পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়। পরে সেটিকে বাড়িয়ে করা হয়েছিল ১৪ জুন। এরপর সেটিকে আবার বাড়িয়ে ১৪ সেপ্টেম্বর করা হয়। অর্থাৎ আর মাত্র কয়েকটা দিন এই সুযোগ পাওয়া যাবে।
প্রসঙ্গত, এই আধার আপডেটের উদ্দেশ্য হল মানুষ যাতে আধারে নিজের ঠিকানা এবং অন্যান্য তথ্য সঠিকভাবে আপডেট রাখতে পারেন। ফ্রি-তে আধার আপডেটের সময়সীমা বাড়ানোর সময় UIDAI-এর তরফ থেকে জানানো হয়েছে, আধার তথ্য আপডেট করা এবং তার সাহায্যে সমস্ত রকম সরকারি ও অন্যান্য পরিষেবা অন্তহীনভাবে পেতে পারেন তা সুনিশ্চিত করাই কেন্দ্রের লক্ষ্য। কিন্তু ওই তারিখের পরও আধার আপডেট করা যাবে। তবে তার জন্য মাত্র ৫০ টাকা খরচ হবে।
জেনে নিন ধাপগুলি :
প্রথমে https://myaadhaar.uidai.gov.in/ এই লিঙ্কে ক্লিক করুন।
তারপর নিজের আধার নম্বর দিন।
এরপর আপনার প্রোফাইলে ঢুকে দেখে নিন ঠিকানা-সহ সমস্ত তথ্য ঠিক আছে কি।
যদি কোনও তথ্য আপডেট করতে চান তাহলে সেখানে থাকা অপশন থেকে ডকুমেন্ট টাইপটি বেছে নিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন। সেটি JPEG, PNG অথবা PDF যে কোনও ফরম্যাটে থাকতে পারে। তবে ওই ফাইলের সাইজ ২ এমবির বেশি যেন না হয়।
আপডেট রিকোয়েস্ট জমা পড়লে আপনি একটি SRN (সার্ভিস রিকোয়েস্ট নম্বর) পাবেন। এই নম্বরটি নিজের কাছে রেখে দিন। আপডেট সম্পর্কে জানতে হলে এই নম্বরটি দিয়েই ট্র্যাক করা যাবে।
আপনাদের জন্য আরো
1.Jio বিনামূল্যে ১০০ জিবি ক্লাউড স্টোরেজ দেবে ! পাওয়া যাবে বাড়তি সুবিধাও
2.ডেঙ্গু হয়েছে কিনা জানাবে AI, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চলছে গবেষণা
3.YouTube অ্যাকাউন্ট হ্যাক হয়েছে? এভাবে উদ্ধার করুন নিমেষে
4.Google Pay থেকে লেনদেনের হিস্ট্রি মুছতে চান ? জেনে নিন সহজ পদ্ধতি